Ration Card: লিস্টে আপনার নাম আছে তো? ফোন থেকেই দেখতে পারবেন
1 মিনিটে পড়ুন . Updated: 08 Jan 2022, 05:28 PM IST- চাইলে খুব সহজে, বাড়ি বসেই রেশন তালিকা যাচাই করে নেওয়া যায়। প্রয়োজন শুধুমাত্র একটি স্মার্টফোন ও ইন্টারেনেটের।
রেশন কার্ডের তালিকায় নাম থাকলে তবেই সুবিধা মেলে। অনেকক্ষেত্রে কেউ কেউ তালিকা থেকে হঠাত্ নাম বাদ পড়ার অভিযোগ করেন।
কিন্তু আপনি কি জানেন, চাইলে খুব সহজে, বাড়ি বসেই রেশন তালিকা যাচাই করে নেওয়া যায়। প্রয়োজন শুধুমাত্র একটি স্মার্টফোন ও ইন্টারেনেটের।
কীভাবে রেশন তালিকায় আপনার নাম আছে কিনা যাচাই করবেন? এই লিস্টিকেলে সেটাই জানতে পারবেন ধাপে ধাপে।
আসুন দেখে নেওয়া যাক :
রেশনের অফিসিয়াল ওয়েবসাইট https://nfsa.gov.in/Default.aspx -এ যান।
সেখানে রেশন কার্ডের অপশন দেখতে পাবেন। তাতে ক্লিক করুন।
Ration Card Details On State Portals অপশনে ক্লিক করুন।
ড্রপ ডাউন থেকে নিজের রাজ্য এবং জেলা বেছে নিন।
এরপর রেশন দোকানের নাম এবং রেশন কার্ডের ধরন বেছে নিন।
এরপরেই সেই দোকানের রেশন কার্ড হোল্ডারদের নামের তালিকা পেয়ে যাবেন। এই তালিকায় আপনার নাম আছে কিনা দেখে নিন।
প্রয়োজনে এই তালিকা প্রিন্ট এবং ডাউনলোডও করা যাবে।