বাংলা নিউজ > ঘরে বাইরে > Modi talks to Sunak: মোদী-সুনাক বিশেষ ফোনালাপ! প্রসঙ্গ উঠল লন্ডনে ভারতীয় দূতাবাসে তেরঙ্গা ঘিরে খালিস্তানি কর্মকাণ্ডের

Modi talks to Sunak: মোদী-সুনাক বিশেষ ফোনালাপ! প্রসঙ্গ উঠল লন্ডনে ভারতীয় দূতাবাসে তেরঙ্গা ঘিরে খালিস্তানি কর্মকাণ্ডের

ঋষি সুনাক ও নরেন্দ্র মোদী কথা বললেন বাণিজ্যিক পর্যালোচনার বিষয়ে (REUTERS FILE PHOTO) (HT_PRINT)

সদ্য লন্ডনে ভারতের দূতাবাসে ভারতের জাতীয় পতাকা অবনমিত করে অপমান করার ঘটনা ঘটে। সেই ঘটনার অভিযোগের তির রয়েছে খালিস্তানপন্থীদের বিরুদ্ধে। ঘটনা নিয়ে কূটনীতিবিদদের নিরাপত্তা প্রসঙ্গেও উঠছে প্রশ্ন। এরপরই ঋষি সুনাকের সঙ্গে কথা হল নরেন্দ্র মোদীর

একাধিক দ্বিপাক্ষিক ইস্যুতে এদিন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশের বাণিজ্য সমেত একাধিক ইস্যুতে তাঁরা আলোচনা করেছেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, সদ্য ব্রিটেনের ফার্স্ট লেডি তথা ঋষি সুনাকের স্ত্রী অক্ষতা সুনাক এসেছিলেন ভারত সফরে। সেই সময় অক্ষতার মা , ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির স্ত্রী তথা সমাজসেবি লেখিকা সুধা মূর্তি পদ্মসম্মানে ভূষিত হন। এরপর সদ্য দুই রাষ্ট্রনেতার মধ্যে চলে দুই দেশের নানান ইস্যু নিয়ে আলোচনা পর্ব।

উল্লেখ্য, ঋষি সুনাকের সঙ্গে এদিন ফোনে বার্তালাপ করেন মোদী। এর আগে, লন্ডনে ভারতের দূতাবাসে ভারতের জাতীয় পতাকা অবনমিত করে অপমান করার ঘটনা ঘটে। সেই ঘটনার অভিযোগের তির রয়েছে খালিস্তানপন্থীদের বিরুদ্ধে। ঘটনা নিয়ে কূটনীতিবিদদের নিরাপত্তা প্রসঙ্গেও উঠছে প্রশ্ন। এরপরই ঋষি সুনাকের সঙ্গে কথা হল নরেন্দ্র মোদীর। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের নিরিখে এই ফোন কল বেশ গুরুত্বের জায়গায় রয়েছে। এক প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুই দেশের রাষ্ট্রনেতাদের আলোচনায় ‘প্রধানমন্ত্রী মোদী ইউকেতে ভারতীয় কূটনীতিবিদদের নিরাপত্তার বিষয়টি উত্থাপন করেছেন। ’ যাতে ভারত বিরোধী ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়, তার জন্য দিল্লির তরফে অনুরোধ গিয়েছে লন্ডনের কাছে। এরপরই বিজ্ঞপ্তি বলছে, ‘মিস্টার সুনাক জানিয়েছেন, ভারতের দূতাবাসের ওপর হামলার ঘটনাকে মেনে নেওয়া যায়না।’ পাশাপাশি তিনি ভারতীয় কূটনীতিবিদদের নিরাপত্তার বিষয়টিও সুনিশ্চিত করেছেন বলে খবর।

( নামী নিউজ চ্যানেলের মার্কেটিং হেড অপহৃত! পাকিস্তানে হিন্দুর অপহরণ ঘিরে তোলপাড়)

বিজ্ঞপ্তির বার্তা নিশ্চিত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট থেকেও আসে এক বার্তা। সেখানে লেখা হয়েছে,' আমরা ভারত বিরোধীদের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়া এবং ইউকেতে ভারতীয় কূটনৈতিক স্থাপনাগুলির নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার বিষয়েও একমত হয়েছি।' এখানেই শেষ নয়। মোদীর টুইট জানান দিচ্ছে, ‘আমরা অর্থনৈতিক অপরাধীদের বিষয়েও আলোচনা করেছি।’ ফলে খালিস্তানিদের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ নিয়ে যে লন্ডন ব্যবস্থা নিচ্ছে তা স্পষ্ট হয়েছে। বিষয়টি দুই দেশের সম্পর্কের নিরিখেও যে বেশ গুরুত্বপূর্ম তাও উঠে এসেছে এই বৈঠকে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

বন্যা দেখতে গিয়ে ওল কিনে বাড়ি ফিরেছিলেন, হয় তীব্র ট্রোলিং, এবার জবাব দিলেন রচনা খেলোয়াড়দের না জানিয়েই নিয়ম! ATPর ওপর বিরক্ত জোকার…আবারও আম্পায়ারের সঙ্গে ঝামেলা ফল ও সবজির দামের মাত্র এক-তৃতীয়াংশ পান কৃষকেরা! বাকি লাভ কোথায় যায়? ধনীদের তালিকায় আম্বানিদের ধারের কাছে ছিলেন না, জানুন রতন টাটার সম্পত্তির বিশদ মাত্র ৩ মিনিটে ১ কেজি হট সস খেয়ে বিশ্ব রেকর্ড ইউটিউবারের! সীমান্তে মেরামতের সময় আফগানি হামলা, পালটা গুলি চালাল পাক সেনা, নিহত বেশ কয়েকজন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট! টি২০ বিশ্বকাপে ভারতের দ্রুততম ফিফটির মালিক হরমনপ্রীত… স্বপ্নের ক্যাচ নিলেন পরিবর্ত প্লেয়ার রাধা, মেডেল পেয়েই লজ্জায় ঢাকলেন মুখ ‘বাচ্চার জন্য আমার কোন ডায়াপার…’, শ্রেয়া ফোন লাগায় সোজা সুনিধিকে, তারপর? জারি অনশন, অবস্থান লালবাজারের সামনে, সপ্তমীর শহরে বাড়ল আন্দোলনের ঝাঁঝ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.