বাংলা নিউজ > ঘরে বাইরে > Tigress Zeenat: নিজের এলাকা বাছাই করছে বাঘিনী ‘জিনত’! ঝাড়গ্রামবাসীকে সতর্ক থাকার বার্তা বন বিভাগের

Tigress Zeenat: নিজের এলাকা বাছাই করছে বাঘিনী ‘জিনত’! ঝাড়গ্রামবাসীকে সতর্ক থাকার বার্তা বন বিভাগের

মহারাষ্ট্র থেকে ওডিশায় আনা হয়েছিল জিনতকে (এক্স)

জিনত আসলে মহারাষ্ট্রের বাসিন্দা। গত ১৫ নভেম্বর মহারাষ্ট্রের তাডোবা-আন্ধেরি ব্যাঘ্র প্রকল্প থেকে তাকে নিয়ে আসা হয় ওড়িশার ময়ূরভঞ্জ জেলার সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পে। জিনতের বয়স ৩ বছর।

বাঘিনীর ভয়ে থরহরিকম্প ঝাড়খণ্ডবাসী। মঙ্গলবারই খবর পাওয়া গিয়েছিল, ঝাড়গ্রাম জেলার সীমানা লাগোয়া জঙ্গলে নাকি বাঘ দেখা গিয়েছে! পরবর্তীতে জানা যায়, যাকে দেখা গিয়েছে, সে বাঘ নয়, আদতে পূর্ণবয়স্ক একটি বাঘিনী। বন দফতরকে উদ্ধৃত করে বিভিন্ন সংবাদমাধ্যমে যে খবর সামনে এসেছে, তা হল - এই বাঘিনীর নাম 'জিনত'!

কে এই জিনত?

সূত্রের খবর, জিনত আসলে মহারাষ্ট্রের বাসিন্দা। গত ১৫ নভেম্বর মহারাষ্ট্রের তাডোবা-আন্ধেরি ব্যাঘ্র প্রকল্প থেকে তাকে নিয়ে আসা হয় ওড়িশার ময়ূরভঞ্জ জেলার সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পে। জিনতের বয়স ৩ বছর।

সেই জিনতই তার নতুন বাসস্থানে এসে সংশ্লিষ্ট রাজ্যের সীমানা পেরিয়ে একের পর রাজ্যে ঢুকে পড়ছে বলে দাবি সূত্রের। মহারাষ্ট্র থেকে আনার পর তাকে কয়েক দিন ঘেরাটোপে রাখা হয়েছিল। তারপর জিনতের গলায় রেডিয়ো কলার পরিয়ে গত ২৪ নভেম্বর তাকে সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

কিন্তু, গত রবি ও সোমবার জিনতকে প্রতিবেশী ঝাড়খণ্ডের জঙ্গলে ঘোরাফেরা করতে দেখা যায়! সেই খবর পাওয়া যায় জামশেদপুর বন বিভাগ মারফত। জানা যায়, সে সিমলিপালের উত্তর দিক লাগোয়া ঝাড়খণ্ডের একটি জঙ্গলে ঢুকে পড়েছে।

সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা প্রকাশচন্দ গোগিনেনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বাঘিনীটি সুস্থ রয়েছে। সে যে এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, সেই খবর সংশ্লিষ্ট বন বিভাগের আধিকারিকদের জানানো হয়েছে। যেমন - ঝাড়খণ্ড বন বিভাগকেও এই বাঘিনীর বিচরণ সম্পর্কে অবহিত করা হয়েছে। অন্যদিকে, জামশেদপুর বন বিভাগ জানিয়েছে, তারাও জিনতের উপর নজর রাখছে।

সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের তরফে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, যেহেতু জিনতের গলায় রেডিয়ো কলার পরানো রয়েছে, তাই তার উপর নজর রাখতে কোনও সমস্যা হচ্ছে না। সর্বক্ষণ জিপিএস ট্র্যাকারের মাধ্যমে খেয়াল রাথা হচ্ছে, সে কোথা থেকে কোথায় যাচ্ছে।

গত কয়েক দিনের তথ্য বলছে, ওই ক'দিন জিনত মূলত ঝাড়খণ্ডের জামশেদপুর বন বিভাগের চাকুলিয়া রেঞ্জের জঙ্গলে ঘোরাফেরা করেছে। সেখানে সে শিকারও করেছে। ওই এলাকায় গত কয়েক দিন কিছু গবাদি পশুর দেহাবশেষ পড়ে থাকতে দেখা গিয়েছে। যা দেখে বনকর্তারা বলছেন, বাঘিনী একেবারেই সুস্থ রয়েছে। সে তার স্বাভাবিক আচরণ করছে।

এদিকে, পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামের সীমানা লাগোয়া চাকুলিয়া ও ঘাটশিলার জঙ্গল থেকে প্রায়ই হাতি ঢুকে পড়ে এই জেলার জামবনি ও বেলপাহাড়ি এলাকায়। অনুমান করা হচ্ছে, সেই পথেই জিনত এ দিকে চলে আসতে পারে।

ঝাড়গ্রামের সীমায় জিনতের আসার কারণ কী?

সংবাদমাধ্যমে এই বিষয়টি নিয়ে বেশ কিছু ব্যাখ্যা দিয়েছেন ব্যাঘ্য বিশেষজ্ঞরা। তাঁদের মতে, জিনত নামক ওই বাঘিনীর এক রাজ্য থেকে অন্য রাজ্যের জঙ্গলে ঘুরে বেড়ানোটা খুবই স্বাভাবিক।

কারণ, নতুন বনাঞ্চলে আসার পর বাঘিনী বা বাঘ সাধারণত নিজেদের বিচরণক্ষেত্র চিহ্নিত করে নেয়। যেসমস্ত এলাকায় পর্যাপ্ত শিকার ও পানীয় জল পাওয়া যাবে, তেমনই কোনও এলাকা নিজেদের বিচরণক্ষেত্র হিসাবে বেছে নেয়। যা প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার একটি বৃত্তাকার এলাকাজুড়ে বিস্তৃত থাকে। জিনতও তেমনটাই করছে।

বেলপাহাড়ি এবং লাগোয়া জঙ্গলে প্রচুর বুনো শুয়োর ও জংলি খরগোশ রয়েছে। উপরন্তু, জঙ্গল লাগোয়া লোকালয়ে বাসিন্দাদের গরু-ছাগলও রয়েছে। ফলত, এই জায়গায় বাঘিনী ডেরা বাঁধতেই পারে!

এই খবর সামনে আসতেই ঝাড়গ্রামে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। যদিও বন দফতর মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন ও সতর্ক থাকারই পরামর্শ দিচ্ছে।

পরবর্তী খবর

Latest News

কীভাবে DA বাড়তে পারে বাজেটে? 'উপায়' বললেন রাজ্য সরকারি কর্মীদের নেতা, কাজ হবে? ভারতের মহিলা দল বাংলাদেশকে, পুরুষরা শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে উঠল ৮০-তে পা দিতেই জাভেদ আখতারের সঙ্গে জমিয়ে ঠুমকা! বার্থডে বয়কে চুমু ফারাহর টোপ.. ক্যামেরা..ড্রোন দিয়ে শুক্রেও অধরা পুরুলিয়ার বাঘ!দেখা মিলল শুধু পায়ের ছাপের বাড়িতে তল্লাশির পর এবার আসফাকুল্লা নাইয়াকে তলব পুলিশের শুক্র ও রাহুর যুতিতে জানুয়ারি থেকেই সৌভাগ্যের দরজা খুলবে ৫ রাশির, লাকি কারা? শনিতে কলকাতা-সহ শহরতলির ১৮ জায়গায় বন্ধ থাকবে জল! কতক্ষণ ও কোথায়? রইল পুরো তালিকা টলিউডের পর নতুন ইনিংস শুরু অনন্যার? মাধবন, ফাতিমার হাত ধরে বলিউড ডেবিউ সারছেন? ডার্বি জয়ের পরে আটকে গেল মোহনবাগান! এগিয়ে গিয়েও জামশেদপুরের বিরুদ্ধে ১-১ ড্র করল 'মৃত্যু একমাত্র সত্য', হঠাৎ কেন এমন বললেন সৃজিত?

IPL 2025 News in Bangla

ভাঙতে চলেছে রাহুলের স্বপ্ন! কার্তিক জানালেন কে হচ্ছেন DC-র নতুন ক্যাপ্টেন ‘ও যা করেছে, অতীতে আর কোন অধিনায়ক করেছে?’ অধিনায়কত্ব বিতর্কে রোহিতের পাশে যুবরাজ ফর্মে ফেরার বড় সুযোগ! IPL 2025-এর পরে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলবে ভারত ‘সবার আগে ক্রিকেটারদের ‘পিআর’ ব্যান করে দেওয়া উচিত’! BCCIকে পরামর্শ হর্ষ ভোগলের ICC চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা দঃ আফ্রিকার! ছিটকে গেলেন তারকা পেসার BCCI কর্তাদের সঙ্গে গম্ভীর-রোহিত-অজিতের মিটিং! প্রকাশ্যে এল বৈঠকের ভিতরের খবর ভিডিয়ো: IPL 2025 জিতবে পঞ্জাব কিংস! শ্রেয়সকে নেতৃত্বে পেয়ে কোচ পন্টিংয়ের দাবি PSL Draft 2025-এর মঞ্চে IPL-কে শুভেচ্ছা! মাইক খারাপ, চিৎকার করেই চলল ড্রাফট IPL-এ নতুন ইতিহাস গড়লেন শ্রেয়স আইয়ার! কোনও ভারতীয় ক্রিকেটার এমনটা করতে পারেননি পিছিয়ে যাচ্ছে IPL, ইডেনের ভাগ্যে কি কোপ পড়বে? প্রথম ম্যাচ ও ফাইনাল কোথায় হবে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.