বাংলা নিউজ > ঘরে বাইরে > প্রজাতন্ত্র দিবস: ভিন দেশের রাষ্ট্রনেতদের শুভেচ্ছা বার্তা একনজরে

প্রজাতন্ত্র দিবস: ভিন দেশের রাষ্ট্রনেতদের শুভেচ্ছা বার্তা একনজরে

বরিস জনসন, স্কট মরিসন, শেখ হাসিনা। 

বিশ্বের বিভিন্ন প্রান্তের রাষ্ট্রনেতার জানালেন শুভেচ্ছা বার্তা।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন , বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একাধিক দেশের রাষ্ট্রনেতারা ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্য়ে ভারতের উদ্দেশে জানিয়েছেন শুভেচ্ছা বার্তা। বুধবার ভারত সরকারের প্রতি বার্তায় বিভিন্ন দেশের নেতারা জানিয়েছেন তাঁদের বক্তব্য। এরই মধ্যে আলাদা করে নজর কেড়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি টুইটারে একটি হিন্দিতে নিজের শুভেচ্ছা বার্তা জানান।

উল্লেখ্য, এক ভিডিয়ো মেসেজে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন তুলে ধরেন এক কাকতালীয় ঘটনা। ২৬ জানুয়ারি যখন ভারত প্রজাতন্ত্র দিবস পালন করছে, তখনই আবার অস্ট্রেলিয়াতে পালিত হচ্ছে অস্ট্রেলিয়া দিবস। এই দিনে ভারতের প্রধানমন্ত্রী সহ গোটা ভারতকে শুভেচ্ছা জানিয়ে হিন্দিতে 'গণতন্ত্র দিবসের শুভেচ্ছা' বার্তাটি লেখেন স্কট মরিসন। তিনি বলেন,'আমাদের (দুটি দেশের) অনেক কিছুতেই মিল রয়েছে। বিশেষত আগামী দিনের পথ চলায়।' পাশাপাশি ইন্দো পেসিফিক এলাকায় যাতে শান্তি ও স্বাধীনতা বজায় থাকে তার লক্ষ্যে অস্ট্রেলিয়া ভারতের সঙ্গে একসাথে এগিয়ে যেতে চায় বলেও দ্বিপাক্ষিক উন্নততর সম্পর্কের বার্তা দিয়েছেন স্কট মরিসন। এছাড়াও তাঁর টুইট বার্তায় হ্যাশট্যাগে তিনি রাখেন ‘দোস্তি’ (বন্ধুত্ব) শব্দটিকে

এদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তাঁর বার্তায় জানান, ' প্রজন্ম ধরে গভীর বন্ধনে আবদ্ধ, একসঙ্গে পার করা হয়েছে আধুনিক জীবনের বহু চ্যালেঞ্জ।' একই সঙ্গে তিনি জানান, ব্রিটেনের তরফে ভারতকে জানানো হচ্ছে প্রজাতন্ত্র দিবসের হার্দিক শুভেচ্ছা। যাতে দুই দেশের সম্পর্ক আরও গভীর হয়, সেদিকে লক্ষ্য নিয়েই দুটি দেশ এগিয়ে যাচ্ছে বলে তিনি নিজের বার্তায় জানিয়েছেন। বরিস জনসন তাঁর বার্তায় জানান, 'দুটি ভিন্ন ঘরানার গণতন্ত্রের মধ্যে এই বন্ধুত্ব নিয়ে আমি গর্বিত।' এক্ষেত্রে তিনি বাণিজ্যিক স্বাধীনতার প্রসঙ্গ তুলে দুই দেশের যৌথ চেষ্টার অক্সফোর্ড অ্যাস্ট্রা জেনেকা ভ্যাকসিনের প্রসঙ্গও তোলেন। তিনি জানান, 'আগামী ৭৫ বছর ও তার পরের সময়ের সাফল্যে'র দিকে তাকিয়ে, দুই দেশের মানুষ ও অর্থনীতির উন্নতির পথ চেয়ে এই বন্ধুত্বের গভীরতাকে তিনি আরও এগিয়ে নিয়ে যেতে চান। এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জানান প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। 'গত কয়েক বছরে দু দেশের মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা, বিশ্বাস আরও বৃদ্ধি পেয়েছে ও প্রসারতা পেয়েছে।' এই প্রসঙ্গে ফের একবার শেখ হাসিনা ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তি যুদ্ধে ভারতের অবদানের কথা তুলে ধরেন। বঙ্গবন্ধু মুজিবর রহমানের জন্ম বার্ষিকীতে গত ২০২১ সালের নভেম্বরে ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের প্রসঙ্গ তুলে 'মৈত্রী দিবস' উদযাপনের প্রসঙ্গও তুলে ধরেন শেখ হাসিনা। হাসিনা বলেন, ' আগামী ৫০ বছর ও তার পরে এই অঞ্চলের শান্তি ও সমৃদ্ধি নিয়ে' ভারত ও বাংলাদেশ যে দৃষ্টি ভঙ্গি রেখেছে, তা দিল্লির সঙ্গে এগিয়ে নিয়ে যেতে চায় ঢাকাও। উল্লেখ্য, মালদ্বীপের বিদেশমন্ত্রী আবদুল্লাহ শাহিদও এদিন ভারতকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান। ঐতিহাসিক সূত্র ধরে ভারতের সঙ্গে মালদ্বীপের যে বন্ধুত্ব রয়েছে তা আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে চায় সেদেশ , বলে জানিয়েছেন আবদুল্লাহ শাহিদ।

 

 

 

 

পরবর্তী খবর

Latest News

ছবি মুক্তির আগেই বিক্রি! কে কিনল অজয়ের ‘রেইড ২’-এর স্বত্ব? ছত্তিশগড়ে আবারও সফল মাওদমন অভিযান, এনকাউন্টারে খতম ৩ মাওবাদী, দাবি পুলিশের 'মিনি হার্ট অ্যাটাক' হতেই থাকবে, দিল্লি সমর্থকদের নিশ্চিন্ত হতে মানা করলেন অক্ষর প্লাস্টিকের বোতলেই জল খান রোজ? নিয়মিত এই কাজ না করলে শরীরে বাসা বাঁধবে মারণরোগ সারেগামাপা শেষে আবারও দেখা দুই বন্ধুর, অতনুদাকে পেয়ে জমিয়ে গল্প অনীকের হিন্দুদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, শাহের কাছে অভিযোগ সুকান্তর আজ পাপমোচনী একাদশীতে করবেন না এই ভুল, নাহলে দুর্ভাগ্য ছাড়বে না পিছু হুথিদের উপর ট্রাম্পের আমেরিকার হামলার প্ল্যান কীভাবে ফাঁস হল সাংবাদিকের কাছে? কেন গুঁড়িয়ে দেওয়া হল ফাহিম খানের বাড়ি? কৈফিয়ত তলব আদালতের, জারি স্থগিতাদেশ এমাসের মধ্যে কেন্দ্রের টাকা প্রাপকদের না দিলে…রাজ্যকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর

IPL 2025 News in Bangla

'মিনি হার্ট অ্যাটাক' হতেই থাকবে, দিল্লি সমর্থকদের নিশ্চিন্ত হতে মানা করলেন অক্ষর ‘সিঙ্গল নাও, ছক্কা হাঁকিয়ে ম্যাচ ফিনিশ করে দেব’, ১১ নম্বরের কাছে মিনতি আশুতোষের এই প্রথম '২০০ টপকে' হারল LSG, সর্বাধিক রান তাড়া করে ম্যাচ জয়ের নতুন রেকর্ড DC-র দিল্লিকে জিতিয়ে সুইচ হিট সেলিব্রেশন আশুতোষের, আঙুল তুলে কাকে বার্তা দিতে চাইলেন? রুদ্ধশ্বাস জয়ে পয়েন্ট তালিকার সেরা ৪-এ দিল্লি, শীর্ষে রয়েছে কারা? KKR কত নম্বরে? গোয়েঙ্কা ওয়েট করছেন! পন্তের ভুলে LSG হারতেই মিমের বন্যা, নেটপাড়া বলল ‘সামলে….’ IPL- ‘আমি জানতাম ম্যাচ জিতিয়ে দেব’, বিধ্বংসী ব্যাটিংয়ে LSGকে উড়িয়ে বললেন আশুতোষ বড় নামেদের ব্যর্থতার ভিড়ে, অঙ্ক কষে লড়াই আশুতোষের, একা ম্যাচ জেতালেন দিল্লিকে কেউ নেয়নি, বদলি হয়েই প্রথম ওভারে ২ উইকেট শার্দুলের, LSG-র ২ অনামী স্পিনার কারা? পুরান-মার্শ ঝড়ের পর দিল্লিকে খেলায় ফেরালেন স্টার্ক, কুলদীপ! DCর টার্গেট ২১০

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.