সদ্য সমাপ্ত হওয়া গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপির প্রতীকে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন রিভাবা জাদেজা। সম্পর্কে তিনি ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী। নির্বাচনী প্রচারের সময় জাদেজাকে স্ত্রীর পাশে থাকতে দেখা গিয়েছে পুরো সময়। সোশ্যাল মিডিয়াতেও স্ত্রীর প্রশংসা করতে দেখা গিয়েছে। এদিকে জাদেজার বাবা ও দিদিকে দেখা গিয়েছে কংগ্রেসের হয়ে প্রচারে নামতে। এই নিয়ে কম জলঘোলা হয়নি। এবার স্ত্রীর প্রশংসা করতে গিয়ে বিতর্কে জড়ালেন ভারতীয় ক্রিকেটার জাদেজা।
1/5স্ত্রীর পাশে থেকে নিজের অবস্থান বরাবরই স্পষ্ট করে দিয়েছেন রবীন্দ্র জাদেজা। ভোট প্রচারের সময় সস্ত্রীক জাদেজা দেখা করেছের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। এবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নিয়ে নিজের স্ত্রীর বক্তৃতার ভিডিয়ো পোস্ট করে সমালোচিত হলেন ভারতীয় দলের অলরাউন্ডার। কংগ্রেসের বহু নেতা জাদেজার এই কাজকে সমর্থন না করতে পেরে বিজেপিকে আক্রমণ শানিয়েছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পড়ে গিয়েছেন জাদেজা। (ANI)
2/5গত সোমবার এক অনুষ্ঠানে আরএসএস নিয়ে নিজের মতামত প্রকাশ করেন জামনগর উত্তরের বিধায়ক। সেই অনুষ্ঠানের ভিডিয়ো টুইটারে পোস্ট করে রবীন্দ্র জাদেজা লেখেন, 'আরএসএস নিয়ে তোমার জ্ঞান দেখে আমার ভালো লাগছে। আরএসএস এমন একটি সংগঠন যা ভারতীয় সংস্কৃতি এবং আমাদের সমাজের মূল্যবোধকে সমুন্নত রাখার আদর্শ প্রচার করে। তোমার জ্ঞান এবং কঠোর পরিশ্রমই তোমাকে বাকিদের থেকে আলাদা করে। এটা বজায় রেখো।' আর জাদেজার এই মন্তব্যেই উঠেছে সমালোচনার ঝড়। বিজেপিকে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, বিজেপি দেশের সবকিছু দখল করে নিচ্ছে, খেলাও। (ANI)
3/5কংগ্রেস নেতা রশিদ অলভি এই নিয়ে বলেন, 'শুধু খেলাধুলা নয়, পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি এবং সর্বত্রই ভারতীয় জনতা পার্টি এমন পরিবেশ তৈরি করেছে যে সবাই এই বিজেপি নেতাদের খুশি রাখার চেষ্টা করছে। তাদের বেশিরভাগই আয়কর বিভাগ এবং অন্যান্য সংস্থাগুলিকে ভয় পায়, যা এই সরকার দ্বারা পরিচালিত হচ্ছে। সব এজেন্সি খেলনায় পরিণত হয়েছে। তারা তাদের নিয়ে খেলছে। এই কারণেই মানুষ ভীত এবং তারা শুধু বিজেপিকে খুশি রাখতে চায়।' (ANI)
4/5কংগ্রেস বিধায়ক রিজওয়ান আরশাদ এই বিষয়ে বলেন, 'পুরো দেশ বন্দি হয়ে গিয়েছে। জয় শাহ যেদিন বিসিসিআই-এর সেক্রেটারি হলেন, সেদিনই ক্রিকেট বন্দি হয়ে গেল। দেশের অন্যতম জনপ্রিয় ব্যক্তির পুত্র হওয়া ছাড়া বিসিসিআই-এর সেক্রেটারি হওয়ার ক্ষেত্রে জয় শাহের কী যোগ্যতা আছে? এই নিয়ে কোনও বিতর্ক হওয়া উচিত নয়। যারা হিন্দুত্ববাদী আদর্শকে সমর্থন করে বা তার সামনে আত্মসমর্পণ করে তাদেরকে দিয়ে সর্বত্র প্রচার করানো হচ্ছে।' (ANI)
5/5এদিকে জাদেজাকে নিয়ে কংগ্রেসের সমালোচনার জবাব দিয়েছে বিজেপি। বিজেপি সাংসদ রাকেশ সিনহা এই বিষয়ে বলেছেন, 'আরএসএসের আদর্শ এখন ভারতীয় সমাজের বিভিন্ন অংশ স্বীকার করছে। তা সে ক্রীড়াবিদ, ব্যবসায়ী হোক কি সাধারণ মানুষ। সবাই আরএসএস-এর আদর্শকে সমর্থন করছেন। আরএসএস-এর মতাদর্শ মানুষের মধ্যে দেশপ্রেমের উদ্দীপনা জাগায়। আরএসএস-এর আদর্শ জাতিকে প্রথমে রাখতে শেখায়।' (ANI)