বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘শাড়ি পরে প্রবেশ নিষিদ্ধ,’ দামি রেস্তোরাঁর নিদানে ক্ষুব্ধ নেটিজেনরা

‘শাড়ি পরে প্রবেশ নিষিদ্ধ,’ দামি রেস্তোরাঁর নিদানে ক্ষুব্ধ নেটিজেনরা

ছবি : টুইটার  (Twitter)

পুরো বিষয়টার ভিডিয়ো করেন ওই মহিলা। আর তারপরেই সোশ্যাল মিডিয়ায় রোষের মুখে দিল্লির দামি রেস্তোরাঁ।

'শাড়ি পরে ঢোকা যাবে না। আমাদের এখানে খালি স্মার্ট-ক্যাজুয়াল পরা যায়,' এমনটাই বলে এক মহিলাকে প্রবেশ করতে দিল না দিল্লির অভিজাত রেস্তোরাঁ অ্যাকুইলা(Aquila)। পুরো বিষয়টার ভিডিয়ো করেন ওই মহিলা। আর তারপরেই সোশ্যাল মিডিয়ায় রোষের মুখে দিল্লির দামি রেস্তোরাঁ।

ভারতীয় ভাষা জানা সত্ত্বেও ইংরাজিতে কথা বলা। পোশাক-আশাক নিয়ে নাক উঁচু ভাব। নামি-দামী রেস্তোরাঁর এ সকল কার্যকলাপ নতুন নয়। কিন্তু তাই বলে শাড়ি পরে প্রবেশে নিষেধাজ্ঞা? অ্যাকুইলার এমন 'স্নব' নীতির বিরুদ্ধে সরব হয়েছেন নেটিজেনরা। অনেকে তো একে পরাধীন ভারতে ইংরেজদের 'কুকুর ও ভারতীয়ের প্রবেশ নিষেধ' লেখা বারের দরজার সঙ্গেও তুলনা করেছেন। ভারতীয় রেস্তোরাঁ হয়েও যেন ইংরেজ সাজার মরিয়া চেষ্টা অ্যাকুইলার।

অ্যাকুইলার এই নীতির সমালোচনা করেছেন সেলিব্রেটিরাও। অভিনেত্রী রিচা চাড্ডা টুইটে লেখেন, 'শাড়ি যথেষ্ট স্মার্ট, আপনাদের নীতি স্মার্ট নয়।'

যদিও এর পাল্টা পোস্ট করেছে অ্যাকুইলাও। তাদের দাবি, শাড়ি পরা নিয়ে কোনও সমস্যা নেই। ওই মহিলা খারাপ ব্যবহার করছিলেন। কর্মীদের গায়ে হাত তুলেছিলেন। সেই জন্যই তাঁদের প্রবেশ করতে দেওয়া হয়নি। রেস্তোরাঁয় বহু অতিথিই শাড়ি পরে প্রবেশ করেন বলে জানায় কর্তৃপক্ষ। প্রমাণ করতে তার ভিডিয়োও দেওয়া হয়। 

তবে টুইটারে অনেকেই এমন অভিজাত রেস্তোরাঁর লোক দেখানো নাক-উঁচু ভাবের সমালোচনা করেছেন। অনেকের এ প্রসঙ্গে কলকাতার এক নামী রেস্তোরাঁর কথাও মনে পড়ে যাচ্ছে। বছর কয়েক আগেই কলকাতার পার্ক স্ট্রিটের এক নামী রেস্তোরাঁয় এক ব্যক্তিকে 'কম দামী পোশাক' পরায় প্রবেশ করতে দেওয়া হয়নি। সেই সময়ে ওই রেস্তোরাঁর বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠলেও এখনও তা বহাল তবিয়তে চলছে। সম্প্রতি পেয়েছে হেরিটেজের তকমাও।

পরবর্তী খবর

Latest News

মেয়ে বড় করতে, অনুষ্কার পথেই দীপিকা, ২ বড় সিদ্ধান্ত নিলেন রণবীর সিং-এর বউ মেডিক্যাল গবেষণার জন্য ইয়েচুরির দেহদান করা হল AIIMS-এ, বিদায় ‘লাল সেলাম’ জানিয়ে মহালয়ার পরদিনই রাহুর নক্ষত্রে প্রবেশ শনির, এবার পুজোয় ভাগ্য চমকাবে ৩ রাশির নজরে পুলিশের 'ভুল', আরজি কর কাণ্ডে এক শীর্ষ কর্তাকে অনলাইনে জেরা CBI-এর: রিপোর্ট ও আমাদের ‘লগান’ ছবির আমির খান: রোহিত শর্মা প্রসঙ্গে কেন এমন বললেন সরফরাজ খান? বেজে উঠল ঢাক - ঢোল- কাঁসর, সন্দীপ - অভিজিৎ গ্রেফতার হতেই শুরু হল কার্নিভাল অক্ষয় কুমার থেকে প্রিয়াঙ্কা চোপড়া, এই তারকারা সন্তানের নামে করিয়েছেন ট্যাটু খালি গায়ে বরুণ, খাবারে মন নেই জাহ্নবীর, হাসছেন মুচকি মুচকি! কী চলছে দুজনের ১৭ বছর বয়সেই ব্যাডমিন্টনে প্রথম আন্তর্জাতিক খেতাব জয়! নজির গড়লেন আনমোল খরব ‘এক উদ্দেশ্যে লড়াই করা গোষ্ঠীর ১জনকে আলাদা করা…’, কিঞ্জল নন্দকে নিয়ে টলিপরিচালক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.