বাংলা নিউজ > ঘরে বাইরে > করোনায় আক্রান্ত RBI-এর গভর্নর শক্তিকান্ত দাস, নিভৃতবাসেই থেকে করবেন কাজ

করোনায় আক্রান্ত RBI-এর গভর্নর শক্তিকান্ত দাস, নিভৃতবাসেই থেকে করবেন কাজ

রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়ার (আরবিআই) গভর্নর শক্তিকান্ত দাস (ফাইল ছবি, সৌজন্য মিন্ট)

তবে তাঁর কোনও উপসর্গ নেই।

করোনাভাইরাসে আক্রান্ত হলেন রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়ার (আরবিআই) গভর্নর শক্তিকান্ত দাস। তবে তাঁর কোনও উপসর্গ নেই। আপাতত ভালো আছেন তিনি।

আজ (রবিবার) সন্ধ্যায় একটি টুইটবার্তায় তিনি বলেন, ‘আমার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। সুস্থ বোধ করছি। সম্প্রতি যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁদের সতর্ক করে দিয়েছি। নিভৃতবাস (আইসোলেশন) থেকে কাজ চালিয়ে যাব। অন্যান্য সময়ের মতো আরবিআইতে কাজ করব। ভিডিয়ো কনফারেন্স ও টেলিফোনের মাধ্যমে সব ডেপুটি গভর্নর এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে আমার যোগাযোগ আছে।’

গত মার্চে লকডাউনের সময় থেকেই বাড়ি থেকে কাজ করছেন গভর্নর-সহ আরবিআইয়ের সব আধিকারিকরা। সেখান থেকেই বিভিন্ন ঘোষণা করেছেন। লকডাউনের সময় মাঝেমধ্যেই সাংবাদিক বৈঠক করেছেন তিনি। ভার্চুয়াল মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। করোনার ধাক্কায় ধুঁকতে থাকা অর্থনীতিকে আবারও ঘুরে দাঁড় করানোর জন্য প্রচলিত এবং অপ্রচলিত বিভিন্ন পদক্ষেপ করেছেন। আনলকের পরবর্তী পর্যায়ে তিনি দাবি করেছেন, দেশের অর্থনীতি ক্রমশ ঘুরে দাঁড়াচ্ছে।

তারইমধ্যে গত শুক্রবার নয়া আর্থিক নীতি কমিটির বৈঠকের বিষয়বস্তু প্রকাশ করা হয়। গত ৭ থেকে ৯ অক্টোবরের সেই বৈঠকে কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর আশঙ্কা প্রকাশ করেছিলেন, করোনার দ্বিতীয় স্রোত এলে তা আবারও অর্থনীতির বৃদ্ধির গতিকে রুদ্ধ করতে পারে। যা ক্রমশ ঘুরে দাঁড়াচ্ছে। একইসঙ্গে অর্থনীতিতে বিভিন্ন অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাঁর কথায়, 'এগুলির মধ্যে প্রাথমিক হল কোভিড-১৯-এর দ্বিতীয় স্রোত। উল্লেখজনকভাবে অভ্যন্তরীণ আর্থিক অবস্থার উন্নতি হলেও বেসরকারি বিনিয়োগ সংক্রান্ত কার্যকলাপ ধসে যেতে পারে।'

ঘরে বাইরে খবর

Latest News

অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী? দেশের মাটিতে তৈরি তেজস এমকে-১এ সিরিজের যুদ্ধবিমানের প্রথম উড়ান সফল গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই ‘‌আমার বাংলায় একসঙ্গে সবাই যেন ভাল থাকতে পারি’‌, ব্যান্ডেজ নিয়ে ইফতারে মমতা নতুন প্রজন্মের অভিনেতাদের কটাক্ষ রচনার, স্ট্রাগলের কথা মনে করে বললেন কী? হুগলির দইয়ের পর ঘুগনিতে মজলেন রচনা! উঠল 'মন থেকে' রাজনীতি করা নিয়ে কথা উপোস করা, আস্তে ঘণ্টা বাজানো: বিশ্বের কোন প্রান্তে কীভাবে গুড ফ্রাইডে পালিত হয় আগামিকাল কেমন কাটবে আপনার? কারা পাবেন ভালো খবর? কী বলছে ২৯ মার্চের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.