ফোনে এই একটা ফিচার থাকলেই আবার ফ্রি হয়ে গেল আপনার Jio
1 মিনিটে পড়ুন Updated: 08 Jan 2020, 06:57 PM IST- বেশ কয়েক মাস ধরে এই প্রযুক্তি পরীক্ষামূলকভাবে চালাচ্ছিল। অবশেষে গ্রাহকদের কাছে তা পৌঁছে দিতে চলেছে তারা।
Airtel-এর পর এবার ভারতে Wifi Calling-এর সুবিধা চালু করল Reliance Jio. এর প্রযুক্তি ব্যবহার করে এবার থেকে বিনামূল্যে কল করতে পারবেন গ্রাহকরা। করা যাবে ভিডিয়ো কলও।
Jio-র তরফে প্রকাশিত এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, বেশ কয়েক মাস ধরে এই প্রযুক্তি পরীক্ষামূলকভাবে চালাচ্ছিল। অবশেষে গ্রাহকদের কাছে তা পৌঁছে দিতে চলেছে তারা।
তবে সব ফোন থেকে এই প্রযুক্তি ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে Jio. সেজন্য ১৫০টি ফোনের তালিকা প্রকাশ করেছে তারা। শুধুমাত্র ওই ফোনগুলি থেকেই করা যাবে বিনামূল্যে কল।
এই প্রযুক্তিতে Wifi ব্যবহার করে যে কোনও ফোন নম্বরে ফোন করতে পারবেন গ্রাহকরা। ১৬ জানুয়ারির মধ্যে দেশের সমস্ত প্রান্তে চালু হয়ে যাবে এই পরিষেবা।
Wifi Calling পরিষেবা চালু করে জিওর ডিরেক্টর আকাশ আম্বানি বলেন, ‘প্রতি মাসে গড়ে ৯০০ মিনিট কথা বলেন Jio গ্রহকরা। এই পরিষেবা চালুর ফলে তারা আরও স্পষ্ট শুনতে পাবেন।’