ঋষি সুনাক প্রধানমন্ত্রী হতেই হইচই নেটপাড়ায়। ব্রিটেনের মসনদে প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী হিসাবে ঋষি সুনাকের নাম উঠে এসেছে।এদিকে, তাঁর এই মসনদে অধিষ্ঠান নিয়ে ভারতে ব্যাপক হইহই নেট পাড়ায়। পিছিয়ে নেই বলিউড। প্রয়াত ঋষি কাপুরের স্ত্রী নীতু কাপুর তাঁর টুইটে ‘থ্রিল’ শব্দটি যোগ করেছেন। আলি চিনয়ের পোস্টে শ্রীরামচন্দ্র সীতার বেশে দেখা গিয়েছে ঋষি ও অক্ষতাকে। হর্ষ গোয়েঙ্কা পোস্ট করেছেন কোহিনূর ফিরিয়ে আনা নিয়ে মজার টুইট।
উল্লেখ্য, দিওয়ালির উৎসবের সঙ্গে অযোধ্যায় শ্রীরামচন্দ্র ও সীতার ফিরে আসার কাহিনি প্রচলিত। আর সেই দিওয়ালির দিনই ঋষি সুনাক পেয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ। এদিকে, আলিশা চিনয় তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে ঋষি সুনাককে শ্রীরামচন্দ্র ও তাঁর স্ত্রী অক্ষতাকে সীতাদেবী হিসাবে তুলে ধরেছেন। এদিকে, আলিশা চেনয় যে পোস্টটি করেছেন, সেখানে কমেন্ট সেকশন বন্ধ রয়েছে।
অন্যদিকে, প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের স্ত্রী নীতু সিং বলছেন, ঋষি নামটির সঙ্গেই রয়েছে একটি থ্রিল। তিনি লেখেন, ‘ঋষি রাজ সুনাক… নাম দেখেই থ্রিল হচ্ছে।’ অন্যদিকে বলিউড তারকা অমিতাভ বচ্চন তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ‘ জয় ভারত… এখন ভারত থেকে তাঁদের নতুন ভাইসরয় অর্থাৎ প্রধানমন্ত্রী পেল ইউকে।’ অভিনেত্রী রবিনা ট্যান্ডন লেখেন, ‘এবারের দিওয়ালি স্পেশ্যাল। একদিকে ক্রিকেটে ভারতের জয়, অন্যদিকে, ঋষি সুনাকের প্রধানমন্ত্রী হওয়া। এটা সকলের জন্যই ভালো সংবাদ।’
এদিকে, নেটপাড়ায় হইচই ফেলে দিয়েছেন শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা। তিনি মজার ছলে এক টুইট পোস্টে লেখেন কীভাবে ইউকে থেকে কোহিনূর এবার আনা যাবে , তা নিয়ে তাঁর বন্ধুর কী মত। তিনি লেখেন, বেঙ্গালুরুতে ঋষি তাঁর শ্বশুরবাড়ি গেলে তখন বেঙ্গালুরুর ট্রাফিকে তাঁকে অপহরণ করতে হবে, তারপর আশিস নেহরাকে ঋষির জায়গায় পাঠাতে হবে। আশিসকে দিয়ে ইউকেতে বিল পাশ করাতে হবে, যাতে কোহিনূর ভারতে আসে। আপাতত পর পর এই সমস্ত টুইট নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়।