ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনক এবার অক্সফোর্ড বিশ্ববিদ্য়ালয়ে ও আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষামূলক ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। সোমবার অক্সফোর্ডের তরফ থেকে একথা ঘোষণা করা হয়েছে। ৪৪ বছর বয়সি ঋষি সুনক অক্সফোর্ডের ব্লাভাটনিক স্কুল অফ গভর্নমেন্টে ওয়ার্ল্ড লিডার্স সার্কেলে নিযুক্ত হয়েছেন। ইতিমধ্য়েই স্ট্যানফোর্ড হুভাল ইনস্টিটিউশনে উইলিয়াম সি এডওয়ার্ডস ভিসিটিং ফেলো হিসাবে উল্লেখ করেছে। তিনি সেখানে ট্রান্স আটলান্টিক রিলেশনস, ইকোনমিক পলিসি, টেকনোলজি, গ্লোবাল সিকিউরিটির নানা দিক নিয়ে কাজ করবেন।
ঋষি সুনক একটি বিবৃতিতে জানিয়েছেন, ব্লাভাটনিক ও হুভার দারুন কাজ করেছেন। কীভাবে আমরা আর্থিক ও নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জগুলির মোকাবিলা করতে পারি।
আমার অক্সফোর্ড ও স্ট্যানফোর্ড নিয়ে অত্যন্ত আকর্ষণ রয়েছে। আমি ওই দুটোতেই পড়াশোনার করার সুযোগ পেয়েছিলাম। আমার জীবন ও কেরিয়ার ওই দুই শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে দিয়েছিল। আগামী দিনে তাদের গবেষণার শরিক হতে চাই। প্রসঙ্গত ব্রিটিশ ইন্ডিয়ান এই রাজনীতিবিদ অক্সফোর্ডে রাজনীতি, দর্শন ও অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছিলেন।
ব্লাভাটনিক স্কুলের ডিন বলেছেন, গোটা বিশ্বজুড়ে যে নেতারা রয়েছেন তাঁরা কীভাবে গ্লোবাল চ্যলেঞ্জের মোকাবিলা করবেন সেটা নিয়ে আমাদের যে কাজ সেটাতে সহায়তা করবেন তাঁর ( ঋষি সুনক) দক্ষতা।