ভারতের প্রজাতন্ত্র দিবস ২০২৫-এ প্রধান অতিথি হিসাবে এবারে থাকছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবয়ো সুবিয়ান্তো। উল্লেখ্য, ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবসেও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ছিলেন সেবারের অতিথি। সেই ১৯৫০ সালের পর ২০২৫ সাল, দীর্ঘ কয়েক দশক পার করে ভারতের ৭৬ তম প্রজাতন্ত্র দিবসে ভারতের অতিথি হয়ে এসেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। তবে প্রাবয়ো দিল্লিতে পা রাখার আগে, এক প্রবাসী সিঙ্গাপুর- ইন্দোনেশিয়ার শিল্পপতির সঙ্গে দিল্লিতে সাক্ষাৎ হয়েছে মোদীর। এমনই দাবি ‘সংবাদ প্রতিদিন’র এক রিপোর্টের। জল্পনা রয়েছে, তাহলে কি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট আসার আগে, ওই প্রবাসী বাঙালি শিল্পপতির সঙ্গে মোদীর বৈঠকে প্রাবয়োর সফর ঘিরে খানিকটা পিচ প্রস্তুতিই সেরে ফেলা হয়েছে?
রিপোর্টের দাবি, প্রবায়োর ভারত সফরের আগে, ‘ইউনিভার্সাল সাকসেস এন্টারপ্রাইজ লিমিটেড’র চেয়ারম্যান প্রসূন মুখোপাধ্যায়ের সঙ্গে সদ্য দিল্লিতে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা যাচ্ছে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট আসার আগে, খোঁজ খবর নিতেই প্রসূনের মুখোমুখি হন মোদী। রিপোর্টে বলা হচ্ছে, ইন্দোনেশিয়ার বর্তমান পরিস্থিতি, প্রাবয়োর বিষয়ের খুঁটিনাটি জানতেই বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের মুখো মুখি হন নরেন্দ্র মোদী। তাঁদের মধ্যে প্রায় ঘণ্টাখানের কথা হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, ইন্দোনেশিয়ার অবস্থা ছাড়াও আশিয়ার বৈঠকের বিষয়েও প্রধানমন্ত্রী খোঁজ নিয়েছেন। ইন্দোনেশিয়ায় সুবিয়ান্তো আমলে সেদেশের আর্থ সামাজিক অবস্থা, শিল্পের অবস্থা, বাণিজ্যিক হালচাল নিয়ে সেদেশের সরকারের মনোভাব প্রসঙ্গে মোদীকে এই সাক্ষাতে তথ্য যোগান দেওয়া হয়েছে বলে খবর।
প্রসঙ্গত, সিঙ্গাপুরে ২০৩০ সালে এশিয়া পেসিফিক ইকোনমিক কোঅপারেশন-র সিইও সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে সিঙ্গাপুরে। তার প্রস্তুতি শুরু হয়েছে। সদ্য প্রসূন মুখোপাধ্যায়ের নেতৃত্বে এক আলোচনা প্রবও অনুষ্ঠিত হয়েছে। ফলে সেই জায়গা থেকে কূটনৈতিক নানান ক্ষেত্রে প্রসূন মুখোপাধ্যায়ের গুরুত্ব রয়েছে। আর দিল্লিতে সুবিয়ান্তো-সফরের আগে প্রসূনের সঙ্গে মোদীর বৈঠক এই প্রেক্ষাপটে বেশ তাৎপর্য নিয়ে আসে।
এদিকে, শনিবারই ভারতের মাটিতে পা রেখেছেন সুবিয়ান্তো। হায়দরাবাদ হাউসে নরেন্দ্র মোদীর সঙ্গে প্রাবয়ো সুবিয়ান্তোর বৈঠকও হয়েছে। এর আগে, ভারত সফর করে সুবিয়ান্তোর পাকিস্তানে যাওয়ার কথা ছিল। তবে ভারত প্রথম থেকেই এই অবস্থানে স্পষ্ট ছিল যাতে , সরাসরি ভারত থেকে সফর শেষ করে পাকিস্তানে সুবিয়ান্তো না যান। সেই দাবিকে মান্যতা দিয়ে ভারত থেকে দেশে ফিরে, সেখান থেকে পাকিস্তান সফর করার কথা রয়েছে সুবিয়ান্তোর। এই বিষয়টিও ভারত-ইন্দোনেশিয়া সম্পর্কের ক্ষেত্রে বেশ প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে।