দিল্লি ভোটের ফলাফল কংগ্রেসের কাছে বিরাট অশনি সংকেত।যে দিল্লিতে বিগত দিনে ক্ষমতায় ছিল কংগ্রেস সেখানে করুণ অবস্থা। এমনকী শনিবার বিজয়ের মঞ্চ থেকে কংগ্রেসকে নিশানা করে একের পর এক তির ছোঁড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস শূন্যের হ্যাটট্রিক করেছে বলে কটাক্ষ করেছেন মোদী।
এবার রাহুল গান্ধী দিল্লি ভোটের ফলাফল নিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছেন। তিনি লিখেছেন, অত্যন্ত বিনম্রতার সঙ্গে দিল্লির জনতার রায়কে মেনে নিচ্ছি। সমস্ত কংগ্রেস কর্মীদের ধন্য়বাদ জানাচ্ছি। তাদের উৎসর্গের জন্য। সমস্ত ভোটারদের অভিনন্দন তাঁদের সমর্থনের জন্য। দূষণ, দাম বৃদ্ধি ও দুর্নীতি দিল্লির উন্নতির জন্য ও দিল্লিবাসীর অধিকার রক্ষার লড়াই জারি থাকবে। এক্স হ্যান্ডেলে লিখেছেন রাহুল গান্ধী।
৭০আসনের দিল্লি বিধানসভা। তার মধ্য়ে বিজেপি পেয়েছে ৪৮টি আসন। আপ পেয়েছে ২২টিআসন। এবারও শূন্য় পেয়েছে কংগ্রেস। ২০১৫-২০২০ ও তারপর ২০২৫ প্রতিবারই শূন্য় পেল কংগ্রেস।
গত লোকসভা ভোটে আপ ও কংগ্রেস জোট করে লড়েছিল। তবে এবারের বিধানসভায় একেবারে একলা চলো রে। এদিকে এবার আপ কয়েকটি আসন পেলেও কংগ্রেসের কপালে একটা আসনও জোটেনি।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আপ ও কংগ্রেস যদি জোট করে লড়ত তবে বিজেপির পক্ষে জেতা কিছুটা কঠিন হত। এক্ষেত্রে ফল হয়তো কিছুটা ঘুরে যেতে পারত। কিন্তু সেটা হয়নি।