বাংলা নিউজ > ঘরে বাইরে > Rishi Sunak worships Gaumata: ব্রিটিশ প্রধানমন্ত্রীর দৌড়ে থাকা ঋষি সুনাক আরতি করলেন গৌমাতার! সস্ত্রীক পুজো লন্ডনে

Rishi Sunak worships Gaumata: ব্রিটিশ প্রধানমন্ত্রীর দৌড়ে থাকা ঋষি সুনাক আরতি করলেন গৌমাতার! সস্ত্রীক পুজো লন্ডনে

 ঋষি আরতি করলেন গৌমাতার

ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে প্রথম কয়েক রাউন্ডে কার্যত রকেট গতিতে এগিয়েছে ঋষি সুনাকের বিজয় রথ। তবে আপাতত লিজ ট্রুসের সামনে বেশ খানিকটা পিছিয়ে পড়েছেন ঋষি। আর এই ইস্য়ুতে যখন ব্রিটেনের প্রাক্তন এই চ্যান্সেলারের রাজনৈতিক কেরিয়ারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছে, তখন তাঁকে দেখা গেল স্ত্রী অক্ষতাকে সঙ্গে নিয়ে গৌমাতার পুজো করতে।

হাতে নিলেন ধাতব পাত্র। প্রদীপ সঙ্গে নিয়ে আরতিও করলেন। লন্ডনের বুকে এভাবেই গৌমাতার পুজোয় অংশ নিতে দেখা গেল ব্রিটিশ কনসারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাককে। উল্লেখ্য, ব্রিটিশ প্রধানমন্ত্রিত্বের দৌড়ে রয়েছেন এই ভারতীয় বংশোদ্ভূত। যিনি সম্পর্কে ‘ইনফোসিস’ এর প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির জামাই। সেই ঋষি সুনাক ও স্ত্রী অক্ষতাকে দেখা গেল গৌমাতার পুজো করতে।

উল্লেখ্য়, ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে প্রথম কয়েক রাউন্ডে কার্যত রকেট গতিতে এগিয়েছে ঋষি সুনাকের বিজয় রথ। তবে আপাতত লিজ ট্রুসের সামনে বেশ খানিকটা পিছিয়ে পড়েছেন ঋষি। আর এই ইস্য়ুতে যখন ব্রিটেনের প্রাক্তন এই চ্যান্সেলারের রাজনৈতিক কেরিয়ারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছে, তখন তাঁকে দেখা গেল স্ত্রী অক্ষতাকে সঙ্গে নিয়ে গৌমাতার পুজো করতে। এই প্রথম নয়, ভারতীয় ঐতিহ্যকে মনে করে এর আগেও পালন করতে দেখা গিয়েছে ঋষি সুনাককে। এর আগে দিওয়ালির সময় তাঁকে অফিসে প্রদীপ প্রজ্জ্বলিত করতে দেখা যায়। হস্টেলে আমিষ খাবার পরিবেশন ঘিরে ক্ষোভ পড়ুয়াদের একাংশের! বিতর্কে আইআইটি রুরকি

এদিনও দেখা গেল, একজন পুরোহিতের সহযোগিতায় ধর্মীয় বিধি মেনে গৌমাতার পুজো করলেন ঋষি সুনাক। তাঁর পুজো করার এই ভিডিয়ো ভাইরাল হতেই তা ইন্টারনেটে বহু ভারতীয়ের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেন এই ভিডিয়ো নিয়ে। বহু প্রবাসী ভারতীয়ই ঋষির এই পদক্ষেপের সুখ্যাতি করতে থাকেন। তবে আপাতত ঋষির সামনে অগ্নিপরীক্ষা। লিজকে হারাতে পারলে ব্রিটেনের বুকে তাঁর রাজনৈতিক লড়াই আলদা মাত্রায় তাৎপর্য পাবে। আর তা না হলে ঋষি লিজের মন্ত্রিসভায় থাকবেন না বলেই ইঙ্গিত দিয়েছেন।

 

 

 

বন্ধ করুন