সংস্থার অধিগ্রহণ করছে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও। রিলায়েন্স ইনফ্রাটেলের মোবাইল টাওয়ার এবং ফাইবার সম্পত্তি চলে যাবে Jio-র মালিকানায়। এর জন্য Jio স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এসক্রো অ্যাকাউন্টে ৩,৭২০ কোটি টাকা জমা করেছে।
1/5ঋণে জর্জরিত রিলায়েন্স কমিউনিকেশনস-এর শেয়ার। একেবারে তলানিতে এই শেয়ারের চাহিদা। অনিল আম্বানির অধীনস্থ এই সংস্থার শেয়ার দর ২০২২ সালে প্রায় ৫৬% হ্রাস পেয়েছে। ফাইল ছবি: পিটিআই (PTI)
2/5এই সংস্থার অধিগ্রহণ করছে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও। রিলায়েন্স ইনফ্রাটেলের মোবাইল টাওয়ার এবং ফাইবার সম্পত্তি চলে যাবে Jio-র মালিকানায়। ফাইল ছবি: টুইটার (PTI)
3/5এর জন্য Jio স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এসক্রো অ্যাকাউন্টে ৩,৭২০ কোটি টাকা জমা করেছে। ফাইল ছবি: টুইটার (PTI)
4/5মাত্র ৫ বছর আগেই রিলায়েন্স কমিউনিকেশনসের শেয়ারের দাম ছিল ৩৪ টাকা(৫ জানুয়ারি ২০১৮)। আর সেই শেয়ার এখন কমে ১.৮৫ টাকায় দাঁড়িয়েছে। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি) (PTI)
5/5অর্থাত্,এই সময়ের মধ্যে কেউ যদি এই শেয়ারে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন, বর্তমানে তার দর এসে দাঁড়াবে মাত্র ৫,৪৪১ টাকা। ফাইল ছবি: টুইটার (PTI)