অশান্তির আগুন এখনও নেভেনি বাংলাদেশে? অন্তত সেদেশের জামালপুরের কালীমন্দিরে ভাঙচুরের খবর সেরকমই ইঙ্গিত দিচ্ছে। ‘দ্য ডেইলিস্টার’ এর খবর অনুযায়ী, জামালপুরের শীর্ষাবাড়ি উপজেলায় এক তাণ্ডব চালানো হয়েছে। সেখানে একাধিক মূর্তি ভাঙচুর করা হয়েছে বলে দাবি রিপোর্টের। এছাড়াও গয়না লুট করা হয়েছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে।
জামালপুরের মহাশ্মশান কালীমন্দিরে তাণ্ডব চালানোর খবর মিলেছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে,এক স্থানীয়ের বক্তব্য। সেখানে বলা হয়েছে, সরিষাবাড়ি উপজেলা নির্বাহী অফিসারের তরফে খবর পেয়েই সেখানে পৌঁছায় পুলিশ। ‘দ্য ডেইলিস্টার’এর রিপোর্ট বলছে, সেখানে উপজিলার নির্বাহী অফিসার শরমিল আখতার ঘটনাস্থলে যান পুলিশের সঙ্গে। এদিকে, মন্দিরের ভিতর ৭ টি মূর্তি ভাঙচুর হয়েছে বলে খবর। ঘটনাস্থলে গোয়েন্দাকর্তারাও গিয়েছিলেন বলে খবর। এমনকি সেনার সদস্যদেরও সেখানে দেখা যায়।
জামালপুর পুলিশের ডিস্ট্রিক্ট অ্যাডিশনাল সুপারিন্টেডেন্ট সোহেল মেহমুদ বলেছেন,' আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম, তদন্তের পর আইনি পদক্ষেপ নেওয়া হবে।' এদিকে মন্দির কমিটির প্রধান উত্তর কুমার তিওয়ারি বলেন, তাঁরা মন্দিরে ঢুকে পুজোর আগে মূর্তি ভাঙা অবস্থায় দেখেছেন। জামালপুর মহাশ্মশানের কালীমন্দিরে এমন ঘটনা ঘিরে সকলেই স্তম্ভিত। এলাকায় স্বভাবতই চাঞ্চল্য ও আতঙ্কের ছবি দেখা গিয়েছে। উত্তম কুমার তিওয়ারি বলছেন,' দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির জন্য একদল দুর্বৃত্ত এ কাজ করে থাকতে পারে।' তিনি ঘটনার তীব্র নিন্দা করেছেন। পাশাপাশি তৎক্ষণাৎ অভিযুক্তদের ধরপাকড় করার দাবি করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।
লোকসভায় কী বললেন জয়শংকর:-
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা নিয়ে লোকসভায় প্রশ্ন করেন হায়দরাবাদের সাংসদ তথা এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। তাঁর বক্তব্যের জবাব দিতে গিয়ে এদিন ভারতের বিদেশমন্ত্রী জয়শংকর মুখ খোলেন। ভারতের বিদেশমন্ত্রী বলেন,' বাংলাদেশে সংখ্যালঘুদের সঙ্গে যা হচ্ছে, তা আমাদের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের ওপর হামলার একাধিক ঘটনা ঘটেছে। আমরা আমাদের উদ্বেগ নিয়ে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। সম্প্রতি ভারতের বিদেশ সচিব ঢাকা সফর করেন। তাঁর বৈঠকে এই বিষয়টি উঠে এসেছে।' উল্লেখ্য, এর আগে বাংলাদেশের মাটিতে পা রেখে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রিও ঘটনার নিন্দা করেছেন। অন্যদিকে, কিছুদিন আগেই চিন্ময়কৃষ্ণ প্রভুর গ্রেফতারির পর বাংলাদেশের বহু অংশ উত্তাল হয়। সেই সময় রাজনৈতিক নেতা থেকে ধর্মীয় প্রতিনিধিদের সঙ্গে মহম্মদ ইউনুসকে দফায় দফায় বৈঠক করতে দেখা যায়। তারপরও বাংলাদেশে এই তাণ্ডবের ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে।