রেস্তোরাঁর মেনুতে বিফ। তা দেখে বেজায় রেগে গেল কয়েকজন যুবক। আর তারপরেই রেস্তোরাঁয় ভাঙচুর ও মালিককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের শেফিল্ডে। ঘটনার একটি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, কীভাবে একদল যুবক রেস্তোরাঁয় ভাঙচুর চালাচ্ছে এবং মালিককে মারধর করছে। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি, মালিক এই ঘটনার জন্য ক্ষতিপূরণ দাবি করেছেন।
আরও পড়ুন: ভারতের সেরা ৫০ রেস্তোরাঁর তালিকায় কলকাতার মাত্র একটি! রয়েছে শান্তিনিকেতনের নামও, কোনগুলি জানেন?
ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই যুবকদের দল কাউন্টারের পিছনে রেস্তোরাঁর কর্মীদের গালিগালাজ করছে আর তাদের লক্ষ্য করে পাথর ছুঁড়ে মরেছে। ভিডিয়োতে দাবি করা হয়েছে, যুবকরা রেস্তোরাঁর মেনুতে গো মাংসের খাবার নিয়ে মালিককে মারধর করেছে। ভিডিয়োয় আরও দেখা যাচ্ছে, তাদের একজন লাঠি দিয়ে রেস্তোরাঁর এক কর্মীকে লাঠি দিয়ে আঘাত করছে। অন্যজন সেই লাঠি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। ভিডিয়োয় দাবি করা হয়েছে, দলটি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার আগে রেস্তোরাঁর মালিককে মারধর করছে।
অনেক অভিযোগ করেছেন, যে ভিডিয়োয় গরুর মাংস মেনুতে রাখা নিয়ে মারধর করতে শোনা গেলেও তা ঠিক নয়। তবে জানা যাচ্ছে, ঘটনায় অভিযোগ দায়ের করেন মালিক। পরে ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে পুলিশ। এই ঘটনায় হামলাকারীদের গ্রেফতার করা হয়েছে। মালিক ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। এদিকে, একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ঘটনাটি গত বছরের অগস্টের। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
সাউথ ইয়র্কশায়ার পুলিশ জানিয়েছে, হামলাকারীরা রেস্তোরাঁর দরজা-জানালা ভাঙচুর করেছে। মালিক জানিয়েছেন, প্রায় ২ লক্ষ টাকার মতো ভাঙচুরের ঘটনায় ক্ষতি হয়েছে। যদিও মালিক সেভাবে আঘাত পায়নি বলেই জানা গিয়েছে। আরও জানা যায়, রেস্তোরাঁটি নতুন। হামলার কয়েক মাস আগে সেটি খোলা হয়েছিল। প্রতিবেদন অনুযায়ী, এখানে গ্রিলড চিকেন, ল্যাম্ব, পিজ্জা, বার্গার, কাবাব এবং অন্যান্য আমিষ খাবার পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পরে তারা অভিযুক্তরা সকলেই জামিনে মুক্তি পেয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার অন্যান্য রেস্তোরাঁ মালিকদের মধ্যে আতঙ্ক ছড়ায়।