এই ইস্যুতে ৩ লাখ নার্স নিজেদের বিপন্নতার কথা জানিয়... more
এই ইস্যুতে ৩ লাখ নার্স নিজেদের বিপন্নতার কথা জানিয়েছেন। তাঁদের বেতন নিয়ে বিবাদ চরমে। আর সেই নিরিখেই ব্রিটেনের প্রধানমন্ত্রীকে সামনে পেয়ে এক বৃদ্ধা রোগী ঋষি সুনককে বলেন ব্রিটেনের সরকারি হেল্থ সার্ভিসেসের দিকে তাঁর নজর দেওয়া উচিত।
1/4ব্রিটেনের প্রধানন্ত্রী পদে আসীন হওয়ার পর সদ্য দক্ষিণ লন্ডনের ক্রায়োডন হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন ঋষি সুনক। প্রধানমন্ত্রীকে ঘিরে স্বভাবতই হাসপাতালে ছিল তৎপরতা। সেখানে বহু রোগীর সঙ্গে কথা বলেন সুনাক। তবে তারই মাঝে এক বৃদ্ধা রোগী রীতিমতে ধমক দিয়েই ঋষিকে তাঁর নিজের আর্জি জানান।Leon Neal/Pool via REUTERS (REUTERS)
2/4গত ১০৬ বছরের মধ্যে এই প্রথম ব্রিটেনে নার্সরা ক্ষোভ প্রকাশ করেছেন তাঁদের বেতন ইস্যুতে। এই ইস্যুতে ৩ লাখ নার্স নিজেদের বিপন্নতার কথা জানিয়েছেন। তাঁদের বেতন নিয়ে বিবাদ চরমে। আর সেই নিরিখেই ব্রিটেনের প্রধানমন্ত্রীকে সামনে পেয়ে এক বৃদ্ধা রোগী ঋষি সুনককে বলেন ব্রিটেনের সরকারি হেল্থ সার্ভিসেসের দিকে তাঁর নজর দেওয়া উচিত।Leon Neal/Pool via REUTERS (REUTERS)
3/4বৃদ্ধা রোগীকে দেখে ঋষি প্রথমে বলেন,'ওঁরা (নার্স) আপনাকে ঠিকঠাক দেখভাল করছেন? ' বৃদ্ধা জবাবে বলেন, 'ওঁরা সব সময়ই তাই করেন।' এরপর বৃদ্ধা বলেন, এটা লজ্জার যে 'আপনারা (ব্রিটিশ সরকার) তাঁদের বেশি বেতন দেন না।' এর জবাবে সুনক বলেন, তিনি চেষ্টা করবেন। Leon Neal/Pool via REUTERS (REUTERS)
4/4ঋষির বক্তব্য শুনে বৃদ্ধা জোরদার কণ্ঠে পাল্টা বলেন, 'না, আপনারা চেষ্টা করছেন না। আরও চেষ্টা করতে হবে।' শুনে ঋষি বলেন, 'ঠিক, আমি সেইভাবেই চলব। এখানে খুব ভালো টিম (নার্সদের) রয়েছে।' উল্লেখ্য, ব্রিটেন জুড়ে নার্স ছাঁটাই ও বেতনের কমতি ইস্যুতে বারবার উঠে এসেছে ক্ষোভ। Leon Neal/Pool via REUTERS (REUTERS)