বাংলা নিউজ > ঘরে বাইরে > সামান্য কমল মুদ্রাস্ফীতির হার, তাও রেহাই নয় মধ্যবিত্তের, ২৯.৩% বাড়ল উৎপাদন

সামান্য কমল মুদ্রাস্ফীতির হার, তাও রেহাই নয় মধ্যবিত্তের, ২৯.৩% বাড়ল উৎপাদন

অর্থনীতিবিদদের মতে, ঊর্ধ্বমুখী জ্বালানির দর এবং উৎপাদন খরচ বৃদ্ধির জেরে কিছু সময়ের জন্য মুদ্রাস্ফীতির হার বেশি থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস)

অর্থনীতিবিদদের মতে, ঊর্ধ্বমুখী জ্বালানির দর এবং উৎপাদন খরচ বৃদ্ধির জেরে কিছু সময়ের জন্য মুদ্রাস্ফীতির হার বেশি থাকবে।

জুনে ভারতের সামান্য কমল খুচরো মুদ্রাস্ফীতির হার। চলতি বছরের মে'তে যেখানে মুদ্রাস্ফীতির হার ছিল ৬.৩ শতাংশ, জুনে তা ঠেকেছে ৬.২৬ শতাংশ। জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের তথ্যে এমনই দাবি করা হয়েছে। তারইমধ্যে কেন্দ্রের দাবি, মে'তে দেশে উৎপাদনের হার ২৯.৩ শতাংশ বেড়েছে।

গত কয়েক মাসে দেশে লাগাতার বাড়ছে খাদ্যদ্রব্য, জ্বালানির দাম। দেশের বিভিন্ন প্রান্তে লিটারপিছু পেট্রল সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছে। ডিজেলের দামও নেহাত কম পড়ছে না। জ্বালানি তেলের ক্ষেত্রে মুদ্রাস্ফীতির হার ছিল ১২.৭ শতাংশ। বেড়েছে পরিবহনের খরচ। তার প্রভাব পড়েছে খুচরো বাজারে। ভোজ্য তেল, ডিম, ডাল-সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশছোঁয়া হয়েছে। খাদ্যদ্রব্যে মুদ্রাস্ফীতি সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৫.১৫ শতাংশ। তার জেরে পকেটে টান পড়েছে মধ্যবিত্তের পকেটে। সম্প্রতি অবশ্য কর ছাড়ের কারণে কিছুটা কমেছে ভোজ্য তেলের দাম। কিন্তু তাও আগের থেকে ঢের বেশি আছে দাম। সেই পরিসংখ্যানই কেন্দ্রের মুদ্রাস্ফীতির পরিসংখ্যানে ধরা পড়েছে। অর্থনীতিবিদদের মতে, ঊর্ধ্বমুখী জ্বালানির দর এবং উৎপাদন খরচ বৃদ্ধির জেরে কিছু সময়ের জন্য মুদ্রাস্ফীতির হার বেশি থাকবে।

তাতেও অবশ্য জুনের মুদ্রাস্ফীতির পরিসংখ্যানে কিছুটা আশার আলো দেখছেন বিশেষজ্ঞরা। তাঁদের বক্তব্য, মুদ্রাস্ফীতির হার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) নির্ধারিত ঊর্ধ্বসীমার উপরে ছিল। কিন্তু সেই চাপ কিছুটা কমছে বলে মনে হচ্ছে। এমনিতে কেন্দ্রীয় ব্যাঙ্কের বেঁধে দেওয়া সীমার থেকে টানা দু'মাস বেশি থেকেছে মুদ্রাস্ফীতির হার। কেন্দ্রকে মুদ্রাস্ফীতির হার চার শতাংশে (দুই শতাংশ বৃদ্ধি বা হ্রাস ধরে) বেঁধের রাখার পরামর্শ দিয়েছিল আরবিআই। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের অর্থনীতি উপাসনা ভরদ্বাজকে উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্স বলেছেন, ‘যখন আর্থিক বৃদ্ধিকে ঘুরে দাঁড় করানোর উপযুক্ত অবস্থান প্রয়োজন, তখন প্রত্যাশার থেকে কম মুদ্রাস্ফীতি বর্তমান পরিস্থিতিতে কিছুটা স্বস্তি বয়ে এনেছে।’

তারইমধ্যে জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের তথ্য অনুযায়ী, মে মাসে দেশে উৎপাদনের হার ২৯.৩ শতাংশ বেড়েছে। তাতেও অবশ্য করোনাভাইরাস মহামারীর আছড়ে পড়ার আগে স্তরে পৌঁছাতে পারেনি। বিশেষজ্ঞদের বক্তব্য, ভিত্তি কম ধরা হওয়ায় এবং উৎপাদন ক্ষেত্রে ভালো কাজের সুবাদে সেই বৃদ্ধি হয়েছে। মে'তে ২৩.৩ শতাংশ বৃদ্ধির সাক্ষী থেকেছে খনন ক্ষেত্র। ৭.৫ শতাংশ বৃদ্ধি হয়েছে শক্তি ক্ষেত্রে। বিশেষজ্ঞদের বক্তব্য, যে পরিসংখ্যান হাতে এসেছে, তা থেকে বোঝা যাচ্ছে করোনার দ্বিতীয় স্রোতের ধাক্কা রুখতে কিছুটা সক্ষম হয়েছে।

ঘরে বাইরে খবর

Latest News

2024 IPL-এও বেটিংয়ের ছায়া, রাজস্থান, মুম্বই থেকে গ্রেফতার চার বুকি উইকেটের পিছনে দাঁড়িয়েই ব্যাটারদের সাজঘরে ফেরালেন, ছুঁয়ে ফেললেন কার্তিকের রেকর্ড আবিরকে সরিয়ে এবার সারেগামাপার সঞ্চালনার দায়িত্বে অনির্বাণ? মূল্যবৃদ্ধির হ্যাটট্রিক, আজ কলকাতার সোনার দোকানগুলিতে হিমালয়ের উচ্চায় গয়নার রেট এ বাবা! খাওয়ার টেবিলে গোটা বলিউড, লুকিয়ে নাক খুঁটছেন রবিনা, ধরা পড়লেন ক্যামরায় 'খুন করতে যাইনি, খালি...' সলমনের বাড়ির সামনে গুলি, ধরা পড়তেই সাফাই ২ অভিযুক্তর ‘অবৈধ ভাবে’প্রবেশ,আটক ভারতীয় নাগরিককে দেশে ফেরানোর আগেই মার্কিন হাসপাতালে মৃত্যু সিকিম ও অসমের ওপরে আছে ২টি ঘূর্ণাবর্ত, তাপপ্রবাহের থেকে রেহাই পাবে বাংলা? মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৮ এপ্রিলের রাশিফল দ্বিতীয় বিবহবার্ষিকীর পর ‘ঝড়’ জীবনে? ইনস্টাগ্রামে কীসের ইঙ্গিত দিলেন আলিয়া

Latest IPL News

2024 IPL-এও বেটিংয়ের ছায়া, রাজস্থান, মুম্বই থেকে গ্রেফতার চার বুকি কিপিং এবং নেতৃত্বের জন্য ম্যাচের সেরা, নজির গড়ে বোলারদের বাহবা পন্তের জিততে বোলারদের ডাবল হ্যাটট্রিক করতে হত-পিচ নিয়ে অভিযোগ নেই,ব্যাটারদের দুষলেন গিল সব থেকে দামি প্লেয়ার দলের দুর্বলতা হতে পারে না- ঘুরিয়ে স্টার্ককে কটাক্ষ পাঠানের বেঙ্গালুরুতে বিরাটদের খেলা দেখার টিকিটের থেকে সস্তা ভারত-তুরস্কের বিমানের টিকিট DC-র বিরুদ্ধে ৮৯রানে অলআউট হয় GT, IPL-এর সর্বনিম্ন রানের তালিকায় কোথায় জায়গা হল? পাগল নাকি? মুকেশের উপর বেজায় চটলেন কুলদীপ, পরিস্থিতি সামলাতে ছুটে আসতে হল পন্তকে নিজেদের ডেরায় ল্যাজেগোবরে গিলরা, GT-কে ১০০-র কমেই গুটিয়ে দিয়ে বিরাট জয় পন্তদের ‘চক দে ইন্ডিয়া’র মুহূর্ত ফেরালেন শাহরুখ, মুষড়ে পড়া KKR-কে করলেন অনুপ্রাণিত বিদ্যুৎ গতির স্টাম্প, শূন্যে উড়ে দুর্ধর্ষ ক্যাচ, GT-কে ১০০ টপকাতে দিলেন না পন্ত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.