প্রয়াত বিজনেস টাইকুন রতন টাটার উইল খোলা হয়েছে সম্প্রতি। আর সেই উইলে নাকি হতবাক টাটার ঘনিষ্ঠ বৃত্ত। রতন টাটা নিজের সম্পত্তির এক-তৃতীয়াংশ বা প্রায় ৫০০ কোটি টাকা ছেড়ে গিয়েছেন এক রহস্যজনক ব্যক্তির জন্যে। তবে এই ব্যক্তিকে নাকি রতন টাটার ঘনিষ্ঠরা সেভাবেও ‘চেনেন না’। কিন্তু কে এই ব্যক্তি? রিপোর্ট অনুযায়ী, ৫০০ কোটি টাকা পাওয়া এই ব্যক্তির নাম মোহিনী মোহন দত্ত। বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল একাধিক সূত্র জানিয়েছে, এই তথ্য প্রকাশ্যে আসায় টাটা পরিবার ও ঘনিষ্ঠরা অবাক হয়েছেন। (আরও পড়ুন: ইউনুসের আঙুল তাঁর দিকে, ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি ভাঙার ঘটনায় সেই হাসিনা বললেন…)
আরও পড়ুন: ‘সরকার এ ধরনের কর্মকাণ্ড…’ জ্বলছে বাংলাদেশ, গভীর রাতে 'ঘুম ভাঙল' ইউনুসের
রতন টাটার সঙ্গে মোহিনী মোহন দত্তের সম্পর্কের বিষয়ে খুব একটা কেউ জানতেন না সেভাবে। তবে রতনের সঙ্গে প্রায় ৬ দশকের পরিচিতি ছিল মোহিনীর। মোহিনীর মোহন দত্তের পরিবার এর আগে স্ট্যালিয়ন নামে একটি ট্র্যাভেল এজেন্সির মালিক ছিলেন। স্ট্যালিয়নের ৮০ শতাংশ মালিকানা ছিল দত্ত পরিবারের। বাকি ২০ শতাংশ মালিকানা ছিল টাটা গোষ্ঠীর কাছে। ২০১৩ সালে সেই সংস্থাটি তাজ গ্রুপ অফ হোটেলসের অংশ তাজ সার্ভিসেসের সাথে জুড়ে গিয়েছিল। এদিকে মোহিনী মোহন দত্ত একটা সময়ে থমাস কুকের অ্যাসোসিয়েট সংস্থা টিসি ট্রাভেল সার্ভিসেসের ডিরেক্টর পদেও ছিলেন। এদিকে রিপোর্টে দাবি করা হয়েছে, মোহিনী মোহন দত্ত নিজেকে রতন টাটার ছেলের মতো মনে করতেন। যদিও উইলে স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে, রতন টাটা কখনও কাউকে বিয়ে করেননি বা কাউকে দত্তক নেননি। (আরও পড়ুন: 'বিশ্বের সবচেয়ে বড় উন্নয়নমূলক প্রকল্প',নিজের 'গাজা প্ল্যান' বাতলে দিলেন ট্রাম্প)
আরও পড়ুন: ধানমন্ডির 'আগুন' ছড়িয়েছে আরও ৩৫ জায়গায়, বাংলাদেশ কি ইউনুসের নিয়ন্ত্রণের বাইরে?
টাটা গোষ্ঠীর সঙ্গে যোগ থাকা অনেকেরই দাবি, মোহিনী মোহন দত্ত এর আগে বহুবার রতনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার বিষয়ে জনসমক্ষে বলেছেন। রতনের শেষকৃ্ত্য সম্পন্ন হওয়ার সময় মোহিনী মহন বলেছিলেন, 'জামশেদপুরের একটি হোটেলে প্রথমবার আমদের দেখা হয়েছিল। তখন রতনের বয়স ২৪ বছর। রতন আমাকে সাহায্য করেছিল এবং আমাকে তৈরি করেছিল।' ২০২৪ সালের ডিসেম্বরে রন টাটার জন্মদিনের অনুষ্ঠানেও হাজির ছিলেন মোহিনী। সেই অনুষ্ঠানে টাটার অত্যন্ত ঘনিষ্ঠ কয়েকজনই আমন্ত্রিত ছিলেন বলে জানা যায়। (আরও পড়ুন: অশান্ত বাংলাদেশে কি হাসিনাকে ফেরত পাঠাবে ভারত? সংসদে জবাব দিল মোদী সরকার)
টাটা গোষ্ঠীর চেয়ারম্যান এমেরিটাস পদে থাকাকালীন রতন টাটা বছরে বেতন নিতেন আড়াই কোটি টাকা। তাঁর সম্পত্তির মধ্যে অন্যতম হল ৩৫০ কোটি টাকার ফিক্সড ডিপোজিট। এছাড়াও আলিবাগে ২০০০ স্কোয়ারফুটের একটি বাংলো এবং মুম্বইয়ের জুহু তারা রোডে দু'তলা একটি বাড়ি। তাঁর এই সব সম্পত্তি যাঁকে যা দিয়ে যাওয়া হয়েছে, তা তাঁরা হাতে পাবেন বেশ কয়েক মাসের আইনি প্রক্রিয়ার পরে। এখনও বম্বে হাই কোর্টে এই উইল প্রোবেট করানো হয়নি বলে জানা গিয়েছে।