দেশের ১২টি রাজ্যের রাজভবনে বদল এল রবির সকালে। মহারাষ্ট্র, সিকিম, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, অসম, অন্ধ্রপ্রদেশ, ছত্তীসগঢ়, মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয়, বিহার নতুন রাজ্যপাল পেল আজ। এদিকে কেন্দ্রশাসিত লাদাখও নতুন লেফটেন্যান্ট গভর্নর পেয়েছে আজ। এর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য নিয়োগটি হয়েছে অন্ধ্রপ্রদেশে। সেই রাজ্যের নতুন রাজ্যপাল হচ্ছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এস আবদুল নজির। উল্লেখ্য, ঐতিহাসিক রামমন্দির মামলার বেঞ্চে ছিলেন বিচারপতি নজির।
চলতি বছর ৪ জানুয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতি পদ থেকে অবসর গ্রহণ করেন জাস্টিস নজির। ১৯৫৮ সালের ৫ জানুয়ারি জন্ম নেওয়া বিচারপতি নজির ১৯৮৩ সালের ১৮ ফেব্রুয়ারি অ্যাডভোকেট হিসেবে নথিভুক্ত হয়েছিলেন কর্ণাটক হাই কোর্টে। ২০০৩ সালের ১২ মে তাঁকে কর্ণাটক হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়েছিল। এরপর ধাপে ধাপে সুপ্রিম কোর্টে নিযুক্ত হন তিনি। নিজের সাধারণ মানের জীবনযাপনের জন্য পরিচিত ছিলেন বিচারপতি নজির। বিচারপতির অবসর গ্রহণ অনুষ্ঠানে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানান, ২০১৯ সাল পর্যন্ত বিচারপতি নজিরের পাসপোর্টও ছিল না। তিনি বিদেশে কোথাও ভ্রমণ করেননি ততদিন।
এদিকে মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল হিসাবে রমেশ বইসকে নিযুক্ত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারিকে সেই পদ থেকে 'অব্যাহতি' দেন রাষ্ট্রপতি। এছাড়া অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কৈবল্য ত্রিভিক্রাম পরনায়ককে অরুণাচল প্রদেশের রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হল। গুলাবচন্দ কাতারিয়াকে নিয়োগ করা অসমের রাজ্যপাল হিসাবে। শ্রী লক্ষ্ণণ প্রসাদ আচার্যকে সিকিমের রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হল। শিব প্রতাপ শুক্লাকে নিয়োগ করা হল হিমাচল প্রদেশের রাজ্যপাল হিসাবে। সিপি রাধাকৃষ্ণাণকে নিয়োগ করা হল ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসাবে। বিশ্বভূষণ হরিচন্দনকে ছত্তিশগড়ের রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হল। তিনি এতদিন অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল ছিলেন। এদিকে ছত্তিশগড়ের রাজ্যপাল সুশ্রী অনুসুইয়া উইকিয়েকে মণিপুরের রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হল। মণিপুরের রাজ্যপাল শ্রী লা গণেশনকে নাগাল্যান্ডের রাজ্যপাল করা হল। তিনি মাঝে কিছুদিন পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত রাজ্যপাল ছিলেন। বিহারের রাজ্যপাল ফাগু চৌহানকে মেঘালয়ের রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হল। হিমাচল প্রদেশের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারকে নিয়োগ করা হল বিহারের রাজ্যপাল হিসাবে। এদিকে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার বিডি মিশ্রকে লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হিসাবে নিয়োগ করা হল। তিনি অরুণাচলের রাজ্যপাল ছিলেন।