বাংলা নিউজ > ঘরে বাইরে > Real Shiv Sena tussle: আসল শিবসেনা কারা? সুপ্রিম কোর্টে ধাক্কা উদ্ধবদের, রেফারি নির্বাচন কমিশনই

Real Shiv Sena tussle: আসল শিবসেনা কারা? সুপ্রিম কোর্টে ধাক্কা উদ্ধবদের, রেফারি নির্বাচন কমিশনই

আসল শিবসেনা কার, তা নিয়ে লড়াইয়ে ধাক্কা খেলেন উদ্ধব ঠাকরে। (ছবি সৌজন্যে সতীশ বাটে/হিন্দুস্তান টাইমস)

Real Shiv Sena tussle: আসল শিবসেনা কার, তা নিয়ে লড়াইয়ে ধাক্কা খেলেন উদ্ধব ঠাকরে। শীর্ষ আদালত জানিয়েছে, শিবসেনার প্রতীক নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতে পারবে কমিশন।

আসল শিবসেনা কারা? উদ্ধব ঠাকরে এবং একনাথ শিন্ডের সেই ম্যাচে রেফারি থাকছে নির্বাচন কমিশন। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, শিবসেনার প্রতীক নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতে পারবে কমিশন।

মঙ্গলবার উদ্ধবদের আর্জি খারিজ করে দিয়েছে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের একটি সাংবিধানিক বেঞ্চ। প্রকৃত শিবসেনা হিসেবে স্বীকৃতি এবং শিবসেনার তির-ধনুক প্রতীক প্রদানের যে দাবি জানিয়েছে শিন্ডে শিবির, তা যাতে কমিশন না শোনে, সেই আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছিল উদ্ধব শিবির। মঙ্গলবার সেই পিটিশন খারিজ হয়ে গিয়েছে।

শীর্ষ আদালতের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ জানিয়েছে, 'নির্বাচন কমিশনে সওয়াল-জবাবে কোনও স্থগিতাদেশ দেওয়া হবে না বলে নির্দেশ দিচ্ছি আমরা।' যে বেঞ্চে আছেন বিচারপতি এমআর শাহ, বিচারপতি কৃষ্ণ মুরারী, বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি পিএস নরসীমা।

আরও পড়ুন: Maharashtra Panchayat Election Result: পঞ্চায়েত ভোটে ‘জয়’ BJP-শিন্ডে ডোটের, পালটা দাবি আঘাড়ি জোটের

মঙ্গলবার শুনানির সময় উদ্ধব শিবিরের আইনজীবী কপিল সিব্বলকে শীর্ষ আদালতের বেঞ্চ প্রশ্ন করে, নিজেদের আসল শিবসেনা দাবি করে কীভাবে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে পারে শিন্ডে শিবির? প্রত্যুত্তরে সিব্বল দাবি করেন, বহিষ্কৃত হওয়ার পরে শিবসেনার প্রতীক প্রদানের দাবি জানিয়ে কমিশনের কাছে যেতে পারেন না শিন্ডেরা। 

পালটা শিন্ডে শিবিরের আইনজীবী নীরজ কিষান কৌল দাবি করেন, কমিশনের কাছে শিন্ডে শিবিরের প্রতি সমর্থন জানিয়েছেন ১.৫ লাখ শিবসেনা সমর্থক। শিন্ডে শিবিরের অপর আইনজীবী মনিন্দর সিং দাবি করেন, ভোটের আগে জোট হয়েছিল। বিধানসভায় পরীক্ষার মুখে বসার একদিন আগেই মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন উদ্ধব। তা থেকে অনুমান করা যায় যে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছিলেন উদ্ধব। তা থেকেই বোঝা যাচ্ছে যে উদ্ধবদের পিটিশনের কোনও ভিত্তি নেই।

আরও পড়ুন: BJP-Shinde Rift: উবে গেল ক্ষণিকের ‘ভালোবাসা’? শিন্ডে শিবিরের সঙ্গে BJP-র অশান্তি ঘিরে জল্পনা মহারাষ্ট্রে

উল্লেখ্য, শিন্ডের নেতৃত্বে শিবসেনা বিধায়কদের একাংশের বিদ্রোহের জেরে মহারাষ্ট্রে পড়ে গিয়েছে শিবসেনা, এনসিপি এবং কংগ্রেসের জোট সরকার। তারপর বিজেপির সঙ্গে হাত মিলিয়ে গত ৩০ জুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শিন্ডে। এক সপ্তাহের মাথায় দলত্যাগ, সংযুক্তিকরণ, বহিষ্কারের মতো বিষয়গুলি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন উদ্ধবরা। সেইসময় উদ্ধবের আইনজীবীরা দাবি করেছিলেন, শুধুমাত্র অপর কোনও রাজনৈতিক দলের সঙ্গে মিশে গেলে সংবিধান দশম তফসিলের আওতায় শিবসেনা থেকে বহিষ্কারের হাত থেকে রেহাই পেতে পারেন শিন্ডেরা। যে বিষয়টি নিয়ে মঙ্গলবারও সওয়াল-জবাব হয়।

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

এশিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথম পদক নিশ্চিত করল ভারতীয় মহিলা টেবিল টেনিস দল স্বস্তির খবর! ভয়ের কিছু নেই,শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে হরমনপ্রীত! জানালেন স্মৃতি… চার্জশিট-সূত্রের খবরের ফারাক জানেন না কিঞ্জল!'ডাক্তারবাবু'কে কটাক্ষ TMCP নেত্রীর কালই নিম্নচাপ তৈরি, বাড়বে শক্তি, বাংলার কোন কোন জেলায় বেশি বৃষ্টি হবে কয়েকদিন? সুদীপার বাড়িতে দুর্গাপুজো ঘিরে মহা-আয়োজন, জুটল'মিথ্যেবাদী' তকমা তৃতীয় লঞ্চ প্যাড তৈরি করবে ইসরো, নতুন প্রজন্মের রকেট, নামতে পারবে সমুদ্রেও ঘরের মাঠে ভারত অপ্রতিরোধ্য! অস্ট্রেলিয়াকেও ভোগাবে! বার্তা বিশ্বকাপজয়ী অধিনায়কের… মুম্বইতে প্রথম দূর্গাপুজো পূজার! মায়ের দর্শন করালেন দেবের নায়িকা কোলে ছেলে, কাঁধে ভাইপো! অগস্ত্যর স্কুলের অনুষ্ঠানে গিয়ে কী কাণ্ড ঘটালেন হার্দিক সমাজমাধ্যমে ‘সন্ত্রাসের পক্ষে মন্তব্য’, লাদেনের ছেলেকে ফ্রান্স ছাড়ার নির্দেশ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.