আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তে অসন্তোষ প্রকাশ করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন নির্যাতিতার বাবা-মা। সুপ্রিম কোর্টে নির্যাতিতার মা-বাবা জানিয়েছেন, এই ধর্ষণ এবং হত্যাকাণ্ডে প্রাতিষ্ঠানিক ভাবে প্রমাণ লোপাট হয়েছে। এবং এই ঘটনায় একা সঞ্জয় রায় দোষী বলে তারা বিশ্বাস করেন না। এই আবহে বৃহত্তর ষড়যন্ত্রের পরিপ্রেক্ষিতে যাতে সিবিআই যথাযথ তদন্ত করে, সেই দাবিতেই শীর্ষ আদালতে মামলা করেছেন নির্যাতিতার মা-বাবা। বুধবার তাঁদের হয়ে এই মামলাটি সুপ্রিম কোর্টে দায়ের করেন আইনজীবী করুণী নন্দী। দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে এই মামলার আবেদন জমা পড়েছে। (আরও পড়ুন: নিয়ম ভেঙে বিপাকে আরজি কর আন্দোলনের অন্যতম 'মুখ', শোকজ রাজ্য মেডিক্যাল কাউন্সিলের)
আরও পড়ুন: ১০ বছর পলাতক, FBI ১০ মোস্ট ওয়ান্টেড তালিকায় এই ভারতীয়, মাথার দামে মুখ হবে হাঁ
আরও পড়ুন: স্যালাইনকাণ্ডে এবার মৃত্যু শিশুর, সন্তানের মুখটাও দেখতে পেলেন না অসুস্থ মা
আবেদনে বলা হয়েছে, শীর্ষ আদালতের নজরদারিতে আরজি কর কাণ্ডের যে তদন্ত সিবিআই করছে, তার আওতায় অন্তর্ভুক্ত করা হোক নির্যাতিতার মা-বাবার অভিযোগের বিষয়টি। উল্লেখ্য, সিবিআই নিশ্চিত যে আরজি কর কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রায়ই একমাত্র দোষী। এই আবহে ধৃতের 'ক্যাপিটাল পানিশমেন্ট' বা মৃত্যুদণ্ডের দাবি জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মামলার ফাইনাল সাবমিশনে সঞ্জয়ের ফাঁসির সাজার আর্জি জানায় সিবিআই। এদিকে সেই রায়ের আগেই শীর্ষ আদালতে নির্যাতিতার বাবা-মা। (আরও পড়ুন: নির্বাচন ব্যবস্থায় আমূল পরিবর্তনের সুপারিশ, 'আমেরিকা' হতে চাইছে বাংলাদেশ?)
আরও পড়ুন: মন্দিরে ছোট্ট ছেলের সামনে বাবা অমিত শাহের 'বকুনি' শুনলেন জয়! ভাইরাল ভিডিয়ো
উল্লেখ্য, এর আগে সিবিআই তদন্তের তত্ত্বাবধানের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থাঙ্কর ঘোষের এজলাসে মামলা করেছিলেন নির্যাতিতার বাবা-মা। সেই সময় বিচারপতি পর্যবেক্ষণ করেছিলেন, যেহেতু সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে এই তদন্ত হচ্ছে এবং হাই কোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলাটি বিচারাধীন, তাই সিঙ্গল বেঞ্চের তরফ থেকে এই মামলায় হস্তক্ষেপ করা হবে না। তবে সুপ্রিম কোর্ট বা হাই কোর্টের প্রধান বিচারপতি যদি অনুমোদন দেন কিংবা তদন্ত প্রক্রিয়ার নজরদারি সংক্রান্ত ব্যাখ্যা দেন, তাহলে তিনি এই মামলায় তত্ত্বাবধান করতে পারেন। এই আবহে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে নির্যাতিতার বাবা-মায়ের আবেদন, উচ্চ আদালতে এই মামলার শুনানিতে পদ্ধতিগত বাধা যেন দূর করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। (আরও পড়ুন: প্রস্তাব পেশ তো হল, এবার কি? বাংলাদেশ সংস্কারে কত সময় লাগবে ইউনুসের?)
আরও পড়ুন: আগে মিলেছিল ৪.৫ কোটি, ৬০০০ কোটি টাকার সেই জালিয়াতি মামলায় এবার বেহালা-হাওড়ায় ED
এর আগে সম্প্রতি শিয়ালদা আদালতে নিজেদের বক্তব্য পেশ করেন নির্যাতিতা চিকিৎসকের বাবা-মা। ৫৭ পৃষ্ঠার একটি বয়ান জমা দেন। তাঁরা দাবি করেছেন, সঞ্জয় একা নয়, মেয়েদের ধর্ষণ এবং খুনের মামলার আরও কয়েকজন যুক্ত রয়েছে বলে মনে করছেন। একজনের পক্ষে এরকম কাজ করা সম্ভব নয় বলে সওয়াল করেছেন তাঁরা। সেইসঙ্গে তাঁরা দাবি করেছেন, যারা যারা ওই ঘটনায় যুক্ত আছে, তাদের খুঁজে বের করতে আরও তদন্ত করা হোক। সেইমতো যাতে চার্জশিট পেশ করা হয়, সেই আর্জি জানিয়েছেন নির্যাতিতা চিকিৎসকের বাবা-মা।