Rekha Jhunjhunwala Shares: 'বিগ বুল' আমাদের মাঝে নেই। কিন্তু তাঁর শেয়ার বিনিয়োগের পদ্ধতি আজও চর্চার বিষয়। রাকেশ ঝুনঝুনওয়ালা-র পোর্টফোলিও-র শেয়ারে নজর রাখেন অনেকেই। তাঁর স্ত্রী রেখা ঝুনঝুনওয়ালা কোন শেয়ার কিনছেন, সেটিও আলোচনার বিষয়। সেপ্টেম্বরে শেষ হওয়া ত্রৈমাসিকে মোট ৬টি কোম্পানির শেয়ার কিনেছেন তিনি। এর মধ্যে ৫টি কোম্পানিতে নিজের শেয়ারের সংখ্যা বাড়িয়েছেন। বাকি ১টি একেবারে একটি নতুন শেয়ার কিনেছেন।
রাকেশ ঝুনঝুনওয়ালা বরাবরই টাটা গোষ্ঠীর শেয়ারে ভরসা করতেন। তাঁর মতে টাটা গোষ্ঠী ভারতের কাছে আশীর্বাদস্বরূপ। আর সেই পথেই হেঁটেছেন রেখা ঝুনঝুনওয়ালাও। আলোচ্য ৬টি স্টকের মধ্যে ৩টি-ই টাটা গ্রুপের। আসুন তার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। আরও পড়ুন: IOCL: সরকারি সংস্থার শেয়ারে ১ লক্ষ টাকা রেখে এখন কোটিপতি বিনিয়োগকারীরা!
১. সিঙ্গার ইন্ডিয়া (Singer India Ltd)
BSE-তে কোম্পানির শেয়ারহোল্ডিং প্যাটার্ন অনুসারে, রেখা ঝুনঝুনওয়ালা এই সংস্থায় ৪২,৫০,০০০ শেয়ার বা ৭.৯১ শতাংশ শেয়ার কিনেছেন। সোমবার, কোম্পানির শেয়ার ০.২৯ শতাংশ বেড়ে ৭০ টাকায় ক্লোজ হয়েছে। এই সংস্থার মার্কেট ক্যাপ ৩৭৪.৯৪ কোটি টাকা।
২. টাইটান কোম্পানি (Titan Company Ltd)
টাইটানে শেয়ার বাড়িয়েছেন রেখা ঝুনঝুনওয়ালা। বর্তমানে সংস্থার ১.৬৭ শতাংশ শেয়ার তাঁর হাতে। সেপ্টেম্বরের আগের ত্রৈমাসিকে তাঁর শেয়ারের পরিমাণ ছিল ১.০৭ শতাংশ। অন্যদিকে, রাকেশ ঝুনঝুনওয়ালার শেয়ারের অংশ ছিল ৩.৮৫ শতাংশ। টাটা গ্রুপের শেয়ার এটি।
৩. ফোর্টিস হেলথ কেয়ার (Fortis Healthcare Ltd)
প্রায় ৫ বছর আগে, ২০১৭ সালে রেখা ঝুনঝুনওয়ালা এই কোম্পানিতে প্রথমবার শেয়ার কিনেছিলেন। চলতি অর্থবর্ষের বছরের সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত কোম্পানিতে তাঁর ৯২,০২,১০৮টি শেয়ার বা ১.২২ শতাংশ শেয়ার রয়েছে। সোমবার ফোর্টিসের শেয়ারের দাম ২.১৬ শতাংশ বেড়ে ২৮৮.৫০ টাকায় ক্লোজ হয়েছে।
৪. NCC
রেখা ঝুনঝুনওয়ালা ২০১৫ সালের ডিসেম্বরে এই কোম্পানির শেয়ার কেনেন। চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে তিনি শেয়ারের পরিমাণ ০.১৬ শতাংশ বাড়িয়েছেন। আগে এই কোম্পানিতে তাঁর শেয়ার ছিল ১২.৪৮ শতাংশ, যা এখন বেড়ে ১২.৬৪ শতাংশ দাঁড়িয়েছে।
৫. টাটা মোটরস (Tata Motors)
২০২২ সালের সেপ্টেম্বরের ত্রৈমাসিকে, রেখা ঝুনঝুনওয়ালা এই সংস্থায় তাঁর শেয়ার বাড়িয়েছেন। আগে মোট ১.০৯ শতাংশ শেয়ার ছিল। সেখান থেকে বাড়িয়ে ১.১১ শতাংশ করা হয়েছে। টাটা মোটর্সের বাজার মূলধন ১,৪১,২৭০ কোটি টাকা।
৬. টাটা কমিউনিকেশন (Tata Communications)
রেখা ঝুনঝুনওয়ালার টাটা গোষ্ঠীর এই কোম্পানিতে ২০২০ সালের সেপ্টেম্বরে বিনিয়োগ করেন। আরও পড়ুন: LIC Invests in Voltas: ‘ভোল্টাস’-এ অংশীদারিত্ব বাড়াল LIC, প্রায় ৯% শেয়ারের মালিক রাষ্ট্রায়ত্ত সংস্থা
চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে, তিনি টাটা কমিউনিকেশনসে তাঁর শেয়ারের পরিমাণ ০.৫৩ শতাংশ থেকে বাড়িয়ে ১.৬১ শতাংশ করেছেন।