বাংলা নিউজ > ঘরে বাইরে > Raymond: সম্পত্তির ৭৫ শতাংশ দিতে হবে, দাবি রেমন্ড কর্তার স্ত্রীর, গৌতম সিংহানিয়া কি দিতে রাজি? Report

Raymond: সম্পত্তির ৭৫ শতাংশ দিতে হবে, দাবি রেমন্ড কর্তার স্ত্রীর, গৌতম সিংহানিয়া কি দিতে রাজি? Report

গৌতম সিংহানিয়া ও নওয়াজ মোদী। ছবি ইন্ডিয়া টুডে

ছাড়াছাড়ির জন্য সম্পত্তির ৭৫ শতাংশ চান রেমন্ড কর্তার স্ত্রী। কিন্তু গৌতম সিংহানিয়া কি দেবেন? 

স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ির কথা নিজে মুখেই জানিয়েছিলেন Raymonds কর্তা গৌতম সিংহানিয়া। নওয়াজ মোদী সিংহানিয়ার সঙ্গে বিচ্ছেদ হয়েছে তাঁর। ৩২ বছরের বিবাহিত জীবনে ছেদ পড়েছে তাদের। কিন্তু এবার সামনে আসছে অন্য় খবর। নওয়াজ মোদী এবার ডিভোর্সের জন্য একটা বড় শর্ত আরোপ করেছেন। তিনি সম্পত্তির ৭৫ শতাংশ দাবি করেছেন বলে খবর।

ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, নওয়াজ মোদী সিংহানিয়া সব মিলিয়ে ৭৫ শতাংশ শেয়ার চেয়েছেন গৌতম সিংহানিয়ার কাছ থেকে। তিনি জানিয়ে দিয়েছেন এই অংশটা তাঁর দুই মেয়ে নিহারিকা, নিশা ও তাঁর থাকবে। তবে আগেই গৌতম সিংহানিয়া সোশ্য়াল মিডিয়ায় জানিয়েছিলেন তাঁর বিচ্ছেদের কথা। এমনকী দুই অমূল্য রত্নকে যে তিনি বঞ্চিত করবেন না সেকথাও জানিয়েছিলেন।

এদিকে সূত্রের খবর, গৌতম সিংহানিয়া নাকি তাঁর সম্পত্তির অনেকটাই স্ত্রী ও মেয়েদের দিতে প্রস্তুত। সেটার পরিমাণ প্রায় ১১,৬২০ কোটি টাকা। এমনকী পারিবারিক ট্রাস্ট করে সেখানে তিনি এই সম্পত্তি দিতে চান। সেখানেই ধাপে ধাপে তিনি তাঁর সম্পত্তির বড় অংশ বলা ভালো ৭৫ শতাংশ দিতে চান বলে খবর।

এদিকে কিছুদিন আগেই একটি ভিডিয়ো সামনে এসেছিল। যেখানে দেখা গিয়েছিল গেটের বাইরে রয়েছেন নওয়াজ মোদী। সেখানে দেখা গিয়েছিল, গৌতম সিংহানিয়ার বাড়িতে হাউজ পার্টির আয়োজন করা হয়েছিল। কিন্তু সেখানে ঢুকতে দেওয়া হয়নি নওয়াজকে। বাড়ির সামনে থাকা নিরাপত্তারক্ষীরা তাঁকে প্রবেশ করতে দেননি বলে খবর। বাড়ির সামনে বড় গেট বন্ধ করে রাখা হয়। এনিয়ে ভিডিয়ো করেন নওয়াজ। তিনি অভিযোগ করেন, চন্দ্রকান্ত নামে একজন স্টাফ গোটা টিমকে পরিচালনা করছেন। তিনি তাঁকে ঢুকতে দিচ্ছেন না।

এই ভিডিয়ো ভাইরাল হতেই নানা কথা রটতে থাকে। অনেকের মতে, এটা দেওয়ালির রাতের ভিডিয়ো।

রেমন্ডস কর্তা গৌতম সিংহানিয়া। বয়স ৫৮। বিয়ে করেছিলেন নওয়াজ মোদীকে। তিনি সলিসিটর নাদির মোদীর কন্যা। স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন তিনি। ১৯৯৯ সালে তাঁরা বিয়ে করেছিলেন। এরপর এতগুলো বছর একসঙ্গেই ছিলেন। তবে এবার তাঁরা আলাদা থাকার সিদ্ধান্ত নিলেন। তিনি হলেন রেমন্ডস লিমিটেডের এমডি ও চেয়ারম্যান।

তিনি জানিয়েছিলেন, আমাদের চারদিকে নানা গসিপ হচ্ছিল যারা করছিলেন তারা ঠিক আমাদের শুভকামনা করেন না।

আমি তার সঙ্গে বিচ্ছেদ করছি। কিন্তু আমাদের যে দুটি মূল্যবান রত্ন আছে নিহারিকা আর নিসা তাদের জন্য সবথেকে ভালো যেটা হয় সেটাই করব।

 

বন্ধ করুন