'সংবাদ সংস্থা রয়টার্সের অফিশিয়াল এক্স হ্যান্ডেল ভারতে বন্ধ হয়ে যাওয়ায় তাদের কোনও ভূমিকা নেই।' এমনটাই জানিয়ে দিয়েছে ভারত সরকার। কোনও প্রয়োজনে রয়টার্সের অ্যাকাউন্ট বন্ধ করতে অনুরোধ করা হয়নি বলে জানিয়েছে কেন্দ্র। বর্তমানে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের অফিশিয়াল এক্স হ্যান্ডেল ভারতে দেখা যাচ্ছে না। 'আইনি নির্দেশে' এই অ্যাকাউন্টটি ব্লক করা হয়েছে – এই মর্মে বার্তা দেখা যাচ্ছে যখনই ভারত থেকে কেউ রয়টার্সের অ্যাকাউন্টটি দেখতে চাইছেন। (আরও পড়ুন: ট্রাম্পের শুল্ক জুজুর পুরোটাই 'ভুয়ো', পর্দা ফাঁস মার্কিন প্রেসিডেন্টের)
আরও পড়ুন: ‘বহু নগ্ন মহিলার দেহ কবর দিয়েছি, যৌন হেনস্থা ও শ্বাসরোধ…’, বিস্ফোরক সাফাইকর্মী
রবিবার দুপুরে আচমকাই ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্সের এক্স হ্যান্ডেল বন্ধ হয়ে যায় গোটা দেশে।আর তারপরই কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতেই একজন মুখপাত্র বলেন, 'রয়টার্সের অ্যাকাউন্ট বন্ধের কোনও অনুরোধ ভারত সরকারের পক্ষ থেকে করা হয়নি। আমরা এক্স-এর সঙ্গে যোগাযোগ রেখে সমস্যার সমাধানের চেষ্টা করছি।' তবে দীর্ঘ সময় কেটে গেলেও রয়টার্সের এক্স অ্যাকাউন্টটি বন্ধই হয়ে রয়েছে।সূত্রের খবর, সম্ভবত পুরনো কোনও আমেদনের ভিত্তিতে এখন এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আরও পড়ুন-ট্রাম্পের নিরাপত্তা লঙ্ঘন! গলফ ক্লাবের উপর দিয়ে যাওয়া বিমানকে ধাওয়া এফ-১৬-র
সূত্রের খবর, অপারেশন সিঁদুরের সময়ে একগুচ্ছ অ্যাকাউন্ট বন্ধ করার জন্য এক্স কর্তৃপক্ষকে অনুরোধ করেছিল কেন্দ্রীয় সরকার।রয়টার্সের নাম সেই তালিকায় ছিল বলে মনে করা হচ্ছে। তবে সেই সময়ে শয়ে শয়ে অ্যাকাউন্ট বন্ধ হলেও রয়টার্সের অ্যাকাউন্ট সক্রিয় ছিল। এতদিন পরে অবশেষে রয়টার্সের অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। কেন্দ্রের তরফে মনে করা হচ্ছে, এতদিন পরে অ্যাকাউন্ট বন্ধ করার কোনও প্রাসঙ্গিকতা নেই।তবে ঠিক কোন কারণে এই সিদ্ধান্ত, তা এখনও স্পষ্ট করে কিছু জানায়নি রয়টার্স কর্তৃপক্ষ। (আরও পড়ুন: ৬৪ বছর পুরনো নিয়মে বদল, কর্মী নিয়োগে OBC সংরক্ষণ নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত SC-র)
আরও পড়ুন: 'আরও ৩০-৪০ বছর…', উত্তরসূরি জল্পনার মাঝে ৯০তম জন্মদিনে ভবিষ্যদ্বাণী দলাই লামার
কেন্দ্রের তরফে ইতিমধ্যেই এক্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে রয়টার্সের অ্যাকাউন্ট চালু করার জন্য। নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রের এক সূত্রের খবর, এতদিন পরে রয়টার্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা আসলে এক্সের ত্রুটি। গত ৭ মে কেন্দ্রীয় সরকারের থেকে অনুরোধ জানানো হয়েছিল, দু’মাস পরে তা কার্যকর করাটা অর্থহীন। তবে রয়টার্সে প্রধান অ্যাকাউন্ট এবং বিশ্ব সংক্রান্ত অ্যাকাউন্ট-এই দু’টি বন্ধ রয়েছে। এখনও রয়টার্সের তরফে এই ঘটনা নিয়ে কোনও বিবৃতি জারি করা হয়নি। তবে শোনা যাচ্ছে, দ্রুতই চালু করে দেওয়া হবে রয়টার্সের সমস্ত অ্যাকাউন্ট। (আরও পড়ুন: পহেলগাঁও হামলার নিন্দায় আর্জেন্টাইন প্রেসিডেন্ট, ধন্যবাদ জানালেন মোদী)
আরও পড়ুন-ট্রাম্পের নিরাপত্তা লঙ্ঘন! গলফ ক্লাবের উপর দিয়ে যাওয়া বিমানকে ধাওয়া এফ-১৬-র
অবশ্য রয়টার্সের টেক নিউজ, ফ্যাক্ট চেক, চিন বা এশিয়ার মত কিছু সাব-হ্যান্ডল এখনও খোলা রয়েছে। তবে মূল অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে বিশ্বাসযোগ্য সংবাদের প্রবাহে বড় রকমের বাধা তৈরি হয়েছে ভারতীয় পাঠকদের জন্য।এই সংবাদ সংস্থা বিশ্বের ২০০টিরও বেশি জায়গায় ২,৬০০ জন সাংবাদিক নিয়ে কাজ করে। অথচ, এমন একটি গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যমের প্রধান অ্যাকাউন্ট ভারতে বন্ধ করে দেওয়া নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।