বাংলা নিউজ > ঘরে বাইরে > NEET-UG 2024: নিট-ইউজি ২০২৪ নিয়ে সুপ্রিম রায়, স্বস্তিতে শিক্ষামন্ত্রী, কী বললেন তিনি?

NEET-UG 2024: নিট-ইউজি ২০২৪ নিয়ে সুপ্রিম রায়, স্বস্তিতে শিক্ষামন্ত্রী, কী বললেন তিনি?

নিট-ইউজি ২০২৪ নিয়ে সুপ্রিম রায়, স্বস্তিতে শিক্ষামন্ত্রী, অপপ্রচারকে করলেন তুলোধোনা (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

নিট পরীক্ষা বাতিল করেনি সুপ্রিম কোর্ট। এরপর কিছুটা হলেও স্বস্তিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। 

২০২৪ সালের নিট ইউজি মেডিক্য়াল প্রবেশিকা পরীক্ষা কেন বাতিল করা হল না তা নিয়ে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার তা নিয়ে প্রতিক্রিয়া জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। 

প্রশ্নপত্র ফাঁস হয়েছিল নিট পরীক্ষায়। আশঙ্কা এমনটাই। তবে সেই পরীক্ষা আপাতত বাতিল হচ্ছে না বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। তবে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে (এনটিএ) এনইইটি-ইউজি পরীক্ষার ক্ষেত্রে 'ফ্লিপ-ফ্লপ' এড়াতে সতর্ক করেছে তারা।

ধর্মেন্দ্র প্রধান বলেন, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ যে পদ্ধতিগতভাবে তার পবিত্রতা লঙ্ঘন করা হয়নি এবং পুনরায় পরীক্ষা করা প্রয়োজন নেই, তা কেন্দ্রীয় সরকারের অবস্থানকে সামনে আনে। 

'সরকার ত্রুটি মুক্ত, স্বচ্ছ ও জিরো-এরর পরীক্ষা পদ্ধতিতে বদ্ধপরিকর। তা নিশ্চিত করার জন্য আমরা বিশেষজ্ঞদের উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশগুলি জমা দেওয়ার পরে যত তাড়াতাড়ি সম্ভব কার্যকর করব।

তিনি বিরোধীদের নিশানা করে বলেন, শীর্ষ আদালতের রায় যে প্রচার চালানো হচ্ছিল তা প্রত্যাখ্যান করে।

'ফলাফল এবং রায় নিয়ে যে প্রচার চালানো হচ্ছিল তা সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে। লক্ষ লক্ষ কঠোর পরিশ্রমী ছাত্রছাত্রীর স্বার্থ রক্ষার জন্য সুপ্রিম কোর্টকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা সুপ্রিম কোর্টের রায় অক্ষরে অক্ষরে কার্যকর করব।জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। 

NEET UG 2024 নিয়ে সুপ্রিম কোর্টের রায়

২৩ শে জুলাই, শীর্ষ আদালত নিট পরীক্ষা বাতিল এবং পুনরায় পরীক্ষা করার আবেদনগুলি খারিজ করে দিয়ে বলেছিল যে এর পবিত্রতার ‘পদ্ধতিগত লঙ্ঘনের’ কারণে এটি ‘বিকৃত’ হয়েছে বলে সিদ্ধান্তে পৌঁছানোর কোনও প্রমাণ নেই।

শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এই রায়ের পেছনের কারণ ঘোষণা করেছে।

সুপ্রিম কোর্ট বলেছে যে এটি এনটিএ-র কাঠামোগত প্রক্রিয়ার সমস্ত ত্রুটিগুলি তুলে ধরেছে। বেঞ্চ বলেছে, ‘পড়ুয়াদের উন্নতির জন্য আমরা এটা করতে পারি না।’

শীর্ষ আদালত আরও বলেছে যে যে সমস্যাগুলি উঠে এসেছে তা এই বছরেই কেন্দ্রকে সংশোধন করতে হবে যাতে এটির পুনরাবৃত্তি না হয়।

বেঞ্চ একাধিক নির্দেশিকা জারি করেছে এবং এনটিএ-র কাজকর্ম পর্যালোচনা করতে এবং পরীক্ষা সংস্কারের সুপারিশ করার জন্য ইসরোর প্রাক্তন প্রধান কে রাধাকৃষ্ণনের নেতৃত্বাধীন কেন্দ্র নিযুক্ত কমিটির পরিধি প্রসারিত করেছে।

কমিটি পরীক্ষা ব্যবস্থার সাইবার নিরাপত্তায় সম্ভাব্য দুর্বলতা চিহ্নিত করতে প্রযুক্তিগত অগ্রগতির জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়ন, পরিচয়পত্র বাড়ানোর প্রক্রিয়া, পরীক্ষা কেন্দ্রের সিসিটিভি ক্যামেরা মনিটরিংয়ের বিষয়টিও বিবেচনা করে।

পরবর্তী খবর

Latest News

নাইট তারকার হাতে বাগডোর, বুধবার ইংল্যান্ডের হয়ে T20 অভিষেক হচ্ছে তিন তারকার ‘‌টালা থানায় তিনজন এফআইআর‌ দেখতে এসেছিল’‌, আরজি কর কাণ্ডে নির্যাতিতার বন্ধুরদাবি দুধ চা খান? একটু বেশি খেয়ে ফেললেই কী মারাত্মক ক্ষতি হতে পারে, ভাবতে পারবেন না আরজি কর নিয়ে আর কোনও বিবৃতি নয়, বলবেন শুধু মমতা, নির্দেশ মন্ত্রিসভার বৈঠকে ভিয়েতনামে ভয়াবহ ঘূর্ণিঝড়, মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৬৩, নিখোঁজ ৪০, বিরাট ক্ষতি নবান্নে মমতার সঙ্গে বৈঠক ঋতাভরীর! ‘মিষ্টি মোড়কের যৌনপল্লী’ টলিউড নিয়ে অভিযোগ? কারচুপি করতে কি ১৪ বছর লাগে? মাদ্রাসা সার্ভিস কমিশনকে তিরস্কার কলকাতা হাইকোর্টের টেস্ট ক্রিকেটকে তুচ্ছ তাচ্ছিল্য করছে ইংল্যান্ড,ব্যাজবল নিয়ে ক্ষেপে লাল মাইকেল ভন কলকাতা পুলিশের অনুমতি ছাড়া শহরে মিছিল–মিটিং নয়, কড়া সিদ্ধান্তের পথে লালবাজার দেখি যায়েগি! কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক হয়েছে শুনে আর কী বলেছিলেন রাহুল?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.