বর্তমান সময়ে সাইবার জালিয়াতি বা অনলাইন প্রতারণা বেড়েই চলেছে। প্রতিদিন বহু মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। তাই গ্রাহকদের সাইবার জালিয়াতের হাত থেকে বাঁচাতে দেশের সমস্ত ব্যাঙ্ককে ‘.bank.in’ ডোমেইন ব্যবহার করার নির্দেশ দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। আগামী এপ্রিল থেকে এই ডোমেইন ব্যাঙ্কগুলিকে ব্যবহার করতে বলা হয়েছে। এর ফলে গ্রাহকরা বৈধ অবৈধ ব্যাঙ্ক ওয়েবসাইটগুলিকে আলাদাভাবে শনাক্ত করতে পারবেন।
আরও পড়ুন: ভুয়ো আইভিআর কল, নির্দেশ করা সংখ্যা টিপতেই ২ লাখ টাকা খোয়ালেন বেঙ্গালুরুর মহিলা
শুক্রবার প্রথম মুদ্রানীতি কমিটির (এমপিসি) বৈঠকে আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি বৈঠকে ফিশিং কেলেঙ্কারি এবং অনলাইন ব্যাঙ্কিং জালিয়াতির ক্রমবর্ধমান ঘটনার মধ্যে সাইবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দেন।তিনি বলেন, ‘সাইবার জালিয়াতির বৃদ্ধি উদ্বেগের বিষয়। তাই সব পক্ষকে পদক্ষেপ গ্রহণ করতে হবে।’ এছাড়া, নন ব্যাঙ্কিং আর্থিক সংস্থাগুলির ক্ষেত্রে ‘fin.in’ ডোমেইন ব্যবহার করতে বলা হয়েছে।
কীভাবে কাজ করবে ‘.bank.in’ এবং ‘fin.in’ ডোমেইন ?
বলা হয়েছে, বর্তমানে ব্যাঙ্কগুলি যে ডোমেইন ব্যবহার করছে এপ্রিল থেকে তা ‘.bank.in’ ডোমেইন দিয়ে প্রতিস্থাপিত করতে হবে। এই পরিবর্তনের ফলে গ্রাহকদের পক্ষে বৈধ ব্যাঙ্কিং ওয়েবসাইটগুলি শনাক্ত করা খুব সহজ হবে এবং সাইবার অপরাধীদের তৈরি জাল ওয়েবসাইটগুলির ফাঁদে পা দেওয়ার প্রবণতা কমবে।
উল্লেখ্য, অনলাইন ব্যাঙ্কিং এবং ইউপিআইয়ে লেনদেন বাড়ার ফলে আর্থিক প্রতারণার ঘটনাও তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। সাইবার অপরাধীরা প্রায়ই বৈধ ব্যাঙ্ক ওয়েবসাইটগুলি নকল করে লগইন শংসাপত্র, কার্ডের বিবরণ এবং ব্যক্তিগত তথ্য চুরি করে। আর এভাবেই প্রতারণা করে থাকে। গভর্নর মালহোত্রা জোর দিয়ে বলেন, যে ব্যাঙ্ক এবং নন ব্যাঙ্কিং আর্থিক সংস্থাগুলিকে জালিয়াতি শনাক্তকরণ ব্যবস্থা ক্রমাগত উন্নত করতে হবে। আর্থিক কেলেঙ্কারী প্রতিরোধে নিয়মিত নিরাপত্তা মূল্যায়ন পরিচালনা করতে হবে।
২০২৪ সালের শেষের দিকে অর্থ মন্ত্রকের তথ্য অনুসারে, ২০২৫ অর্থবছরে (সেপ্টেম্বর পর্যন্ত) ৬,৩২,০০০ ঘটনায় ভারতীয়রা শুধু ইউপিআইয়ের মাধ্যমে জালিয়াতির কারণে ৪৮৫ কোটি টাকার প্রতারণার শিকার হয়েছেন। ২০২২-২৩ সাল থেকে ইউপিআইয়ের মাধ্যমে ২৭ লক্ষ জালিয়াতির ঘটনা ঘটেছে। এর ফলে ২,১৪৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। জালিয়াতি রোধে সরকার ৬,৬৯,০০০ এরও বেশি সিম কার্ড এবং ১৩২,০০০ আইএমইআই ব্লক করেছে।