২০০৮ সালে মুম্বই শহরে সন্ত্রাসবাদী আক্রমণের কথা কেই বা ভুলতে পেরেছেন। লস্কর-এ-তইবা’র দশ সন্ত্রাসবাসী আক্রমণ চালিয়েছিল মুম্বইয়ে। এবং ভয়ঙ্কর আক্রমণ হয়েছিল তাজ হোটেলে। এই কথা যেমন ভোলা যায়নি, তেমনই সেই দিনের আর এক কথাও অনেকেই ভুলতে পারেননি। সেটি হল গোটা ঘটনায় রতন টাটার ভূমিকা।
(আরও পড়ুন: মধ্যরাতে দুঃসংবাদ আসতেই থামল মুম্বইয়ের গরবার উদযাপন! রতন টাটাকে শেষ শ্রদ্ধা জানালেন শিল্পীরা)
(আরও পড়ুন: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় রতন টাটাকে, দাদার শেষকৃত্যে হাজির জিম্মি টাটা! ছিলেন অমিত শাহ-একনাথ শিন্ডেরাও)
টানা তিন দিন ধরে সন্ত্রাসবাদীদের সঙ্গে লড়াই চলেছিল সেই সময়ে। ২০০৮ সালের ২৬ নভেম্বর সেই কারণেই ভারতের সাম্প্রতিক ইতিহাসে এক দগদগে ঘটনা হিসাবে চিহ্নিত হয়ে রয়ে গিয়েছে। কিন্তু সে দিনের মুম্বই প্রত্যক্ষ করেছিল রতন টাটাকেও। যিনি এই গোটা ঘটনার সময়ে তাজ হোটেলের সামনে দাঁড়িয়ে ছিলেন। প্রতি মুহূর্তে উদ্বেগ নিয়ে অপেক্ষা করে গিয়েছিলেন গোটা ঘটনার পরিণতি দেখার জন্য। মনে রাখতে হবে, এই ঘটনা যখন ঘটছে, তখন তাঁর বয়স ৭০ পেরিয়েছে।
(আরও পড়ুন: গায়ে ভারতের পতাকা, কাচের বাক্সে চিরঘুমে শায়িত রতন টাটা! পার্সি হয়েও হিন্দু নিয়মে সম্পন্ন হবে শেষকৃত্য)
(আরও পড়ুন: ‘ঈশ্বর আপনার মতো সুন্দর মানুষ তৈরি বন্ধ করেছেন,’ বছর ২৫-র রতন টাটার ছবি দেখে বলেছিল নেটপাড়া, লাইক পড়েছিল..)
বুধবার প্রয়াত হয়েছেন দেশের অন্যতম নামজাদা এবং জনপ্রিয় এই শিল্পপতি। তবে পিছনে রেখে গিয়েছেন এমন অনেক অসংখ্য গল্প। যেগুলি শুনলে ভবিষ্যৎ প্রজন্মও শিহরিত হতে বাধ্য।