বাংলা নিউজ > ঘরে বাইরে > করোনা টিকার জন্য কি Co-Win অ্যাপে নথিভুক্ত করা যাবে? জানাল কেন্দ্র

করোনা টিকার জন্য কি Co-Win অ্যাপে নথিভুক্ত করা যাবে? জানাল কেন্দ্র

কলকাতায় চলছে টিকাকরণ। (ছবি সৌজন্য পিটিআই)

দেখে নিন করোনা টিকার জন্য রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া।

করোনাভাইরাস টিকার জন্য ‘কো-উইন’ অ্যাপে নথিভুক্ত করতে হচ্ছে? নাকি শুধু ‘কো-উইন’ সাইটে সেই সুবিধা মিলবে? তা নিয়ে সোমবার দিনভর বিভ্রান্তিতে ছিলেন অনেকেই। সেই বিভ্রান্তি দূর করতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হল, উপভোক্তাদের 'কো-উইন' পোর্টালে (Co-Win portal বা www.cowin.gov.in) নাম নথিভুক্ত করতে হবে। টিকাগ্রহীতারা ‘কো-উইন’ অ্যাপ ব্যবহার করতে পারবেন না।

স্বাস্থ্য মন্ত্রকের তরফে টুইটারে বলা হয়েছে, ‘কো-উইন পোর্টালের মাধ্যমে কোভিড-১৯ টিকাকরণের জন্য নথিভুক্ত এবং অ্যাপয়েন্টমেন্ট করা যাবে। উপভোক্তাদের নথিভুক্তিকরণের জন্য কোনও কো-উইন নয়। প্লে-স্টোরে যে অ্যাপ আছে, তা শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটরদের জন্য।’

www.cowin.gov.in-তে কী কী রেজিস্টার করতে পারবেন?

১) টিকাকরণের জন্য নথিভুক্ত করতে পারবেন। আরও তিনজনের নাম নথিভুক্ত করা যাবে।

২) নিজের সুবিধা মতো টিকাকরণ কেন্দ্র বেছে নিতে পারবেন।

৩) সংশ্লিষ্ট কেন্দ্রে যে স্লট ফাঁকা আছে, তা টিকাকরণের জন্য বেছে নিতে পারবেন।

৪) টিকাকরণের জন্য যে তারিখে নথিভুক্ত করেছিলেন, তা পালটাতে পারবেন।

কীভাবে টিকাকরণের জন্য নিজেকে নথিভুক্ত করবেন?

১) www.cowin.gov.in-তে যান।

২) একটি বৈধ মোবাইল নম্বর দিন। তারপর ‘Get OTP’ বাটনে ক্লিক করুন।

৩) এসএমএসের মাধ্যমে আপনার ফোনে ওটিপি আসবে। তা নির্দিষ্ট জায়গায় লিখে ‘Verify’ বাটনে ক্লিক করুন।

৪) তারপর ‘Registration of Vaccination’ পেজ খুলে যাবে। তাতে বিভিন্ন তথ্য দিতে হবে।

৫) সচিত্র পরিচয়পত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, এনপিআর স্মার্ট কার্ড, ছবি-সহ পেনশন সংক্রান্ত নথি গৃহীত হবে। নির্দিষ্ট জায়গায় আইডি নম্বর দিতে হবে। পাশাপাশি আরও কয়েকটি তথ্য দিতে হবে।

৬) কোনও কো-মর্বিডিটি আছে কিনা, ওই পেজের শেষের দিকে জানতে চাওয়া হবে। তাতে 'Yes' বা 'No' ক্লিক করতে হবে। কো-মর্বিডিটি থাকলে টিকাকরণের সময় প্রয়োজনীয় মেডিক্যাল সার্টিফিকেট নিতে যেতে হবে।

৭) তারপর 'Register'-এ ক্লিক করুন। নথিভুক্তকরণ হয়ে যাওয়ার বার্তাও স্ক্রিনে দেখাবে।

৮) একবার রেজিস্টার হয়ে গেলে 'Account Details' দেখাবে।

৯) 'Add More'-তে ক্লিক করে আরও তিনজনের নাম নথিভুক্ত করতে পারবেন।

১০) প্রত্যেকের নামের পাশে 'Schedule Appointment'-এর বাটন থাকবে। তাতে ক্লিক করলে ‘Book Appointment for Vaccination’ পেজ খুলে যাবে।

১১) ড্রপডাউন থেকে নিজের পছন্দ মতো রাজ্য, জেলা, ব্লক এবং পিন কোড বেছে নিয়ে টিকা কেন্দ্রের ‘Search’-এ ক্লিক করুন।

১২) তারপর টিকাকরণ কেন্দ্রের তালিকা খুলে যাবে। পেজের ডানদিকের প্যানেলে তা দেখা যাবে। সেখানে ক্লিক করলে টিকাকরণের তারিখ এবং সময় দেখাবে। 'Book' বাটনে ক্লিক করুন। ‘Appointment Confirmation’ পেজ খুলে যাবে। তথ্য যাচাই করে নিয়ে ‘Confirm’-এ বাটনে ক্লিক করুন।

১৩) কনফার্ম হয়ে গেলেই 'Appointment Successful' দেখাবে।

১৪) নথিভুক্তকারীদের সেই কনফার্মেশন তথ্য নিজের কাছে রাখতে হবে। যা টিকাকরণ কেন্দ্রে নিয়ে যেতে হবে।

টিকাকরণের জন্য যে তারিখে নথিভুক্ত করেছিলেন, তা পালটানোর পদ্ধতি :

১) নিজের নথিভুক্ত মোবাইল নম্বর থেকে 'Citizen Registration' মডিউলে আবার লগ-ইন করুন।

২) প্রত্যেকের নামের পাশে 'Re-schedule Appointment'-এর বাটন থাকবে। তাতে ক্লিক করলে ‘Book Appointment for Vaccination’ পেজ খুলে যাবে।

৩) ড্রপডাউন থেকে নিজের পছন্দ মতো রাজ্য, জেলা, ব্লক এবং পিন কোড বেছে নিয়ে টিকা কেন্দ্রের ‘Search’-এ ক্লিক করুন।

৪) তারপর টিকাকরণ কেন্দ্রের তালিকা খুলে যাবে। পেজের ডানদিকের প্যানেলে তা দেখা যাবে। সেখানে ক্লিক করলে টিকাকরণের তারিখ এবং সময় দেখাবে। 'Book' বাটনে ক্লিক করুন। ‘Appointment Confirmation’ পেজ খুলে যাবে। তথ্য যাচাই করে নিয়ে ‘Confirm’-এ বাটনে ক্লিক করুন।

৫) কনফার্ম হয়ে গেলেই 'Appointment Successful' দেখাবে।

৬) নথিভুক্তকারীদের সেই কনফার্মেশন তথ্য নিজের কাছে রাখতে হবে। যা টিকাকরণ কেন্দ্রে নিয়ে যেতে হবে।

গুরুত্বপূর্ণ তথ্য :

১) প্রথম ডোজ পাওয়ার পর ওই টিকাকরণ কেন্দ্রেই দ্বিতীয় ডোজ দেওয়ার তারিখ এবং সময় নিজ থেকেই দেওয়া হবে।

২) কেউ প্রথম ডোজ দেওয়ার পর অন্য শহরে চলে গেলে টিকাকরণ কেন্দ্র পালটানোর সুযোগ পাবেন।

৩) ২৮ দিনের ব্যবধানে দুটি ডোজ প্রদান করা হবে।

৪) এছাড়াও ‘আরোগ্য সেতু’ অ্যাপের ‘CoWin’ ট্যাবে গিয়েও নথিভুক্ত করতে হবে।

বন্ধ করুন