হাসিনা সরকারের পতন হওয়ার পর আগেই প্রকাশ্যে এসেছিলেন বিএনপি নেত্রী তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এবার সেই তিনিই নাকি প্রকাশ্য সমাবেশে ফের একবার বক্তৃতা দিতে চলেছেন! তাও দীর্ঘ সাত বছর পর!
বাংলাদেশি বিভিন্ন সংবাদমাধ্যমেই এই খবর প্রকাশ করা হয়েছে। সেই অনুসারে, আগামী ২১ ডিসেম্বর বাংলাদেশের রাজধানী শহর ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চিন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে 'মুক্তিযোদ্ধা সমাবেশ'। দাবি করা হচ্ছে, সেই অনুষ্ঠানের মঞ্চে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন খালেদা জিয়া। এবং সেই মঞ্চ থেকেই দীর্ঘ সাত বছর পর প্রকাশ্য বক্তৃতা দেবেন তিনি।
বাংলাদেশি সংবাদমাধ্যম সূত্রে আরও জানা যাচ্ছে, বিজয় দিবস উপলক্ষে আগামী ২১ ডিসেম্বর ওই অনুষ্ঠানের আয়োজন করা হবে। যা উদ্যোক্তা হল - বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।
এই বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সামনে বেশ কিছু তথ্য তুলে ধরেছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফত। রবিবার তিনি জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য তথা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদকে সঙ্গে নিয়ে শনিবার রাতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সেই সময়েই তাঁরা বিএনপি নেত্রীকে মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত হতে চলা এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান।
ইশতিয়াক বাংলাদেশি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, খালেদা জিয়া তাঁদের আমন্ত্রণ গ্রহণ করেছেন। এবং তিনি কথা দিয়েছেন যে আগামী ২১ ডিসেম্বরের অনুষ্ঠান মঞ্চে সশরীরে উপস্থিত থাকবেন।
এর পাশাপাশি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও লন্ডন থেকে ওই সমাবেশে ভার্চুয়ালি যোগ দেবেন বলে জানিয়েছেন ইশতিয়াক। ইশতিয়াক আরও জানিয়েছেন, আগামী ২১ ডিসেম্বর দুপুর ২টোয় এই অনুষ্ঠান শুরু হবে। তাঁর দাবি, শুধুমাত্র ওই কর্মসূচিতে যোগ দিতেই সেদিন বাংলাদেশের নানা প্রান্ত থেকে মুক্তিযোদ্ধারা ঢাকায় আসবেন।
খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খানও এই খবরের সত্যতা স্বীকার করেছেন বলে বাংলাদেশি বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে। তিনি বলেন, 'মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আগামী ২১ ডিসেম্বর ঢাকায় বাংলাদেশ-চিন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জেনেছি।..'
'...শারীরিক অবস্থা ঠিক থাকলে সেখানে বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা ও প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইনশআল্লাহ।'
প্রসঙ্গত উল্লেখ্য, বিএনপি নেত্রী খালেদা জিয়া শেষবার কোনও প্রকাশ্য সভার মঞ্চে ভাষণ দিয়েছিলেন ২০১৭ সালের ১২ নভেম্বর। প্রায় সাত বছর আগের সেই দিনটিতে ঢাকায় অবস্থিত সোহরাওয়ার্দি উদ্যানে আয়োজিত দলের এক সমাবেশে ভাষণ দিয়েছিলেন তিনি। পরবর্তীতে, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি তাঁকে গ্রেফতার করা হয়।