৯ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রতন টাটা। ভারতের শিল্প বাণিজ্যের মহীরুহর প্রয়াণে শোকগ্রস্ত গোটা দেশ। এদিন তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয় তাঁর আদরের গোয়াও। কিন্তু কে সে?
আরও পড়ুন: 'প্রথমদিনের মতোই ভয় হচ্ছিল...' চলতি বছরই ফের গাঁটছড়া বেঁধেছেন, এর মধ্যে সুখবর দিলেন কাঞ্চন!কী জানালেন
কে এই রতন টাটার আদরের গোয়া?
রতন টাটার আসরের পোষ্য হল গোয়া। না, কোনও হাইফাই বা নাম করা কোনও ব্রিডের কুকুর নয়। বরং ভারতীয় স্ট্রিট ডগ সে। গোয়ার রাস্তা থেকে তাঁকে বছর কয়েক আগে উদ্ধার করেছিলেন রতন টাটা নিজেই। তারপরই তাঁর নাম রাখেন গোয়া। নিয়ে আসেন নিজের সঙ্গে। বর্তমানে গোয়া বম্বে হাউজ অর্থাৎ টাটা গ্রুপের হেড অফিসে থাকে সে। ১০ অক্টোবর রতন টাটাকে শেষ শ্রদ্ধা জানাতে আসে সেও।
আরও পড়ুন: 'ভিতরের বাঙালি মেয়েটা আনন্দে আত্মহারা' প্রথমবার টাইমস স্কোয়ারে দুর্গাপুজো! কী বললেন আমেরিকার বাঙালি
রতন টাটার মৃত্যু
বয়সজনিত সমস্যা নিয়ে রতন টাটা মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ৯ অক্টোবর সকাল থেকেই শোনা যেতে থাকে যে তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। এদিন রাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে রতন টাটার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি পদ্মভূষণ, পদ্ম বিভূষণ, সহ একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন। এদিন তাঁর প্রয়াণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলেই শোক জ্ঞাপন করেছেন। বাদ যাননি টলিউড, বলিউডের অভিনেতা, অভিনেত্রীরাও।
প্রসঙ্গত এদিন শোক দিবস পালিত হচ্ছে মহারাষ্ট্র জুড়ে। বাতিল করা হয়েছে যাবতীয় সরকারি অনুষ্ঠান। আর একই সঙ্গে রতন টাটাকে ভারত রত্ন দেওয়ার দাবি উঠল মহারাষ্ট্র সরকারের তরফ থেকে। মুম্বইয়ের ওরলি এলাকায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় রতন টাটার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: সেলেব হলে কী হবে, অন্যান্য নতুন মায়েদের মতোই বাচ্চা সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন দীপিকা, কমছে জৌলুস!