আজ আরজি কর কাণ্ডের সুপ্রিম শুনানিতে ফের উঠল সিসিটিভি ফুটেজ বিতর্ক। আজ ফের একবার সলিসিটর জেনারেল দাবি করেন, রাজ্যের তরফ থেকে সিবিআই-কে মাত্র ২৭ মিনিটেরই ফুটেজ তুলে দেওয়া হয়েছে। তবে রাজ্যের তরফ থেকে কপিল সিব্বল ফের একবার দাবি করেন, পুলিশের হাতে যা ফুটেজ ছিল, তা তুলে দেওয়া হয়েছে সিবিআই তদন্তকারীদের হাতে। এই নিয়ে আজ তিনি একটি ডিভাইসের তালিকা তুলে দেন সুপ্রিম কোর্টের হাতে। (আরও পড়ুন: 'সমঝোতা হয়েছে', মমতা-ডাক্তারদের বৈঠক নিয়ে গভীর রাতে বড় দাবি ঘিরে তোলপাড়)
আরও পড়ুন: 'CM-র চিকিৎসক বলে…', মুখ খুললেন 'উত্তরবঙ্গ লবির মাথা' এসপি দাস
আরও পড়ুন: রাত সাড়ে ৩টে নাগাদ নির্যাতিতাকে 'কয়েকজনের সাথে' পাঁচ তলায় দেখেছিলেন এক নার্স!
আজ শুনানির সময় রাজ্যের আইনজীবী কপিল সিব্বল ৪টে হার্ডডিস্ক আর পেনড্রাইভ সহ অন্যান্য ডিভাইসের এটি লিস্ট প্রধান বিচারপতির হাতে তুলে দিয়েছেন। সেখানে তিনি দাবি করেন, সাত থেকে আট ঘণ্টার ফুটেজ দেওয়া হয়েছে সিবিআইয়ের হাতে। এদিকে যে তালিকা জমা দেওয়া হয়, তাতে সিবিআইয়ের সই ছিল। তখন পালটা সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ডিভাইস এসেছে, কিন্তু তাতে আছে ২৭ মিনিটের রেকর্ডিং আছে। আর একটা ডিভাইস ১০০ জিবি-র হতে পারে, তাতে কতটা ডেটা আছে, সেটাই গুরুত্বপূর্ণ। তখন কপিল সিব্বল পালটা বলেন, এতদিন হয়ে গিয়েছে সিবিআইয়ের আগে তাহলে চেক করে নেওয়া উচিত ছিল। অবশ্য সুপ্রিম কোর্টের গত শুনানিতেও এই নিয়ে সরব হয়েছিল সিবিআই। আর প্রথম থেকেই রাজ্য দাবি করে গিয়েছে, সব ফুটেজ দেওয়া হয়েছে। এদিকে জনস্বার্থ মামলাকারী বিজয়কুমার সিঙ্ঘলের আইনজীবী ফিরোজ এডুলজিও আজ আদালতে বলেন, 'কলকাতা পুলিশ কেন ২৭ মিনিটের ফুটেজ দিল? বাকি ফুটেজ দিল না কেন?' (আরও পড়ুন: 'আরজি করে খুনের মামলায় ধামাচাপা দেওয়ার কথা মেনেছেন মমতা',সামনে বিস্ফোরক মন্তব্য)
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে নয়া তথ্য CBI-এর হাতে, চিকিৎসক খুন ১৫ লাখের জন্যে?
এদিকে আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় আজ বলেন, 'সিবিআই কী তদন্ত করছে, সেটা নিয়ে আজ আমরা যদি বলি, তাহলে সেটা পুরো প্রক্রিয়াকে ঘেঁটে দেবে। টালা থানার তৎকালীন ওসিকে গ্রেফতার করা হয়েছে। আমরা স্ট্যাটাস রিপোর্ট দেখেছি। আমরা যে যে বিষয়গুলি উত্থাপন করেছিলাম, সেগুলির সবই জবাব দিয়েছে সিবিআই। তদন্ত শেষ করতে এখনও সময় বাকি আছে। আমাদের সিবিআইকে পর্যাপ্ত সময় দিতে হবে। ওরা ঘুমোচ্ছে না। সত্য উদঘাটনের জন্য ওদের পর্যাপ্ত সময় দিতে হবে।' তিনি আরও বলেন, 'তদন্ত প্রক্রিয়ার কয়েকটি নির্দিষ্ট বিষয় নিয়ে তরুণী চিকিৎসকের বাবা যে উদ্বেগ প্রকাশ করেছেন, তা সত্যি। আমরা এই চিঠিটা প্রকাশ করব না। এটা গোপন। আমরা বলছি যে সিবিআইয়ের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আছে।' এই আবহে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, আরজি কর মামলার তদন্তে কলকাতা পুলিশ যেন সিবিআইকে সাহায্য করে। সেইসঙ্গে পুরো ফুটেজ প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও রাজ্য মাত্র ২৭ মিনিটের ফুটেজ দিয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। রাজ্যের দাবি, পুরো ফুটেজ দেওয়া হয়েছে।