উৎসবের মরশুমে ঋণের চাপ থেকে মধ্যবিত্তদের রেহাই দিতে ফের রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটির বৈঠক শেষে এবারও ৫.৫০ শতাংশ রেপো রেট রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছেন গভর্নর সঞ্জয় মালহোত্রা। ফলে গৃহঋণের ইএমআই-তে কোনও প্রভাব পড়বে না। একই সঙ্গে জিডিপি ৬.৮ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিয়ে ভারতীয় অর্থনীতির জন্য সুসংবাদ ঘোষণা করেছে আরবিআই।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপের পর গভর্নর সঞ্জয় মালহোত্রার সভাপতিত্বে রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটির এই বৈঠক ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বুধবার এমপিসি সভার ফল ঘোষণা করে আরবিআই গভর্নর দুর্গাপুজো, দশেরা এবং গান্ধী জয়ন্তী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, এমপিসির ছয় সদস্যই রেপো রেট অপরিবর্তিত রাখতে সম্মত হয়েছে। আরবিআই রেপো রেট ৫.৫০ শতাংশে অপরিবর্তিত রাখার পাশাপাশি নীতিগত অবস্থান ‘নিউট্রাল’ রাখা হয়েছে। একইসঙ্গে স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) ৫.২৫ শতাংশ এবং মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি (এমএসএফ) ৫.৭৫ শতাংশে স্থির রাখা হয়েছে। ২০২৫ সালের শুরু থেকে আরবিআই মোট ১ শতাংশ রেপো রেট কমিয়েছে-ফেব্রুয়ারিতে ০.২৫ শতাংশ, এপ্রিলে ০.২৫ শতাংশ এবং জুনে ০.৫০ শতাংশ। গভর্নর বলেন, ভারতীয় অর্থনীতি শক্ত অবস্থানে রয়েছে এবং অনুকূল বর্ষার কারণে মূল্যস্ফীতি হ্রাস পাচ্ছে। জিএসটি হ্রাস অর্থনীতির গতিকে ত্বরান্বিত করেছে, যদিও শুল্ক বৃদ্ধির কারণে রপ্তানি নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে।
জিডিপি বৃদ্ধির পূর্বাভাস
স্থিতিশীল রেপো রেট ঘোষণার পাশাপাশি, আরবিআই ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস বাড়িয়েছে। কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর জানিয়েছেন,২০২৬ অর্থবর্ষের জন্য জিডিপি বৃদ্ধির পূর্বাভাস আগের ৬.৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬.৮ শতাংশ করা হয়েছে। বর্ধিত অভ্যন্তরীণ চাহিদা, অব্যাহত বিনিয়োগ এবং স্থিতিশীল অর্থনৈতিক পরিবেশের কারণে এই পরিবর্তন আনা হয়েছে। বিভিন্ন প্রান্তিকের জন্য ভারতীয় অর্থনীতির বৃদ্ধির অনুমান প্রদান করার সময়, আরবিআই জানিয়েছে, ২০২৬ অর্থবর্ষে দ্বিতীয় ত্রৈমাসিকে প্রবৃদ্ধি ৬.৭ শতাংশ থেকে বাড়িয়ে ৭ শতাংশ করা হয়েছে। তৃতীয় ত্রৈমাসিকে প্রবৃদ্ধি ৬.৬ শতাংশ থেকে কমিয়ে ৬.৪ শতাংশ করা হয়েছে এবং চতুর্থ ত্রৈমাসিকে প্রবৃদ্ধি ৬.৩ শতাংশ থেকে কমিয়ে ৬.২ শতাংশ করা হয়েছে।সামগ্রিকভাবে আরবিআই-এর মতে, ভারতীয় অর্থনীতি দৃঢ় অবস্থানে রয়েছে এবং আগামী দিনে বৃদ্ধির ধারা অব্যাহত থাকবে।
মুদ্রাস্ফীতি সম্পর্কেও আরবিআই সুসংবাদ দিয়েছে। চলতি অর্থবছর (২০২৫-২৬)-এর জন্য খুচরা মূল্যস্ফীতির পূর্বাভাস ৩.১ শতাংশ থেকে কমিয়ে ২.৬ শতাংশ করা হয়েছে। দ্বিতীয় ত্রৈমাসিকে মূল্যস্ফীতি ২.১ শতাংশ থেকে কমিয়ে ১.৮ শতাংশ, তৃতীয় ত্রৈমাসিকে ৩.১ শতাংশ থেকে ১.৮ শতাংশ এবং চতুর্থ ত্রৈমাসিকে ৪ শতাংশ ধরা হয়েছে। আরবিআই আরও জানিয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে মূল্যস্ফীতি ৪.৫ শতাংশ হতে পারে। কেন্দ্রীয় ব্যাঙ্কের নতুন মুদ্রাস্ফীতির পূর্বাভাস আশ্বস্ত করছে। রিজার্ভ ব্যাঙ্ক বলছে যে দেশে বাস্তবায়িত জিএসটি সংস্কার মুদ্রাস্ফীতির উপর প্রভাব ফেলবে এবং তা কমাবে।