বাংলা নিউজ > ঘরে বাইরে > Rishi Sunak Might become UK PM: লড়াই থেকে সরলেন বরিস, দিওয়ালির দিনই UK-র প্রধানমন্ত্রী হতে পারেন ঋষি সুনক

Rishi Sunak Might become UK PM: লড়াই থেকে সরলেন বরিস, দিওয়ালির দিনই UK-র প্রধানমন্ত্রী হতে পারেন ঋষি সুনক

ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে ঋষি সুনক (AP)

এর আগে তিনি ‘দল বাঁচাতে’ ঋষিকে প্রতিদ্বন্দ্বিতা করতে বারণ করেছিলেন বরিস। দুই নেতার মধ্যে গোপন বৈঠকও হয়েছিল।

গতকালই বরিস জনসনের শিবির থেকে দাবি করা হয়েছিল যে প্রয়োজন মতো ১০০ সাংসদের সমর্থন রয়েছে তাদের কাছে। তবে রাত গড়াতেই বদলে যায় অঙ্ক। বরিস জনসন জানিয়ে দেন, কনজারভেটিভ পার্টির প্রধান পদের জন্য তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না। এই আবহে ঋষি সুনকের ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার রাস্তা প্রায় সাফ। এই আবহে আজকেই তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়ে যেতে পারেন।

রবিবারই বরিস জনসন ঘোষণা করেন যে তিনি কনজারভেটিভ পার্টির প্রধান পদের জন্য লড়াই করবেন না। এর আগে তিনি ‘দল বাঁচাতে’ ঋষিকে প্রতিদ্বন্দ্বিতা করতে বারণ করেছিলেন বরিস। দুই নেতার মধ্যে গোপন বৈঠকও হয়েছিল। তবে শেষ পর্যন্ত ঋষি সুনক ঘোষণা করে দেন যে তিনি প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। জানা যায়, তাঁর কাছে ১৪০ জনেরও বেশি সাংসদের সমর্থন রয়েছে। এই আবহে রবিবার বরিস লড়াইয়ের আগেই ‘হার’ মেনে নেন। জানা গিয়েছে, দলের সাংসদদের সমর্থন জোগাড় করতে না পেরেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বরিস জনসন।

এদিকে বরিস লড়াই থেকে সরে যাওয়ায় ঋষির একমাত্র প্রতিদ্বন্দ্বী গতে চলেছেন পেনি মরড্যান্ট। তবে তাঁর কাছে ৩০ জনেরও কম সাংসদের সমর্থন রয়েছে। সোমবার ব্রিটিশ সময়ে দুপুর ২টোর মধ্যে যদি তিনি ১০০ জন সাংসদের সমর্থন না জোগাড় করতে পারেন, তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঋষি ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়ে যেতে পারেন আজই। যদি সুনক ব্রিটেনের প্রধানমন্ত্রী হন, তবে তিনিই প্রথম ভারতীয় বংশোদ্ভূত হবেন, যিনি ব্রিটেনের প্রধানমন্ত্রীর গদিতে বসবেন। এর আগে মাত্র দেড় মাস আগেই লিজ ট্রাসের কাছে হেরে গিয়ে প্রধানমন্ত্রীর দৌড়ে দ্বিতীয় স্থান লাভ করেছিলেন ঋষি। তবে লিজের পরপর ‘ভুল’ পদক্ষেপের জেরে দেড় মাসেই ইতিহাসের দোরগোড়ায় পৌঁছে গেলেন ঋষির।

পরবর্তী খবর

Latest News

বুধে ৭ জেলায় সতর্কতা, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ৪টিতে, শুক্র ও শনিতে কোথায় হবে? বাবরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিপত্তি! ভক্তের সঙ্গে দুর্ব্যবহার পাক তারকার ইংল্যান্ড সিরিজে ভালো খেলতে পারাই বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে: শুভমন গিল প্যারালিম্পিক্স পদকজয়ীদের মোটা আর্থিক পুরস্কার,রুপো জিতে ৫০ লক্ষ, সোনাজয়ীদের কত? এপার বাংলায় ইলিশ পাঠান, বাংলাদেশ সরকারকে চিঠি, পুজোয় মিলবে পদ্মার রুপোলি শস্য়? এইডস আক্রান্ত নায়কের চরিত্রে রাজি হয়নি কোনও বলিউড হিরো, ১টাকায় কাজ করেন সলমন! প্রখ্যাত শিক্ষাবিদ ও দুন স্কুলের প্রধান শমী দাস প্রয়াত, প্রথম চাকরি কলকাতায় ‘হাত মোটা লাগছে,ডবল চিন দেখা যাচ্ছে…., আগে বিচার পরে শরীরে মন দেব’: স্বস্তিকা শুধু ‘রেসপেক্টেড স্যার’ লেখা, ম্যাডাম নেই, রাজ্যের মেলে ক্ষুব্ধ জুনিয়র ডাক্তাররা আগামিকাল রাধা অষ্টমী, রাধা-কৃষ্ণর আশীর্বাদ পেতে কী করবেন আর কী করবেন না জেনে নিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.