শিল্পপতি রতন টাটার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া। তাঁর মৃত্যু যেন ভারতের শিল্প জগতে নক্ষত্রপতন। বয়সজনিত সমস্যা নিয়ে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুধবার রাতে সেখানে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করলেন গুগলের সিইও সুন্দর পিচাই। তিনি রতন টাটার সঙ্গে তাঁর শেষ বৈঠকের কথা স্মরণ করে সমবেদনা জানিয়েছেন।
আরও পড়ুন: স্কুটার দেখে আসে আইডিয়া! রতন টাটার আঁকা ন্যানোর প্রথম ডিজাইনে ছিল না দরজা জানলা
সুন্দর পিচাই বলেন, ‘গুগলে রতন টাটার সঙ্গে আমার যখন শেষ সাক্ষাত হয়েছিল সেই সময় গুগলের স্বয়ংচালিত গাড়ি প্রকল্প ‘ওয়েমো’ এর অগ্রগতি নিয়ে। এবিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গি ছিল অনুপ্রেরণামূলক। তিনি একজন অসাধারণ শিল্পপতি ছিলেন। ভারতে আধুনিক ব্যবসায়িক নেতৃত্বের পরামর্শদান ও বিকাশে সহায়ক ভূমিকা পালন করেছিলেন।’ পিচাই ভারতকে আরও উন্নত করার জন্য কীভাবে টাটা উদ্যোগী ছিলেন সে সম্পর্কে পিচাই জানান, টাটা সত্যিই ভারতের উন্নতি করতে চেয়েছিলেন। নিজের এক্স হ্যান্ডেলে পিচাই আরও লেখেন, ‘রতন টাটা ভারতকে আরও উন্নত করার বিষয়ে গভীরভাবে চিন্তাভাবনা করেছিলেন। আমি তাঁর প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাই।’
উল্লেখ্য, গত ২০ বছরেরও বেশি সময় ধরে টাটা গ্রুপের চেয়ারম্যান হিসেবে সংস্থা পরিচালনা করেছিলেন রতন টাটা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছিল মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন বুধবার গভীর রাতে রতন টাটার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার টাটা গ্রুপের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছিল, তিনি বয়সজনিত চিকিৎসার কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর স্বাস্থ্য সম্পর্কে যে খবর ছড়াচ্ছে তা ভুয়ো। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টেও রতন টাটা লিখেছিলেন, ‘চিন্তার কোনও কারণ নেই। আমি ভাল আছি।’ আর তার পরেই বুধবার রাতে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে শিল্পপতি মুকেশ আম্বানি, তারকা সর্বস্তরের মানুষ তাঁর মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছেন। নরেন্দ্র মোদী তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এছাড়াও, ব্যবসায়িক জগত থেকে মুকেশ আম্বানি, গৌতম আদানি, আনন্দ মাহিন্দ্রা এবং হর্ষ গোয়েঙ্কা রতন টাটার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তাঁর মৃত্যুকে ভারতীয় শিল্পের একটি গুরুত্বপূর্ণ সময়ের সমাপ্তি হিসাবে দেখছেন বিশেষজ্ঞের অনেকেই। তাদের মতে, তাঁর জায়গা নেওয়ার জন্য কাউকে খুঁজে পাওয়া কঠিন হবে।