বাংলা নিউজ > ঘরে বাইরে > কিছুটা স্বস্তি দিল খুচরো মুদ্রাস্ফীতি, তবে এখনও RBI-এর টার্গেটের উর্ধ্বে

কিছুটা স্বস্তি দিল খুচরো মুদ্রাস্ফীতি, তবে এখনও RBI-এর টার্গেটের উর্ধ্বে

ফাইল ছবি: রয়টার্স (REUTERS)

মঙ্গলবার প্রকাশিত সরকারি তথ্য বলছে, ভোক্তা মূল্য, টানা ষষ্ঠ মাস রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ৬% এর উর্ধ্বসীমার উপরে রয়েছে। রয়টার্সের এক সমীক্ষা বলছে, ভারতের মুদ্রাস্ফীতি চলতি বছর আরবিআই-এর সহনশীল সীমার উর্ধ্বেই থাকবে।

টানা দ্বিতীয় মাস হ্রাস পেল ভারতের খুচরো মূল্যস্ফীতি। জুন মাসে ৭.০১%-এ দাঁড়িয়েছে মূল্যবৃদ্ধির হার। মঙ্গলবার প্রকাশিত সরকারি তথ্য বলছে, ভোক্তা মূল্য, টানা ষষ্ঠ মাস রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ৬% এর উর্ধ্বসীমার উপরে রয়েছে। মে মাসে সংখ্যাটা ছিল ৭.০৪%।

খাদ্য মূল্য সূচক ৭.৭৫% বেড়েছে। যা তার আগের মাসের ৭.৯৭% থেকে সামান্য কম। ভারত ভোজ্য তেলের এক প্রধান আমদানিকারী। গত মাসে বিশ্ব বাজারে তার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছোয়। সেই কারণেই মূলত প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে।

বিশ্বব্যাপী মূল্যস্ফীতি গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে জ্বালানি থেকে শুরু করে খাদ্য, সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যেরই দাম বেড়েছে। রয়টার্সের এক সমীক্ষা বলছে, ভারতের মুদ্রাস্ফীতি চলতি বছর আরবিআই-এর সহনশীল সীমার উর্ধ্বেই থাকবে। এর ফলে আরও বেশি সুদের হার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

শহরাঞ্চলে খাদ্য সামগ্রীর দাম বেশি। সেখানে মুদ্রাস্ফীতি ৮.০৪% ছিল। যদিও মে মাসে সেটা ৮.২০% ছিল। গ্রামীণ ভারতে, খাদ্যের দাম বেড়েছে ৭.৬১%।

বেশি খাবারের দাম দরিদ্র পরিবারগুলির উপর বেশি প্রভাব ফেলে। আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলিকে মাসিক বাজেটের অনুপাতে খাবারের জন্যই বেশি ব্যয় করতে হয়।

সবজির দামে তীব্র বৃদ্ধি হয়েছে। দাম প্রায় ১৭.৩৭% বেড়েছে। মাংস এবং মাছ ৮% বেড়েছে। ফলের দাম ৩% বেড়েছে।

খাদ্যবহির্ভূত ক্যাটাগরিতে পোশাক ও জুতোর মূল্যস্ফীতি বেড়ে ৯.৫২% দাঁড়িয়েছে। যাতায়াতের খরচ ৬.৯০% বেড়েছে। জুনে ঘর-বাড়ির দামে মূল্যস্ফীতি ৩.৯৩% দাঁড়িয়েছে।

বন্ধ করুন