জনসংখ্য়া বৃদ্ধির কারণ নিয়ে অদ্ভূত যুক্তি জানিয়েছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। বৃহস্পতিবার কেন্দ্রীয় সংসদ বিষয়কমন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, কংগ্রেস তাদের জমানায় বিদ্যুৎ সরবরাহ করত না। সেকারণেই দেশের জনসংখ্য়া বৃদ্ধি পেয়েছিল।
হাসান জেলায় বিজয় সংকল্প যাত্রায় একটি রোড-শোতে অংশ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, এখন কংগ্রেস বলছে তারা নাকি বিনামূল্যে বিদ্যুৎ দেবে। আপনারা কি বিশ্বাস করতে পারেন তারা ফ্রিতে বিদ্যুৎ দেবে? তাদের জমানায় তারা কখনও বিদ্যুৎ দিত না। কংগ্রেস জমানায় জনসংখ্য়া হু হু করে বেড়ে যাচ্ছিল কারণ তারা যথাযথ বিদ্যুৎ দিত না। যুক্তি দিয়েছেন বিজেপি মন্ত্রিসভার কেন্দ্রীয় মন্ত্রী।
এদিকে গত জানুয়ারিতে কংগ্রেস জানিয়েছিল, কংগ্রেস ক্ষমতায় এলে ২০০ ইউনিট করে বিদ্যুৎ ফ্রিতে দেবে। অন্যদিকে কর্নাটকে মহিলাদের জন্য় গৃহলক্ষ্মী স্কিম করার ব্যাপারেও ঘোষণা করেছে কংগ্রেস। এই স্কিমে প্রতি মহিলাকে ২০০০ টাকা করে দেওয়া হবে।
কংগ্রেসের তরফে বলা হয়েছে, জিনিসপত্রের দাম ক্রমশ বাড়ছে। অনেকেই সংসার চালাতে পারছেন না। তাদের কাছে এই স্কিম যথেষ্ট সুবিধাজনক হবে। আগামী মে মাসেই কর্নাটকে ভোট হতে পারে। তার আগে বড় স্কিমের প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। তবে বাস্তবে এই ধরনের স্কিম দিয়ে মূল্যবৃদ্ধি কতটা রোধ করা সম্ভব তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে।
এদিকে মুখ্য়মন্ত্রী বাসবরাজ বোম্মাই অবশ্য় কংগ্রেসকে এই ইস্যুতে তুলোধোনা করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, দুর্নীতি নিয়ে কথা বলার কোনও অধিকার কংগ্রেসের নেই। জওহরলাল নেহেরু ও মনমোহন সিংয়ের জমানা সর্বত্র কংগ্রেস দুর্নীতিতে ডুবে ছিল।
এদিকে বোম্মাইয়ের পদত্যাগের দাবিতে সরব হয়েছিলেন কংগ্রেস নেতৃত্ব। কারণ এক বিজেপি বিধায়কের ছেলের ৪০ লাখ টাকা ঘুষ নিচ্ছিল। লোকায়ুক্ত পুলিশ তাকে ধরে ফেলেছিল। তারপরই মুখ্য়মন্ত্রী ইস্তফার দাবিতে সরব হয়েছিলেন কংগ্রেসে নেতৃত্ব। তবে
বিজেপি বিধায়ক মাদাল বিরুপাক্ষ অবশ্য় এই ঘটনা প্রকাশ্যে আসতেই একাধিক কমিটি থেকে পদত্যাগ করেন। আসলে তার ছেলে প্রশান্ত মাদালকে লোকায়ুক্ত পুলিশ হাতে নাতে ধরে ফেলেছিল। তিনি BWSSB এর প্রধান হিসাবরক্ষক ছিলেন। তিনি বাবার নাম করে এই ঘুষ চেয়েছিলেন বলে অভিযোগ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup