যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেখানে গিয়ে এই টাকা এক্সচেঞ্জ করতে পারেন। তবে তা ৩০ সেপ্টেম্বরের পর আর হবে না। আরবিআইয়ের আঞ্চলিক দফতরগুলিতে এই সুবিধা পেতে পারেন। এছাড়াও বাকি ব্যাঙ্কে ২৩ মের পর থেকে এই সুবিধা পাবেন।
1/5দেশের ব্যাঙ্কগুলিকে আর ২০০০ টাকার নোট ইস্যু করতে বারণ করল রিজার্ভ ব্যাঙ্ক। দেশের শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে, আর ৪ মাসের পর এই নোট বাজারে আর বৈধ থাকবে না। তবে এখনই এই নোট গ্রহণ বা দেওয়ার ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা নেই। বরং ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই নোট ব্যাঙ্কে গিয়ে বদল (এক্সচেঞ্জ) কিম্বা ডিপোজিট বা জমা করার কথা বলছে ব্যাঙ্ক। কীভাবে এই ২০০০ হাজার টাকার নোট বদল (এক্সচেঞ্জ) বা জমা (ডিপোজিট) করবেন, জানুন। (ছবিটি প্রতীকী)
2/5২০০০ টাকার নোট এক্সচেঞ্জ:-যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেখানে গিয়ে এই টাকা এক্সচেঞ্জ করতে পারেন। তবে তা ৩০ সেপ্টেম্বরের পর আর হবে না। আরবিআইয়ের আঞ্চলিক দফতরগুলিতে এই সুবিধা পেতে পারেন। এছাড়াও বাকি ব্যাঙ্কে ২৩ মের পর থেকে এই সুবিধা পাবেন। ফাইল ছবি: রয়টার্স
3/5প্রতিদিনের লেনদেনে ২০০০ টাকার নোট রিজার্ভ ব্যাঙ্ক বলছে, প্রতিদিনের লেনদেনে আপাতত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই ২০০০ টাকার নোট সচল থাকবে। তবে ৩০ সেপ্টেম্বরের পর থেকে তা হবে না। ছবি : পিটিআই
4/5২০০০ টাকার নোট ডিপোজিট- ২০০০ টাকার নোট ডিপোজিট বা জমা করার ক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে অবশ্যই থাকতে হবে ‘Know Your Customer’ বা কেওয়াইসি ঘিরে যাবতীয় তথ্য। এছাড়াও ব্যাঙ্ক সংক্রান্ত বাকি বহু বিধ বিষয়ের বিধি মেনে নথি সঙ্গে রাখতে হবে। তার হাত ধরেই হবে ২০০০ টাকার নোট জমা।
5/5অন্য ব্যাঙ্কের থেকে ২০০০ এক্সচেঞ্জের উপায়- আরবিআই বলছে, সংশ্লিষ্ট ব্যাঙ্কের গ্রাহক না হলেও সেই ব্যাঙ্ক থেকে ২০০০ টাকার নোট এক্সচেঞ্জের ক্ষেত্রে সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ করতে পারবেন। এক্সচেঞ্জে লাগবে না কোনও বাড়তি টাকা। ব্যাঙ্কের গ্রাহক হোন বা না হোন, যদি টাকা এক্সচেঞ্জে সংশ্লিষ্ট ব্যাঙ্ক থেকে করতে না পারেন, তাহলে আরবিআই বলছে, সেই ব্যাঙ্কে অভিযোগ জানাতে। এরপর ৩০ দিনে কোনও পদক্ষেপ না হলে, সোজা আরবিআইয়ের কাছে নথি সমেত অভিযোগ দায়ের করতে পারেন।