বাংলা নিউজ > ঘরে বাইরে > স্বাধীনতার পরে এই প্রথম রেকর্ড পর্যটক কাশ্মীরে, ৩৭০ বিলোপের সুফল?

স্বাধীনতার পরে এই প্রথম রেকর্ড পর্যটক কাশ্মীরে, ৩৭০ বিলোপের সুফল?

শ্রীনগরের ডাল লেক (ANI PHOTO) (Imran Nissar)

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি কাশ্মীরের সভা থেকে জানিয়ে দিয়েছিলেন মোদী সরকার কীভাবে কাশ্মীরের উন্নতির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। কীভাবে ৩৭০ ধারা বিলোপের পরে কাশ্মীরে পর্যটকদের জোয়ার নেমেছে।

সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, কাশ্মীর এখন টুরিস্টদের হটস্পট। বাস্তবিকই পরিসংখ্যানও বলছে সেকথা। কাশ্মীরের কেন্দ্রশাসিত সরকার বৃহস্পতিবার যে পরিসংখ্যান দিয়েছে তাতে দেখা যাচ্ছে ২০২২ সালের জানুয়ারি মাস পর্যন্ত ১.৬২ কোটি পর্যটক কাশ্মীর বেড়াতে এসেছেন।

ANI এর রিপোর্ট অনুসারে কাশ্মীর সরকারের তথ্য ও জনসংযোগ দফতরের তরফে জানানো হয়েছে স্বাধীনতার পরে এই প্রথম এত পর্যটক কাশ্মীরে এলেন। আসলে দীর্ঘ তিন দশক পরে ফের কাশ্মীরের প্রতি পর্যটকদের আগ্রহ বাড়ছে। পর্যটন দফতরের আধিকারিকদের একাংশের দাবি, আবার সেই সোনার দিনে ফিরে যাচ্ছে কাশ্মীর। মূলত কাশ্মীরের সার্বিক উন্নতির ফল দেখতে পাচ্ছেন বাসিন্দারা।

পর্যটনের সাফল্যের সঙ্গেই স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থানও বাড়ছে। পুঞ্চ, রাজৌরি সহ কাশ্মীর উপত্যকার বহু জায়গায় যাচ্ছেন পর্যটকরা। এদিকে কাশ্মীর পর্যন্ত সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চাইছিলেন অনেকেই। সেটাও পূরণ করেছে নরেন্দ্র মোদীর সরকার। কাশ্মীর থেকে শারজা পর্যন্ত ফ্লাইট চালু হয়েছে। রাতের ফ্লাইটও রয়েছে শ্রীনগর ও জম্মু থেকে।

অন্তত ৭৫টি অফবিট জায়গাকেও পর্যটকদের জন্য় আরও সমৃদ্ধ করা হচ্ছে। চলতি বছরের প্রথম আট মাসে ২০.৫ লাখ পর্যটক কাশ্মীরে বেড়াতে গিয়েছেন। তার মধ্যে ৩.৬৫ লাখ অমরনাথ তীর্থযাত্রী রয়েছেন।

এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি কাশ্মীরের সভা থেকে জানিয়ে দিয়েছিলেন মোদী সরকার কীভাবে কাশ্মীরের উন্নতির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। কীভাবে ৩৭০ ধারা বিলোপের পরে কাশ্মীরে পর্যটকদের জোয়ার নেমেছে।

 

বন্ধ করুন