বাংলা নিউজ > ঘরে বাইরে > Russia 'using Pornhub to recruit soldiers': 'হস্তমৈথুন করা বন্ধ করে সেনায় যোগ দিন,' PornHub-এ বিজ্ঞাপন রাশিয়ার- রিপোর্ট

Russia 'using Pornhub to recruit soldiers': 'হস্তমৈথুন করা বন্ধ করে সেনায় যোগ দিন,' PornHub-এ বিজ্ঞাপন রাশিয়ার- রিপোর্ট

ফাইল ছবি: রয়টার্স (Reuters)

এরপর এক ধাপ এগিয়ে সরাসরি বলা হয়, 'হস্তমৈথুন করা বন্ধ করে পিএমসি ওয়াগনারে যোগ দিন।' সঙ্গে স্ক্রিনে ফোন নম্বর স্ক্রিনে আসে। সেটির মাধ্যমে সেনায় যোগ দেওয়া যাবে।

সেনা জওয়ান নিয়োগের জন্য পর্ণহাব ব্যবহার করছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের এই কাণ্ডের কথা প্রকাশিত হয়েছে নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে। তাতে পর্ণহাবে এক বিজ্ঞাপনের ভিডিয়ো ক্লিপেরও উল্লেখ করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে।

ক্লিপটিতে, এক মহিলা বলছেন, 'আমরা বিশ্বের সবচেয়ে দুর্দান্ত প্রাইভেট আর্মি। আমরা রাশিয়ার সমস্ত অঞ্চল থেকে যোদ্ধাদের নিয়োগ করছি।' আরও পড়ুন: প্রেমিকাকে দেশের সবচেয়ে বড় ফ্ল্যাট কিনে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন: রিপোর্ট

এরপর এক ধাপ এগিয়ে সরাসরি বলা হয়, 'হস্তমৈথুন করা বন্ধ করে পিএমসি ওয়াগনারে যোগ দিন।' সঙ্গে স্ক্রিনে ফোন নম্বর স্ক্রিনে আসে। সেটির মাধ্যমে সেনায় যোগ দেওয়া যাবে।

ওয়াগনার গ্রুপ ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ বন্ধু ইয়েভজেনি প্রিগোজিনর প্রতিষ্ঠিত। সাম্প্রতিক ইউক্রেন হানাতেও এই ভাড়াটে সেনা রাশিয়ার হয়ে লড়েছিল। যদিও বাখমুতে ওয়াগনার গ্রুপ খুব একটা সুবিধা করতে পারেনি। প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় তারা। সমালোচকদের মতে, এভাবে ভাড়া করা সেনা আসলে ভাড়াটে গুণ্ডাদের সামিল। এরা নিরাপত্তারক্ষীর কাজ করতে পারলেও, আধুনিক প্রশিক্ষিত সেনাবাহিনীর সঙ্গে এদের তুলনাই হয় না। তাই ইউক্রেনে এই দুরাবস্থা ওয়াগনার গ্রুপের। যদিও প্রতিষ্ঠাতা ইয়েভজেনির দাবি, যুদ্ধের সমস্ত সিদ্ধান্ত ভ্লাদিমির পুতিন একাই নিচ্ছিলেন। তাঁকে সুযোগ দেওয়া হচ্ছিল না। সেই কারণেই এই অবস্থা।

'আমি অস্ত্রশস্ত্র চাইছিলাম, সেটা বন্ধ করার জন্য, অফিস, বিভাগ ইত্যাদি সমস্ত স্থান থেকে আমার যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আরও বড় সমস্যা হল, ওরা এজেন্সিদের [ওয়াগনার সম্পর্কিত] সিদ্ধান্ত নেওয়াতেও বাধা দিচ্ছে,' বলেন ওয়াগনার।

'আমি একটি রাজনৈতিক পদক্ষেপ শুরু করছি। আমার চারপাশের পরিস্থিতি দেখে, আমার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আমি ২০২৪ সালে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।' বলেন তিনি। আরও দাবি করেন, 'আমি যদি ইউক্রেনের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হই, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। আর গোলা-বারুদের প্রয়োজন হবে না।' আরও পড়ুন: কানে নুডলস জড়িয়ে শুনছিলেন পুতিনের বক্তব্য, করা হল বিরাট জরিমানা

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন