শেষমেশ যবনকা পতন! দিল্লির মুখ্যমন্ত্রী বেছে নিল বিজেপির কেন্দ্রীয় কমিটি। বুধবার শালিমার বাগের বিধায়ক রেখা গুপ্তার নাম ঘোষিত হল দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে। এর আগে, দিল্লিতে মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে, সুষা স্বরাজ, শীলা দীক্ষিত, অতিশীর দায়িত্বভার সামলেছেন। আর এবার ফের একবার দিল্লি পেল মহিলা মুখ্যমন্ত্রী।
জল্পনা ছিলই। বহুদিন ধরেই বিভিন্ন মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছিল, দিল্লিতে মুখ্যমন্ত্রী পদে কোনও চমক দিতে পারে বিজেপি। জল্পনায় থাকা বিভিন্ন নামের মধ্যে ছিল রেখা গুপ্তার নামও। আর তাঁকেই এদিন বিজেপি বেছে নিল দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে। রাত পোহালেই রেখা গুপ্তা নেবেন শপথ। দিল্লির রামলীলা ময়দানে বৃহস্পতিবার ১২ টায় রয়েছে রেখা গুপ্তার মুখ্যমন্ত্রী পদে শপথ অনুষ্ঠান। উল্লেখ্য, এবারের ভোটে প্রথমবার বিধায়ক হয়েছেন রেখা গুপ্তা। আর তিনিই এবার দিল্লির মুখ্যমন্ত্রী।
রেখা গুপ্তার পরিচিতি:-
এককালে গেরুয়া শিবিরের ছাত্র সংগঠন এবিভিপির নেত্রী ছিলেন রেখা গুপ্তা। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সভাপতি পদের নির্বাচনেও তিনি জয়ী হয়েছিলেন এককালে। পেশাগতভাবে তিনি আইনজীবী। তাঁর স্নাতক আইনের পড়াশোনায়। তিনি পাশ করেছেন এলএলবি। কলেজে পড়ার অবস্থা থেকেই রেখা গুপ্তা ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত। হরিয়ানার ভূমিকন্যা রেখা। তাঁর জন্ম ১৯৭৪ সালে। বাবা ছিলেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ম্যানেজার। এই পদে তাঁর বাবা চাকরি পেতেই হরিয়ানা থেকে রেখাদের পরিবার চলে আসে দিল্লিতে। এদিকে, ধীরে ধীরে দিল্লির পরিবেশের সঙ্গে দিল্লির রাজনীতিতেও জুড়তে থাকেন রেখা। এককালে বিজেপির মহিলা মোর্চার জাতীয় উপাধ্যক্ষ ছিলেন রেখা। রাজনীতির আঙিনায় নানান পর্ব পার করে এবার রেখা গুপ্তা দিল্লির মুখ্যমন্ত্রীর তখতে বসছেন।
এদিন দিল্লিতে বিজেপির পরিষদীয় দলের বৈঠকে রেখা গুপ্তার নাম প্রস্তাব করেন পরবেশ বর্মা। উল্লেখ্য, দিল্লির বিধানসভা নির্বাচনে পরবেশ হারিয়েছিলেন আপের অরবিন্দ কেজরিওয়ালকে। অনেকেই মনে করেছিল, পরবেশই হতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী। পরবেশ আগাগোড়াই রাজনৈতিক পরিবারের সন্তান। তাঁর বাবাও ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তবে দিল্লির রাশ বিজেপি রাখল এক মহিলা মুখ্যমন্ত্রীর হাতেই। সুষমা স্বরাজের পর ফের এক মহিলাকে দিল্লির মুখ্যমন্ত্রী পদে বেছে নিল বিজেপি।