বিজেপি প্রার্থী পীযূ প্যাটেলের গাড়িতে হামলার ঘটনা ঘটল সকাল সকাল। ২৬ বছর পর এনডিটিভি ছাড়লেন সাংবাদিক রবিশ কুমার। গতকালই এনডিটিভির ২৯ শতাংশ শেয়ার হস্তান্তর হয় আদানিদের হাতে। এরপরই বুধবার প্রণয় রায় এবং রাধিকা রায় এনডিটিভির প্রোমোটার সংস্থা থেকে ইস্তফা দেন। আর এরপরই সাংবাদিক রবিশ কুমারও পদত্যাগ করেন। এরপরই নিজের ইউটিউব চ্যানেলে রবিশ কুমার ভিডিয়ো পোস্ট করে বলেন, ‘ভারতের সাংবাদিকতায় কোনওদিনই স্বর্ণযুগ ছিল না, তবে বর্তমানে সাংবাদিকতার ভষ্মযুগ শুরু হয়েছে। সাংবাদিকতায় যা সব ভালো রয়েছে তা ভষ্ম করে দেওয়া হচ্ছে। ভারতে একাধিক নামে বহু চ্যানেল রয়েছে। তবে আখেড়ে সবই তো গোদি মিডিয়া।’
প্রসঙ্গত, এনডিটিভি চ্যানেলের সিনিয়র এক্সিকিউটিভ এডিটর পদে ছিলেন রবিশ কুমার। রবিশ কি রিপোর্ট, প্রাইম টাইম, হাম লোগ, দেশ কি বাতের মতো জনপ্রিয় অনুষ্ঠান সঞ্চালনা করতেন তিনি। রবিশের পদত্যাগের বিষয়ে এনডিটিভইর প্রেসিডেন্ট সুপর্ণা সিং বলেন, ‘খুব কম সাংবাদিকই রবিশের মতো সাধারণ মানুষের মধ্যে প্রভাব ফেলতে পেরেছেন। ভারত ও আন্তর্জাতিক ক্ষেত্রে একাধিক সম্মান ও দর্শকদের ভালোবাসা পেয়েছেন তিনি। কয়েক যুগ ধরে তিনি এনডিটিভির অবিচ্ছেদ্য অংশ ছিলেন৷ সংস্থায় তাঁর প্রচুর অবদান রয়েছে।’
এর আগে এনডিটিভির প্রোমোটার গ্রুপ আরআরপিআরএইচ থেকে ইস্তফা দিয়েছিলেন প্রণয় রায় ও রাধিকা রায়। এরপরই সংস্থার বোর্ডের ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয় সুদীপ্ত ভট্টাচার্য, সঞ্জয় পুগালিয়া এবং সেন্থিল সিননিহা চেনগালভারায়নকে। এর আগে প্রণয় রায়রা এনডিটিভির ২৯.১৮ শতাংশ শেয়ার হস্তান্তর করে আদানি নিয়ন্ত্রিত সংস্থার হাতে।
উল্লেখ্য, পরোক্ষভাবে ২৯.১৮ শতাংশ শেয়ার অধিগ্রহণ করে গৌতম আদানির মালিকাধীন এএমজি মিডিয়া নেটওয়ার্কস লিমিটেড। পরবর্তীতে ২৬ শতাংশ শেয়ার কেনারও প্রস্তাব দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এনডিটিভির নিয়ন্ত্রণ চলে আসবে আদানির হাতে। মোট ৪৯৫ কোটি টাকায় এনডিটিভির ২৬ শতাংশ শেয়ার কেনার প্রস্তাব দিয়েছেন আদানি।
প্রসঙ্গত, বম্বে স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত আরআরআরআরের হাতে এনডিটিভির ২৯.১৮ শতাংশ শেয়ার ছিল। সেই সংস্থার ৯৯.৯ শতাংশ ইক্যুইটি শেয়ার কিনে নেয় এএমজি মিডিয়া নেটওয়ার্কস লিমিটেডের অধীনস্থ বিশ্বপ্রধান কমার্শিয়াল লিমিটেড। শেয়ার পিছু ২৯৪ টাকা দরে আরআরআরআর থেকে এনডিটিভির ২৯.১৮ শতাংশ মালিকানা কেনে আদানির সংস্থা। ২০০৯-১০ সালে এনডিটিভির প্রতিষ্ঠাতা রাধিকা এবং প্রণয় রায়ের সঙ্গে ঋণ চুক্তির ভিত্তিতে বিশ্বপ্রধান কমার্শিয়াল লিমিটেড এই অধিগ্রহণ করেছে বলে জানা যায়। তবে এই নিয়ে এনডিটিভির তরফে প্রতিবাদ জানানো হয়েছিল। তবে শেষ পর্যন্ত সংস্থা ছাড়লেন প্রণয় রায়, রবিশ কুমাররা।