রতন টাটাকে শেষ শ্রদ্ধা জানাতে আজ মুম্বইয়ের এনসিপিএ-তে জনজোয়ার। রতন টাটার মৃতদেহ আপাতত রাখা হয়েছে সেখানে। এদিকে রতন টাটার শেষকৃত্যে অংশ নিতে আজ মুম্বই যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে মহারাষ্ট্র জুড়ে আজ শোক পালন করা হচ্ছে। এই আবহে মহারাষ্ট্রে সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে। সব বড় বড় সংস্থার প্রধান এবং শিল্পপতিরা শো জ্ঞাপন করেছেন রতন টাটার প্রয়াণে। (আরও পড়ুন: নুন থেকে IT,১০ সেক্টরে ৩০ সংস্থা; টাটা গোষ্ঠীর অধীনে কোন কোন কোম্পানি আছে জানেন?)
আরও পড়ুন: 'চিরকাল আমার হৃদয়ে থাকবে', রতন টাটার প্রয়াণে আবেগতাড়িত মুকেশ আম্বানি
আরও পড়ুন: 'শুধু শূন্যস্থান রয়ে গেল…', রতন টাটার প্রয়াণে শোকস্তব্ধ তাঁর 'বেস্ট ফ্রেন্ড'
মহারাষ্ট্র সরকারের তরফে জানানো হয়েছে, আজ সমস্ত সরকারি অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। আজ রাজ্যে কোনও বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। সকাল ১০ টা থেকে বিকেল চারটে পর্যন্ত দক্ষিণ মুম্বইয়ের ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টসে রতন টাটার মরদেহ শায়িত থাকবে। সাধারণ মানুষ সেখানে তাঁকে শেষশ্রদ্ধা জানাতে পারবেন। তারপর মুম্বইয়ের ওরলি এলাকায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় রতন টাটার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। (আরও পড়ুন: কলকাতায় 'আকাশ তিমি' বেলুগা XL, বিমানটি কত লম্বা জানেন?)
আরও পড়ুন: ডাক্তাররা বললেন 'বৈঠক নিষ্ফলা', কিছু পরেই 'দাবি মেনে নেওয়ার' বার্তা মুখ্যসচিবের
আরও পড়ুন: জুনিয়র ডাক্তারদের সমর্থনে এবার 'কর্মবিরতিতে' প্রাইভেট হাসপাতালের চিকিৎসকরা
গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। এই আবহে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। তখন বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছিল, গুরুতর অসুস্থ রতন টাটা। তবে শরীর খারাপ নিয়ে গুজব রটছে বলে রতন টাটা জানিয়েছিলেন নিজেই। তবে গতকাল অবশেষে প্রয়াত হন রতন টাটা। এই আবহে টাটা গোষ্ঠীর তরফে এক বার্তায় বলা হয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে আমাদের রতন নভল টাটাকে বিদায় জানাতে হচ্ছে। তাঁর নেতৃত্ব শুধুমাত্র টাটা সংস্থাকে এগিয়েই নিয়ে যায়নি, দেশের প্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সংস্থার কাছে রতন টাটা শুধুই চেয়ারম্যান ছিলেন না, ছিলেন পথ প্রদর্শক। উৎকর্ষতার প্রতি একনিষ্ঠতা এবং নতুনের সন্ধান তাঁকে উন্নতির এক থেকে অন্য শৃঙ্গে পৌঁছে দিয়েছে। সমাজ জীবনের বিভিন্ন ক্ষেত্রে তিনি যে অবদান রেখে গিয়েছেন তা আগামীর কাছে শিক্ষা হয়ে থাকবে।
উল্লেখ্য, ১৯৬২ সালে টাটা স্টিল বিভাগে তিনি কর্মজীবন শুরু করেন। এর ৯ বছর পর তিনি ন্যাশনাল রেডিয়ো অ্যান্ড ইলেকট্রনিক্স কোম্পানি লিমিটেডের ডিরেক্টর-ইন-চার্জ হিসেবে নিযুক্ত হন। ১৯৯১ সালে টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে জেআরডি টাটা পদত্যাগ করলে রতন টাটা তাঁর উত্তরসূরি হিসেবে স্থলাভিষিক্ত হন। পদে থাকাকালীনই রতন টাটা নিয়ম বানান, টাটা সন্স-এর চেয়ারম্যান পদে ৭৫ বছর বয়েসের ঊর্ধে কেউ বসবেন না। সেই নিয়ম অনুসরণ করেই তিনি ২০১২ সালে অবসর নেন। ২০১২ সালের পর টাটা সন্সের চেয়ারম্যান এমেরিটাস পদে ছিলেন রতন টাটা। বয়সের চাপে অবশ্য গত কয়েক বছরে চেহারাটাও ভেঙে গিয়েছিল। তবে গতকাল ইহকালকে বিদায় জানালেন রতন টাটা।