বাংলা নিউজ > ঘরে বাইরে > দিল্লি মেট্রোর বিরুদ্ধে ৪,৬০০ কোটির মামলায় জয় রিলায়েন্স ইনফ্রার

দিল্লি মেট্রোর বিরুদ্ধে ৪,৬০০ কোটির মামলায় জয় রিলায়েন্স ইনফ্রার

ফাইল ছবি : মিন্ট  (MINT_PRINT)

সুদ এবং ক্ষতিপূরণ সহ অর্থ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দিল্লি মেট্রো কর্তৃপক্ষকে।

দিল্লি মেট্রোর (ডিএমআরসি) বিরুদ্ধে মামলায় বড় জয় পেল দেনায় জর্জরিত অনিল আম্বানির সংস্থা রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার। রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার দিল্লি মেট্রো থেকে মোট ৪,৬০০ কোটি টাকা পাবে। মামলায় সংস্থা দিল্লি মেট্রোর বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছিল। ক্ষতিপূরণ বাবদ ২,৮০০ কোটি টাকা দাবি করেছিল রিলায়েন্স ইনফ্রা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সংস্থার দাবি বহাল রেখেছে। সুদ এবং ক্ষতিপূরণ সহ অর্থ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দিল্লি মেট্রো কর্তৃপক্ষকে।

কি ব্যাপার?

বিল্ড অপারেট ট্রান্সফার (বিওটি) ভিত্তিতে দিল্লি বিমানবন্দর এক্সপ্রেস নির্মাণের জন্য রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার এবং ডিএমআরসির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। রিলায়েন্স ইনফ্রা দিল্লি মেট্রোর বিরুদ্ধে সেই চুক্তি ভঙ্গের অভিযোগ এনেছিল।

২০১৭ সালে, মধ্যস্থতাকারী ট্রাইব্যুনাল DMRC এর বিরুদ্ধে নির্দেশ জারি করে। তাতে ট্রাইব্যুনাল দিল্লি মেট্রোকে ২,৮০০ কোটি টাকার ক্ষতিপূরণ দিতে বলে। ২০১৮ সালে দিল্লি হাইকোর্টের একক বিচারক বেঞ্চ ট্রাইব্যুনালের আদেশ বহাল রাখে।

পরের বছর অর্থাৎ ২০১৯ সালে, দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ক্ষতিপূরণের দাবি প্রত্যাখ্যান করে। সেই আদেশকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিল অনিল আম্বানির সংস্থা রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার। অবশেষে অনিলের পক্ষেই সায় দিল সর্বোচ্চ আদালত।

বন্ধ করুন