এর ফলে আমেরিকান এক্সপ্রেস ব্যাঙ্কিং কর্পোরেশনের কার্ড নেটওয়ার্কে নতুন ভারতীয় গ্রাহকদের যোগ করা যাবে।
1/6আমেরিকান এক্সপ্রেস ব্যাঙ্কিং কর্পোরেশনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল RBI। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, বর্তমানে সমস্ত নিয়ম মানার বিষয়ে 'সন্তোষজনক' পদক্ষেপ করেছে আমেরিকান এক্সপ্রেস। আর সেই কারণেই বুধবার এই সিদ্ধান্ত। ফাইল ছবি-এপি (AP)
2/6এর ফলে আমেরিকান এক্সপ্রেস ব্যাঙ্কিং কর্পোরেশনের কার্ড নেটওয়ার্কে নতুন ভারতীয় গ্রাহকদের যোগ করা যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট) (AP)
3/6গত ১ মে বিধিনিষেধ আরোপ করেছিল কেন্দ্রীয় ব্যাঙ্ক। 'পেমেন্ট সিস্টেম ডেটা স্টোরেজ'-এর নতুন নিয়ম অনুসরণ না করায় এই সিদ্ধান্ত ছিল। ফাইল ছবি- হিন্দুস্তান টাইমস (AP)
4/6সেই নিয়ম সঠিকভাবে কার্যকর করেছে আমেরিকান এক্সপ্রেস। আর সেই কারণেই, আবার সবুজ সংকেত। ফাইল ছবি-এএফপি (AP)
5/6২০১৮ সালের এপ্রিলে সমস্ত পেমেন্ট সিস্টেম প্রদানকারীদের নির্দেশ দেওয়া হয় যে, তাদের সিস্টেমগুলির সম্পূর্ণ ডেটা (এন্ড-টু-এন্ড লেনদেনের বিবরণ, তথ্য সংগ্রহ) শুধুমাত্র ভারতেই স্টোরেজ করতে হবে। দেশের বাইরে নয়। তথ্যের সুরক্ষার কথা মাথায় রেখেই এই নির্দেশ দেওয়া হয়। ফাইল ছবি : রয়টার্স (AP)
6/6সংস্থাগুলিকে আরবিআই-এর কাছে এ বিষয়টি কার্যকর করার একটি রিপোর্ট পেশ করতে বলা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে CERT-ইন তালিকাভুক্ত অডিটর দ্বারা পরিচালিত একটি বোর্ড-অনুমোদিত সিস্টেম অডিট রিপোর্ট (SAR) জমা দিতে নির্দেশ দেওয়া হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট) (AP)