আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করার অভিযোগ দায়ের করা হল দিল্লি বিধানসভা নির্বাচনের বিজেপি প্রার্থী পরবেশ বর্মার বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার।
আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটাভুটি হবে ৬৯টি আসনের সবক'টিতেই। এর মধ্যে নয়া দিল্লি আসন থেকে বিজেপির টিকিট পেয়েছেন পরবেশ। ওই আসনে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী হলেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। এছাড়ও, ওই একই আসনে কংগ্রেসের টিকিটে প্রার্থী হয়েছেন সন্দীপ দীক্ষিত।
নয়া দিল্লি বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার মন্দির মার্গ থানার এসএইচও-কে একটি চিঠি পাঠিয়েছেন। তাতে তিনি উল্লেখ করেছেন, পরবেশের বিরুদ্ধে আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করার লিখিত অভিযোগ পেয়েছেন তিনি। জানা গিয়েছেন, সংশ্লিষ্ট বিধানসভা এলাকার ভোটারদের প্রাভাবিত করতে তাঁদের জুতো বিলি করেছেন তিনি।
পুলিশকে লেখা সেই চিঠিতে রিটার্নিং অফিসার জানান, 'আমি যে অভিযোগ পয়েছি, তার সঙ্গে দু'টি ভিডিয়োও পাঠানো হয়েছে। তাতে দেখা গিয়েছে, মহিলাদের জুতো বিলি করছেন পরবেশন সাহিব সিং বর্মা।'
ওই চিঠিতে রিটার্নিং অফিসার আরও উল্লেখ করেছেন, ১৯৫১ সালের জন প্রতিনিধিত্ব আইনের ১২৩ নম্বর অনুচ্ছেদ অনুসারে, যদি কোনও ভোটপ্রার্থী, অথবা তাঁর প্রতিনিধি, অথবা তাঁর সঙ্গে সম্পর্ক রয়েছে এমন কোনও ব্যক্তি, অথবা তাঁর নির্বাচনী এজেন্ট কোনও ব্যক্তিকে কোনও উপহার প্রদান করেন বা কোনও ধরনের প্রস্তাব কিংবা প্রতিশ্রুতি দেন, তাহলে তা 'দুর্নীতিগ্রস্ত আচরণ' বলে বিবেচনা করা হবে।
এরই ভিত্তিতে স্থানীয় থানার ভারপ্রাপ্ত আধিকারিককে রিটার্নিং অফিসার তাঁর পাঠানো চিঠিতে নির্দেশ দেন, 'অতএব, অবিলম্বে এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে, প্রয়োজনে ১৯৫১ সালের জন প্রতিনিধিত্ব আইনের ১২৩ নম্বর অনুচ্ছেদ অনুসারে, আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের কারণে পদক্ষেপ করতে হবে। এই বিষয়ে দ্রুত অ্য়াকশন টেকেন রিপোর্ট জমা করতে হবে।'
পিটিআই সূত্রে খবর, ইতিমধ্য়েই এই ঘটনায় পরবেশ বর্মার বিরুদ্ধে 'নন-কগনিজেবল রিপোর্ট' (এনসিআর) দায়ের করা হয়েছে এবং ঘটনার তদন্তও শুরু করা হয়েছে।
ভার্মা অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, তিনি সাফাইকর্মীদের সম্মান জানাতে স্থানীয় একটি মন্দিরে তাঁদের পায়ে জুতো পরিয়ে দিয়েছিলেন শুধুমাত্র। সেখানে কাউকে কোনও জুতো বিতরণ করা হয়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে।