বাংলা নিউজ > ঘরে বাইরে > Jio Recharge Plans Tariff Hike: রিচার্জ প্ল্যানের দাম অনেকটা বাড়াল Jio, খরচ বাড়বে ৮৭০ টাকা! কোনটায় কত খরচ হবে?
আনলিমিটেড রিচার্জ প্ল্যানের দাম বাড়াল রিলায়েন্স জিয়ো। আর সেটা যে খুব টাকা বাড়ানো হয়েছে, তা মোটেও কম নয়। বার্ষিক রিচার্জ প্ল্যানের দাম ৬০০ টাকা বাড়ানো হলেও একটি ত্রৈমাসিক প্ল্যানের দাম যতটা বাড়ানো হয়েছে, তাতে বছরে জিয়ো গ্রাহককে ৮৭০ টাকা বেশি খরচ করতে হবে। আবার কোনও দ্বিমাসিক রিচার্জ প্ল্যানের দাম এমন বাড়ানো হয়েছে যে বছরে জিয়ো গ্রাহকদের পকেট থেকে বাড়তি ৬৫১ টাকার মতো বেরিয়ে যাবে। যে নয়া দাম কার্যকর হবে আগামী ৩ জুলাই থেকে। জিয়োর কোন প্ল্যানের দাম কত করা হল, তাতে কী কী সুবিধা মিলবে, সেটা দেখে নিন।
রিলায়েন্স জিয়োর মাসিক প্ল্যানের নয়া দাম
রিলায়েন্স জিয়োর ২ মাসের প্ল্যানের নয়া দাম
রিলায়েন্স জিয়োর ৩ মাসের প্ল্যানের নয়া দাম
রিলায়েন্স জিয়োর ১ বছরের প্ল্যানের নয়া দাম
বিভিন্ন আলাদা ডেটা প্ল্যান
রিলায়েন্স জিয়োর পোস্টপেড প্ল্যান
জিয়োর বিভিন্ন প্ল্যান সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়
১) প্রতিটি রিচার্জ প্ল্যানের সঙ্গেই আনলিমিটেড ভয়েস কলিং এবং এমএসএমের সুযোগ পাবেন।
২) দৈনিক ২ GB বা তার ঊর্ধ্বে সমস্ত প্ল্যানের ক্ষেত্রে আনলিমিটেড 5G ডেটা পাবেন।
৩) ৩ জুলাই থেকে নয়া রিচার্জ প্ল্যান কার্যকর হবে।
পরবর্তী খবর