বাংলা নিউজ > ঘরে বাইরে > Arunachal Pradesh: অরুণাচল সীমান্তে লালফৌজকে ভারতীয় সেনার যোগ্য জবাবে খুশি অরুণাচলবাসী! কী বলছেন তাঁরা?

Arunachal Pradesh: অরুণাচল সীমান্তে লালফৌজকে ভারতীয় সেনার যোগ্য জবাবে খুশি অরুণাচলবাসী! কী বলছেন তাঁরা?

অরুণাচলের তাওয়াংয়ের স্থানীয়দের সমর্থনের বার্তা ভারতীয় সেনাকে। (ANI Photo) (ANI)

অরুণাচল প্রদেশের সড়ক থেকে দিল্লির সংসদভবন পর্যন্ত ভারতীয় সেনার প্রশংসা সর্বত্র। এদিকে, অরুণাচল প্রদেশের স্থানীয়রা বলছেন, তাঁরা সর্বদাই ভারতীয় সেনার সমর্থনে থাকবেন।সংবাদ সংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী, অরুণাচলবাসীরা বলছেন, যে কোনও পরিস্থিতিতে তাঁরা ভারতীয় সেনার সঙ্গে রয়েছেন।

অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে চিনের সেনাকে ভারতীয় সেনার মোক্ষম জবাব দেওয়ার ঘটনায় গোটা দেশ তোলপাড়। এদিকে, অরুণাচল প্রদেশের বাসিন্দারা এই ঘটনার পর থেকে সোচ্চার কণ্ঠে সমর্থন জানিয়েছে ভারতীয় সেনার প্রতি। এদিকে, ভারতীয় সেনার হাতে কড়া জবাব পাওয়ার পর চিন জানিয়েছে সীমান্তে শান্তি বজায় রয়েছে। 

এদিকে, অরুণাচল প্রদেশের সড়ক থেকে দিল্লির সংসদভবন পর্যন্ত ভারতীয় সেনার প্রশংসা সর্বত্র। এদিকে, অরুণাচল প্রদেশের স্থানীয়রা বলছেন, তাঁরা সর্বদাই ভারতীয় সেনার সমর্থনে থাকবেন। এছাড়াও তাঁরা বলছেন,কোনও মতেই যাতে ভারতীয় সেনার কোনও জওয়ানের কিছু অঘটন না ঘটে তার প্রার্থনায় রয়েছেন তাঁরা। সংবাদ সংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী, অরুণাচলবাসীরা বলছেন, যে কোনও পরিস্থিতিতে তাঁরা ভারতীয় সেনার সঙ্গে রয়েছেন। চিনের সেনা ভারতীয় সেনার হাতে মারধর খেয়েছে, এই ঘটনায় ব্যাপক খুশি অরুণাচলবাসীরা। তাঁরা বলছেন,তাঁরা সুরক্ষিত রয়েছেনই শুধু ভারতীয় সেনার জন্য। উল্লেখ্য, ৯ ডিসেম্বর ২০২২ সালে চিনের সেনার তরফে অরুণাচল সীমান্তে হামলা হয়। তার জবাবে ভারতীয় সেনা কার্যত ব্যাপকভাবে পাল্টা জবাব দেয়। পিছু হঠতে বাধ্য হয় চিনের সেনা। এরপরদিনই সংসদে বিষয়টি নিয়ে বিবৃতি দেন রাজনাথ সিং।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, ভারতীয় সেনার জওয়ানরা কেউ এই সংঘাতে আহত হননি। কোনও গুরুতর চোট লাগেনি কোনও ভারতীয় সেনা জওয়ানের। এদিকে, অরুণাচলে সীমান্ত থেকে ১০ কিলোমিটার দূরের গ্রামের বাসিন্দা কোনচুক সোরিং বলছেন, ‘সদ্য ঘটে যাওয়া ঘটনার ভিডিয়ো স্থানীয়দের খুবই উজ্জীবিত করেছে। স্থানীয়দের মধ্যে উদ্দীপনা রয়েছে। নিজেদের সৈনিকদের বাহাদুরি দেখে সকলেই খুশি। আমাদের সৈনিকরা চিনের সৈনিকদের মারধর করেছে তাতে সকলেই খুশি। এর আগেও সেনা এমন কাণ্ড ঘটিয়েছে। ’

 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন