আমদানি শুল্ক কমানোর এই দাবি স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের।
1/6আমদানি শুল্ক কমালে কমতে পারে সোনার দর। কমবে কালোবাজারিও। স্বর্ণ শিল্পমহলের এমনটাই আর্জি কেন্দ্রীয় সরকারের কাছে।(ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই) (Bloomberg)
2/6২০২০ সালের অগস্টে ১০ গ্রাম সোনার দাম ৫৬,২০০ টাকার কাছে পৌঁছে গিয়েছিল। যা ভারতের বাজারে সর্বোচ্চ ছিল। তারপর থেকে উত্থান-পতনের সাক্ষী থেকেছে সোনা। আপাতত রেকর্ড দরের আমদানি শুল্ক কমানোর এই দাবি স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সন্তোষ কুমার/হিন্দুস্তান টাইমস) (Bloomberg)
3/6আগামী ১ ফেব্রুয়ারি সংসদে সাধারণ বাজেট। তার আগে সোনার আমদানি শুল্ক ৪ শতাংশে নামিয়ে আনার আর্জি স্বর্ণ ব্যবসায়ীদের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে অংশুমান পয়রেকার/হিন্দুস্তান টাইমস) (Bloomberg)
4/6বর্তমানে সোনায় ৭.৫ শতাংশ আমদানি শুল্ক। সঙ্গে সেস আছে। তবে এর আগে ১২.৫ শতাংশ ছিল এই হার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Bloomberg)
5/6সোনার ছোট ব্যবসায়ীদের দাবি, ৭.৫ শতাংশে নামলেও এটা অনেকটাই বেশি। ফলে শুল্ক এড়াতে ঘুরপথে সোনা ঢুকছে বাজারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ) (Bloomberg)
6/6ফলে বাড়ছে কালোবাজারি। আঞ্চলিক বাজারেই দামের হেরফের হয়ে যাচ্ছে। চাপে ক্রেতারাও। তাই কর কমানোই এটি রোধের একমাত্র উপায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Bloomberg)