বাংলা নিউজ > ঘরে বাইরে > Ravish Kumar: ‘সাংবাদিকতার ভষ্মযুগ... সব গোদি মিডিয়া’, NDTV ছেড়ে আবেগের বহিঃপ্রকাশ রবিশের

Ravish Kumar: ‘সাংবাদিকতার ভষ্মযুগ... সব গোদি মিডিয়া’, NDTV ছেড়ে আবেগের বহিঃপ্রকাশ রবিশের

এনডিটিভির সাংবাদিক রবিশ কুমার

রবিশ কুমার ভিডিয়ো পোস্ট করে বলেন, ‘ভারতের সাংবাদিকতায় কোনওদিনই স্বর্ণযুগ ছিল না, তবে বর্তমানে সাংবাদিকতার ভষ্মযুগ শুরু হয়েছে। সাংবাদিকতায় যা সব ভালো রয়েছে তা ভষ্ম করে দেওয়া হচ্ছে। ভারতে একাধিক নামে বহু চ্যানেল রয়েছে। তবে আখেড়ে সবই তো গোদি মিডিয়া।’

বিজেপি প্রার্থী পীযূ প্যাটেলের গাড়িতে হামলার ঘটনা ঘটল সকাল সকাল। ২৬ বছর পর এনডিটিভি ছাড়লেন সাংবাদিক রবিশ কুমার। গতকালই এনডিটিভির ২৯ শতাংশ শেয়ার হস্তান্তর হয় আদানিদের হাতে। এরপরই বুধবার প্রণয় রায় এবং রাধিকা রায় এনডিটিভির প্রোমোটার সংস্থা থেকে ইস্তফা দেন। আর এরপরই সাংবাদিক রবিশ কুমারও পদত্যাগ করেন। এরপরই নিজের ইউটিউব চ্যানেলে রবিশ কুমার ভিডিয়ো পোস্ট করে বলেন, ‘ভারতের সাংবাদিকতায় কোনওদিনই স্বর্ণযুগ ছিল না, তবে বর্তমানে সাংবাদিকতার ভষ্মযুগ শুরু হয়েছে। সাংবাদিকতায় যা সব ভালো রয়েছে তা ভষ্ম করে দেওয়া হচ্ছে। ভারতে একাধিক নামে বহু চ্যানেল রয়েছে। তবে আখেড়ে সবই তো গোদি মিডিয়া।’

প্রসঙ্গত, এনডিটিভি চ্যানেলের সিনিয়র এক্সিকিউটিভ এডিটর পদে ছিলেন রবিশ কুমার। রবিশ কি রিপোর্ট, প্রাইম টাইম, হাম লোগ, দেশ কি বাতের মতো জনপ্রিয় অনুষ্ঠান সঞ্চালনা করতেন তিনি। রবিশের পদত্যাগের বিষয়ে এনডিটিভইর প্রেসিডেন্ট সুপর্ণা সিং বলেন, ‘খুব কম সাংবাদিকই রবিশের মতো সাধারণ মানুষের মধ্যে প্রভাব ফেলতে পেরেছেন। ভারত ও আন্তর্জাতিক ক্ষেত্রে একাধিক সম্মান ও দর্শকদের ভালোবাসা পেয়েছেন তিনি। কয়েক যুগ ধরে তিনি এনডিটিভির অবিচ্ছেদ্য অংশ ছিলেন৷ সংস্থায় তাঁর প্রচুর অবদান রয়েছে।’

এর আগে এনডিটিভির প্রোমোটার গ্রুপ আরআরপিআরএইচ থেকে ইস্তফা দিয়েছিলেন প্রণয় রায় ও রাধিকা রায়। এরপরই সংস্থার বোর্ডের ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয় সুদীপ্ত ভট্টাচার্য, সঞ্জয় পুগালিয়া এবং সেন্থিল সিননিহা চেনগালভারায়নকে। এর আগে প্রণয় রায়রা এনডিটিভির ২৯.১৮ শতাংশ শেয়ার হস্তান্তর করে আদানি নিয়ন্ত্রিত সংস্থার হাতে।

উল্লেখ্য, পরোক্ষভাবে ২৯.১৮ শতাংশ শেয়ার অধিগ্রহণ করে গৌতম আদানির মালিকাধীন এএমজি মিডিয়া নেটওয়ার্কস লিমিটেড। পরবর্তীতে ২৬ শতাংশ শেয়ার কেনারও প্রস্তাব দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এনডিটিভির নিয়ন্ত্রণ চলে আসবে আদানির হাতে। মোট ৪৯৫ কোটি টাকায় এনডিটিভির ২৬ শতাংশ শেয়ার কেনার প্রস্তাব দিয়েছেন আদানি।

প্রসঙ্গত, বম্বে স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত আরআরআরআরের হাতে এনডিটিভির ২৯.১৮ শতাংশ শেয়ার ছিল। সেই সংস্থার ৯৯.৯ শতাংশ ইক্যুইটি শেয়ার কিনে নেয় এএমজি মিডিয়া নেটওয়ার্কস লিমিটেডের অধীনস্থ বিশ্বপ্রধান কমার্শিয়াল লিমিটেড। শেয়ার পিছু ২৯৪ টাকা দরে আরআরআরআর থেকে এনডিটিভির ২৯.১৮ শতাংশ মালিকানা কেনে আদানির সংস্থা। ২০০৯-১০ সালে এনডিটিভির প্রতিষ্ঠাতা রাধিকা এবং প্রণয় রায়ের সঙ্গে ঋণ চুক্তির ভিত্তিতে বিশ্বপ্রধান কমার্শিয়াল লিমিটেড এই অধিগ্রহণ করেছে বলে জানা যায়। তবে এই নিয়ে এনডিটিভির তরফে প্রতিবাদ জানানো হয়েছিল। তবে শেষ পর্যন্ত সংস্থা ছাড়লেন প্রণয় রায়, রবিশ কুমাররা।

 

ঘরে বাইরে খবর

Latest News

প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী ভোটের মুখে মাথায় বাজ রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.