রবিবারের একটি সাক্ষাত্কারে দেশবাসীর কাছে এই প্রতিশ্রুতি করেন তিনি। বর্তমানে ব্রিটেনে ইউরোপ থেকে অভিবাসীদের বেআইনি প্রবেশের সমস্যা তুঙ্গে উঠেছে। কোনও দেশের পক্ষে এর প্রভাব কী হবে, তা অজানা নয়। এমনিতেই ব্রিটেনের অর্থনীতি এখন কিছুটা ব্যাকফুটে।
1/5দেশে প্রবেশকারী অবৈধ অভিবাসীদের সতর্ক করে দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। দেশের থেকে প্রত্যেক অবৈধ অনুপ্রেবেশকারীদের বের করে দেওয়া হবে। তাঁদের ফের আশ্রয়ের জন্য আবেদনেরও অনুমতি দেওয়া হবে না। রবিবার সাফ জানিয়ে দিলেন ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী। ফাইল ছবি: এপি/পিটিআই (AP/PTI)
2/5রবিবারের একটি সাক্ষাত্কারে দেশবাসীর কাছে এই প্রতিশ্রুতি করেন তিনি। বর্তমানে ব্রিটেনে ইউরোপ থেকে অভিবাসীদের বেআইনি প্রবেশের সমস্যা তুঙ্গে উঠেছে। কোনও দেশের পক্ষে এর প্রভাব কী হবে, তা অজানা নয়। এমনিতেই ব্রিটেনের অর্থনীতি এখন কিছুটা ব্যাকফুটে। ফাইল ছবি: এএফপি (AP/PTI)
3/5ফক্স নিউজের রিপোর্ট অনুযায়ী, ঋষি সরকার চলতি সপ্তাহের শেষের দিকেই এই অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করতে পারে। ইংলিশ চ্যানেল পার করে নৌকায় আসা অবৈধ অভিবাসীদের নিয়ে কোনও কঠিন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ফাইল ছবি: এএফপি (AP/PTI)
4/5ব্রিটেনের আইন অনুযায়ী, অবৈধ অভিবাসীরা সীমান্ত অতিক্রম করার পরে আশ্রয় দাবি করতেই পারেন। সাধারণত, অভিবাসীদের মামলা/সমস্যা চলাকালীন থাকার অনুমোদন দেওয়া হয়। তবে আসন্ন নতুন আইনে এই ধরনের অভিবাসীদেরও আশ্রয় দাবি করতে দেওয়াই হবে না। সরাসরি দেশ থেকে বের করে দেওয়া হবে। ফাইল ছবি: রয়টার্স (AP/PTI)
5/5ফ্রান্স থেকে ব্রিটেনে আসতে বহু মানুষ বিপজ্জনকভাবে নৌকায় সমুদ্র পার করেন। উত্তোরোত্তর এমন শরণার্থীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিষয়টি বেশ কয়েক বছর ধরেই ব্রিটেন সমাধানের প্রচেষ্টা চালাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স (AP/PTI)